ETV Bharat / state

Housing Standing Committee: রাজ্যের আবাসনের অবস্থা জানতে দুর্গাপুরে পরিদর্শনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা - বিধানসভার হাউসিং স্ট্যান্ডিং কমিটি

রাজ্য সরকারি আবাসনের অবস্থা এবং আবাসিকদের সমস্যা জানতে দুর্গাপুরের (Durgapur News) সগরভাঙা হাউসিং পরিদর্শনে গেল বিধানসভার (West Bengal Assembly) হাউসিং স্ট্যান্ডিং কমিটির 7 সদস্যের প্রতিনিধি দল (Housing Standing Committee)৷

Assembly Housing Standing Committee members
পরিদর্শনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা
author img

By

Published : Jan 6, 2023, 3:01 PM IST

Updated : Jan 6, 2023, 5:39 PM IST

পরিদর্শনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা

দুর্গাপুর, 6 জানুয়ারি: 2015 সাল থেকে রাজ্য সরকারের আবাসনগুলির (Housing Standing Committee) ভাড়া নেওয়া হয়নি বিভিন্ন জটিলতার কারণে । এর পাশাপাশি বহু দিনের পুরনো রাজ্য সরকারের আবাসন প্রকল্পগুলির সংস্কারও হয়নি দীর্ঘদিন । সবমিলিয়ে দুর্গাপুরের (Durgapur News) সগরভাঙা, সিটি সেন্টার, বিধান নগর এই সমস্ত এলাকার সরকারি হাউসিংগুলির আবাসিকদের ক্ষোভ বাড়ছিল । এ বার রাজ্য সরকারের আবাসনের আবাসিকদের খোঁজ নিতে জেলায় জেলায় পরিদর্শন শুরু করল বিধানসভার হাউসিং স্ট্যান্ডিং কমিটির 7 সদস্যের প্রতিনিধি দল (West Bengal Assembly)।

শুক্রবার সকাল 10টা নাগাদ দুর্গাপুরের সগরভাঙা হাউসিং পরিদর্শনে যায় ওই 7 সদস্যের প্রতিনিধি দল । বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের আবাসনগুলির বেহাল অবস্থা, পানীয় জলের সমস্যা ও বিদ্যুতের সমস্যা দেখা দিচ্ছে । দুর্গাপুরে রাজ্য সরকারের অধীনস্থ একাধিক আবাসনে সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আবাসিকদের । তার জেরে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ বাড়ছিল সরকারি আবাসনের আবাসিকদের । সেই সমস্ত সমস্যা এবং অভিযোগ শুনতে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমের বিভিন্ন প্রান্তে আবাসনের আবাসিকদের সমস্যার কথা শোনা হবে বলে জানা গিয়েছে ।

দুর্গাপুরের সগরভাঙা হাউসিং-এর আবাসিকদেরও একাধিক অভিযোগ ছিল । সেই সমস্ত সমস্যাগুলি শোনেন বিধানসভার স্ট্যান্ডিং হাউসিং কমিটির প্রতিনিধি দলের সদস্যরা । সেই সমস্যাগুলি বিধানসভার অধ্যক্ষকে জানানো হবে । এর পর সেই সমস্যাগুলি বিধানসভায় তুলে ধরা হবে। দ্রুত যাতে সেই সমস্যাগুলির সমাধান হয়, তারও ব্যবস্থা করা হবে বলে জানান ওই প্রতিনিধি দলের এক সদস্য তথা জামালপুরের বিধায়ক অলোক মাজি ।

আরও পড়ুন: আবাস যোজনায় দুর্নীতির তদন্তে পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল

হারাধন সরকার নামের এক আবাসিক জানান, "দীর্ঘদিন আমাদের ভাড়া নেওয়া হচ্ছে না । আমরা চাইছি সরকার অবিলম্বে এই ভাড়া নিক । তা না হলে একসঙ্গে বিরাট অঙ্কের বোঝা চাপবে আবাসিকদের ঘাড়ে ।" প্রবীণ অপর আবাসিকের কথায়, "দীর্ঘদিন আমাদের আবাসনগুলির সংস্কার হয়নি ৷ ঘরের ভেতরে ভাঙাচোরা অবস্থা । তার উপর আবার ভাড়া নেওয়া হচ্ছে না । সবমিলিয়ে আমরা দুর্দশায় দিন কাটাচ্ছি ।"

বিধানসভার হাউসিং দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অলোক মাজি বলেন, "আমি সমস্যার কথা শুনলাম ৷ লিখিত আকারে তা বিধানসভায় জমা দেওয়া হবে ।"

সিপিআইএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ দাস সরকার বলেন, "একদিকে আবাস দুর্নীতি নিয়ে জেরবার রাজ্য সরকার । অন্যদিকে দুর্গাপুরের সরকারি আবাসনগুলির বেহাল দশা । পৌরসভা নির্বাচনের আগে তাই ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নামানো হল স্ট্যান্ডিং কমিটিকে ।"

পরিদর্শনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা

দুর্গাপুর, 6 জানুয়ারি: 2015 সাল থেকে রাজ্য সরকারের আবাসনগুলির (Housing Standing Committee) ভাড়া নেওয়া হয়নি বিভিন্ন জটিলতার কারণে । এর পাশাপাশি বহু দিনের পুরনো রাজ্য সরকারের আবাসন প্রকল্পগুলির সংস্কারও হয়নি দীর্ঘদিন । সবমিলিয়ে দুর্গাপুরের (Durgapur News) সগরভাঙা, সিটি সেন্টার, বিধান নগর এই সমস্ত এলাকার সরকারি হাউসিংগুলির আবাসিকদের ক্ষোভ বাড়ছিল । এ বার রাজ্য সরকারের আবাসনের আবাসিকদের খোঁজ নিতে জেলায় জেলায় পরিদর্শন শুরু করল বিধানসভার হাউসিং স্ট্যান্ডিং কমিটির 7 সদস্যের প্রতিনিধি দল (West Bengal Assembly)।

শুক্রবার সকাল 10টা নাগাদ দুর্গাপুরের সগরভাঙা হাউসিং পরিদর্শনে যায় ওই 7 সদস্যের প্রতিনিধি দল । বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের আবাসনগুলির বেহাল অবস্থা, পানীয় জলের সমস্যা ও বিদ্যুতের সমস্যা দেখা দিচ্ছে । দুর্গাপুরে রাজ্য সরকারের অধীনস্থ একাধিক আবাসনে সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আবাসিকদের । তার জেরে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ বাড়ছিল সরকারি আবাসনের আবাসিকদের । সেই সমস্ত সমস্যা এবং অভিযোগ শুনতে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমের বিভিন্ন প্রান্তে আবাসনের আবাসিকদের সমস্যার কথা শোনা হবে বলে জানা গিয়েছে ।

দুর্গাপুরের সগরভাঙা হাউসিং-এর আবাসিকদেরও একাধিক অভিযোগ ছিল । সেই সমস্ত সমস্যাগুলি শোনেন বিধানসভার স্ট্যান্ডিং হাউসিং কমিটির প্রতিনিধি দলের সদস্যরা । সেই সমস্যাগুলি বিধানসভার অধ্যক্ষকে জানানো হবে । এর পর সেই সমস্যাগুলি বিধানসভায় তুলে ধরা হবে। দ্রুত যাতে সেই সমস্যাগুলির সমাধান হয়, তারও ব্যবস্থা করা হবে বলে জানান ওই প্রতিনিধি দলের এক সদস্য তথা জামালপুরের বিধায়ক অলোক মাজি ।

আরও পড়ুন: আবাস যোজনায় দুর্নীতির তদন্তে পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল

হারাধন সরকার নামের এক আবাসিক জানান, "দীর্ঘদিন আমাদের ভাড়া নেওয়া হচ্ছে না । আমরা চাইছি সরকার অবিলম্বে এই ভাড়া নিক । তা না হলে একসঙ্গে বিরাট অঙ্কের বোঝা চাপবে আবাসিকদের ঘাড়ে ।" প্রবীণ অপর আবাসিকের কথায়, "দীর্ঘদিন আমাদের আবাসনগুলির সংস্কার হয়নি ৷ ঘরের ভেতরে ভাঙাচোরা অবস্থা । তার উপর আবার ভাড়া নেওয়া হচ্ছে না । সবমিলিয়ে আমরা দুর্দশায় দিন কাটাচ্ছি ।"

বিধানসভার হাউসিং দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অলোক মাজি বলেন, "আমি সমস্যার কথা শুনলাম ৷ লিখিত আকারে তা বিধানসভায় জমা দেওয়া হবে ।"

সিপিআইএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ দাস সরকার বলেন, "একদিকে আবাস দুর্নীতি নিয়ে জেরবার রাজ্য সরকার । অন্যদিকে দুর্গাপুরের সরকারি আবাসনগুলির বেহাল দশা । পৌরসভা নির্বাচনের আগে তাই ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নামানো হল স্ট্যান্ডিং কমিটিকে ।"

Last Updated : Jan 6, 2023, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.