ETV Bharat / state

ICSE Result 2022: আইসিএসই'তে মেধা তালিকায় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আসানসোলের ছাত্রী

আইসিএসই'তে 498 নম্বর পেয়ে দেশের মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে আসানসোলের আলিয়া রাফাত (Alia Rafath Ranks Second in ICSE Result 2022) ৷

ICSE Result 2022
আইসিএসই'তে মেধা তালিকায় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আসানসোলের ছাত্রী
author img

By

Published : Jul 18, 2022, 7:25 AM IST

Updated : Jul 18, 2022, 7:41 AM IST

আসানসোল, 18 জুলাই: শুধু অভয় কুমার সিংহানিয়াই নয়, 500 মধ্যে 498 পেয়ে দেশের মেধা তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থান অধিকার করেছে আসানসোলের আলিয়া রাফাত (Alia Rafath Ranks Second in ICSE Result 2022) । সংখ্যালঘু মধ্যবিত্ত পরিবার থেকে আলিয়া রাফাতের এমন ফলাফল চমকে দিয়েছে গোটা শিল্পাঞ্চলবাসীকে । তার প্রাপ্ত নম্বর 99.6 শতাংশ । আলিয়াকে ভিডিয়ো কল করে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

রবিবার ছুটির দিন আরও বেশি স্পেশাল হয়ে উঠল আসানসোলবাসীদের জন্য । এদিন আইসিএসই রেজাল্ট বেরোতেই একের পর এক চমক । বিকেলবেলাতেই জানা যায় আইসিএসই'তে রাজ্যের মধ্যে প্রথম এবং দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে আসানসোলের সেন্ট প্যাট্রিকস স্কুলের ছাত্র অভয় কুমার সিংহানিয়া । কিন্তু আরও চমক বাকি ছিল ।

আরও পড়ুন : জন্মদিনেই বাজিমাত! আইসিএসই'তে রাজ্যে প্রথম, দেশে দ্বিতীয় আসানসোলের অভয়

আসানসোল এজি চার্চ স্কুলের ছাত্রী আলিয়া রাফাত একই নম্বর পেয়ে দেশের মেধা তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থান অধিকার করেছে । আসানসোলের ইসমাইল এলাকার মধ্যবিত্ত পরিবারের ছাত্রী আলিয়া । বাবা আফসর আলম কুলটির একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক । মা গৃহবধূ ।

আইসিএসই'তে মেধা তালিকায় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আসানসোলের ছাত্রী

বাবা আফসর আলম বলেন, "আমরা একেবারেই মধ্যবিত্ত পরিবার । সে জায়গা থেকে আমার মেয়ের কখনই খুব বেশি চাহিদা ছিল না । লকডাউনের সময়েই সে গৃহশিক্ষক নিয়েছিল । বিরাট কিছু করতে পারিনি মেয়ের জন্য । তাতেও এমন ফল করেছে । আজ আমাদের কাছে দিনটি ঈশ্বরের আশীর্বাদ হয়ে এল ।" আলিয়ার কথায়, সিলেবাসের পড়া খুব ভালো করে পড়লে এমন ফলাফল করা যায় । স্কুলের প্রচণ্ড সহযোগিতা পেয়েছি । গৃহশিক্ষকদেরও খুব সহযোগিতা ছিল । পড়ার ফাঁকে ছবি আঁকতাম, গল্পের বই পড়তাম । পড়ার কোনও নির্দিষ্ট সময় ছিল না । যখন ইচ্ছে হত পড়তাম । তবে একাগ্রতা ও নিষ্ঠা নিয়ে যদি পড়া যায় তবে এমন ফলাফল হবেই ।

আগামিদিনে চিকিৎসক হতে চায় আলিয়া । সে কারণে একদিকে যেমন বার্নপুরের রিভার সাইড স্কুলে ভর্তি হয়েছে, পাশাপাশি দুর্গাপুরের একটি বেসরকারি কোচিং সেন্টার থেকে মেডিক্যাল এন্ট্রান্সের জন্য প্রশিক্ষণও নিচ্ছে । আত্মবিশ্বাসী আলিয়া রাফাত জানিয়েছে, চিকিৎসক হয়ে দেশের সেবার কাজে লাগতে চান ।

