ETV Bharat / state

Asansol by Poll 2022 : প্রচণ্ড গরমে ভোটারদের বুথমুখী করাটাই চ্যালেঞ্জ সব দলের - Asansol by Poll 2022

আগামিকাল আসানসোল লোকসভা উপনির্বাচন (Asansol by Poll 2022) ৷ আজ ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র থেকে ইভিএম, ভিভিপ্যাট-সহ অন্যান্য সামগ্রী নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের দিকে রওনা হচ্ছেন ভোটকর্মীরা। এর পাশাপাশি মানুষকে বেশি বেশি করে বুথমুখী করানোর জন্য প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতারা হয়ে উঠেছেন তৎপর ৷

Asansol by Poll 2022
আসানসোল লোকসভা উপনির্বাচন
author img

By

Published : Apr 11, 2022, 4:14 PM IST

আসানসোল, 11 এপ্রিল : আগামিকাল অর্থাৎ মঙ্গলবার আসানসোল লোকসভার উপনির্বাচন (Asansol by Poll 2022) । তার আগে সোমবার অর্থাৎ আজ ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র থেকে ইভিএম, ভিভিপ্যাট-সহ অন্যান্য সামগ্রী নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের দিকে রওনা হচ্ছেন ভোটকর্মীরা।

আসানসোল লোকসভা উপনির্বাচনের মোট ভোটার রয়েছেন 17 লক্ষ 36 হাজার 475 জন। মোট ভোটগ্রহণ কেন্দ্র 2 হাজার 102টি। মোট ভোটকর্মী রয়েছেন 10 হাজার 80 জন। প্রতিটি বুথেই থাকবে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। মোট 116 কোম্পানি সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী এখনও পর্যন্ত আসানসোলে ভোটের নিরাপত্তার কাজে এসেছে। বুথের 200 মিটারের মধ্যে কোনও রাজ্য পুলিশ থাকবে না। যদিও কত পুলিশ মোতায়েন থাকবে বা কতগুলি কুইক রেসপন্স টিম থাকবে সে নিয়ে কোনও তথ্য দেননি জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক।

Asansol by Poll 2022
ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে তৎপরতা

প্রতিটি বুথে থাকবে সিসিটিভি। এক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে বিশেষ সিসিটিভি লাগানোর ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছিল অবজারভারদের কাছে। 2014 এবং 2019 সালে আসানসোল লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। এর পরেই বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান করার কারণে এই অকাল নির্বাচন বা উপনির্বাচন। আসানসোল লোকসভা উপনির্বাচনে মোট প্রার্থী 8 জন। মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল-বিজেপি হলেও সিপিআইএম ও কংগ্রেস এবং নির্দল প্রার্থী দিয়েছেন। নির্দল প্রার্থীর সংখ্যা 4 ৷ এই উপনির্বাচনে মূল লড়াই তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের মধ্যে।

আরও পড়ুন : পাণ্ডবেশ্বরে বিজেপি নেতার গাড়িতে গুলি চলার ঘটনার তদন্তে ফরেনসিক দল

প্রচণ্ড গরমের মধ্যে উপনির্বাচন। তাই মানুষ কতটা বুথমুখী হবেন, তা নিয়ে সমস্ত রাজনৈতিক দল আশঙ্কায় রয়েছে । তাই মানুষকে বেশি বেশি করে বুথমুখী করাতে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতারা তৎপর হয়ে উঠেছেন ৷

আসানসোল, 11 এপ্রিল : আগামিকাল অর্থাৎ মঙ্গলবার আসানসোল লোকসভার উপনির্বাচন (Asansol by Poll 2022) । তার আগে সোমবার অর্থাৎ আজ ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র থেকে ইভিএম, ভিভিপ্যাট-সহ অন্যান্য সামগ্রী নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের দিকে রওনা হচ্ছেন ভোটকর্মীরা।

আসানসোল লোকসভা উপনির্বাচনের মোট ভোটার রয়েছেন 17 লক্ষ 36 হাজার 475 জন। মোট ভোটগ্রহণ কেন্দ্র 2 হাজার 102টি। মোট ভোটকর্মী রয়েছেন 10 হাজার 80 জন। প্রতিটি বুথেই থাকবে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। মোট 116 কোম্পানি সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী এখনও পর্যন্ত আসানসোলে ভোটের নিরাপত্তার কাজে এসেছে। বুথের 200 মিটারের মধ্যে কোনও রাজ্য পুলিশ থাকবে না। যদিও কত পুলিশ মোতায়েন থাকবে বা কতগুলি কুইক রেসপন্স টিম থাকবে সে নিয়ে কোনও তথ্য দেননি জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক।

Asansol by Poll 2022
ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে তৎপরতা

প্রতিটি বুথে থাকবে সিসিটিভি। এক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে বিশেষ সিসিটিভি লাগানোর ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছিল অবজারভারদের কাছে। 2014 এবং 2019 সালে আসানসোল লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। এর পরেই বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান করার কারণে এই অকাল নির্বাচন বা উপনির্বাচন। আসানসোল লোকসভা উপনির্বাচনে মোট প্রার্থী 8 জন। মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল-বিজেপি হলেও সিপিআইএম ও কংগ্রেস এবং নির্দল প্রার্থী দিয়েছেন। নির্দল প্রার্থীর সংখ্যা 4 ৷ এই উপনির্বাচনে মূল লড়াই তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের মধ্যে।

আরও পড়ুন : পাণ্ডবেশ্বরে বিজেপি নেতার গাড়িতে গুলি চলার ঘটনার তদন্তে ফরেনসিক দল

প্রচণ্ড গরমের মধ্যে উপনির্বাচন। তাই মানুষ কতটা বুথমুখী হবেন, তা নিয়ে সমস্ত রাজনৈতিক দল আশঙ্কায় রয়েছে । তাই মানুষকে বেশি বেশি করে বুথমুখী করাতে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতারা তৎপর হয়ে উঠেছেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.