আসানসোল, 14 জুলাই: গত রবিবার শিশু মৃত্যুকে কেন্দ্র করে আসানসোল জেলা হাসপাতালের ইমারজেন্সিতে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল (Asansol Hospital Vandalised)। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ভাঙচুর চালানো হয় হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে শ্বাসনালীতে খাবার আটকে বাড়িতেই মৃত্যু হয়েছিল শিশুটির । মৃত অবস্থায় শিশুটিকে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে। ডাক্তারদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়।
এই ঘটনার এক সপ্তাহ আগেও আসানসোল জেলা হাসপাতাল ভাঙচুর চালানো হয়েছিল। আবার বুধবার আসানসোল জেলা হাসপাতালে আত্মহত্যা করা মৃত এক ব্যক্তির পরিবারের সদস্যরা হামলা চালায়। পর পর দু’টি ঘটনায় আতঙ্কিত আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকরা ৷ তাঁদের দাবি, তাঁরা এত বড় হাসপাতালে পরিষেবা দিচ্ছেন, কিন্তু তারপরেও হামলার ঘটনা ঘটছে ৷ নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসকরা । ইতিমধ্যেই আসানসোল জেলা হাসপাতালের সুপার আসানসোল দক্ষিণ থানায় এফআইআর করেছেন । পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার, জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে লিখিতভাবে চিকিৎসকদের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন ।
আরও পড়ুন: রোগী মৃত্যুকে ঘিরে ভাঙচুর আসানসোল জেলা হাসপাতালে
আসানসোল জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার সঞ্জিৎ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গেই বলেন, ‘‘আমরা মানুষের প্রাণ বাঁচাই, অথচ আমাদের প্রাণই সুরক্ষিত নয় । এই অবস্থায় আমাদের পক্ষে কজ করা সম্ভব হচ্ছে না । আমরা আতঙ্কের মধ্যে আছি।’’ দ্রুত জেলা প্রশাসন এবং পুলিশ কমিশনারের পক্ষ থেকে সঠিক নিরাপত্তার ব্যবস্থা না-করা হয় তাহলে আগামিদিনে চিকিৎসকরা কর্মবিরতিতেও যেতে পারেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।