আসানসোল, 18 জুলাই: শুধু অভয় কুমার সিংহানিয়াই নয়, 500 মধ্যে 498 পেয়ে দেশের মেধা তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থান অধিকার করেছে আসানসোলের আলিয়া রাফাত (Alia Rafath Ranks Second in ICSE Result 2022) । সংখ্যালঘু মধ্যবিত্ত পরিবার থেকে আলিয়া রাফাতের এমন ফলাফল চমকে দিয়েছে গোটা শিল্পাঞ্চলবাসীকে । তার প্রাপ্ত নম্বর 99.6 শতাংশ । আলিয়াকে ভিডিয়ো কল করে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

রবিবার ছুটির দিন আরও বেশি স্পেশাল হয়ে উঠল আসানসোলবাসীদের জন্য । এদিন আইসিএসই রেজাল্ট বেরোতেই একের পর এক চমক । বিকেলবেলাতেই জানা যায় আইসিএসই'তে রাজ্যের মধ্যে প্রথম এবং দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে আসানসোলের সেন্ট প্যাট্রিকস স্কুলের ছাত্র অভয় কুমার সিংহানিয়া । কিন্তু আরও চমক বাকি ছিল ।

আরও পড়ুন : জন্মদিনেই বাজিমাত! আইসিএসই'তে রাজ্যে প্রথম, দেশে দ্বিতীয় আসানসোলের অভয়

আসানসোল এজি চার্চ স্কুলের ছাত্রী আলিয়া রাফাত একই নম্বর পেয়ে দেশের মেধা তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থান অধিকার করেছে । আসানসোলের ইসমাইল এলাকার মধ্যবিত্ত পরিবারের ছাত্রী আলিয়া । বাবা আফসর আলম কুলটির একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক । মা গৃহবধূ ।

আইসিএসই'তে মেধা তালিকায় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আসানসোলের ছাত্রী

বাবা আফসর আলম বলেন, "আমরা একেবারেই মধ্যবিত্ত পরিবার । সে জায়গা থেকে আমার মেয়ের কখনই খুব বেশি চাহিদা ছিল না । লকডাউনের সময়েই সে গৃহশিক্ষক নিয়েছিল । বিরাট কিছু করতে পারিনি মেয়ের জন্য । তাতেও এমন ফল করেছে । আজ আমাদের কাছে দিনটি ঈশ্বরের আশীর্বাদ হয়ে এল ।" আলিয়ার কথায়, সিলেবাসের পড়া খুব ভালো করে পড়লে এমন ফলাফল করা যায় । স্কুলের প্রচণ্ড সহযোগিতা পেয়েছি । গৃহশিক্ষকদেরও খুব সহযোগিতা ছিল । পড়ার ফাঁকে ছবি আঁকতাম, গল্পের বই পড়তাম । পড়ার কোনও নির্দিষ্ট সময় ছিল না । যখন ইচ্ছে হত পড়তাম । তবে একাগ্রতা ও নিষ্ঠা নিয়ে যদি পড়া যায় তবে এমন ফলাফল হবেই ।

আগামিদিনে চিকিৎসক হতে চায় আলিয়া । সে কারণে একদিকে যেমন বার্নপুরের রিভার সাইড স্কুলে ভর্তি হয়েছে, পাশাপাশি দুর্গাপুরের একটি বেসরকারি কোচিং সেন্টার থেকে মেডিক্যাল এন্ট্রান্সের জন্য প্রশিক্ষণও নিচ্ছে । আত্মবিশ্বাসী আলিয়া রাফাত জানিয়েছে, চিকিৎসক হয়ে দেশের সেবার কাজে লাগতে চান ।

Last Updated : Jul 18, 2022, 7:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.