ETV Bharat / state

Blanket Distribution Case: দলত্যাগ করে তৃণমূলে যেতে হুমকি দিচ্ছে পুলিশ, বিস্ফোরক দাবি বিজেপি কাউন্সিলরের

পুলিশ দলত্যাগ করে তৃণমূলে যেতে হুমকি দিচ্ছে ৷ আসানসোলে (Asansol News) কম্বল কাণ্ডে (Blanket Distribution Case) পুলিশি জেরার পর এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্য (Police interrogates BJP Councillor)৷

BJP Councillor ETV Bharat
বিজেপি কাউন্সিলর
author img

By

Published : Jan 15, 2023, 5:32 PM IST

আসানসোল, 15 জানুয়ারি: কম্বল কাণ্ডে এ বার জিজ্ঞাসাবাদ করা হল আসানসোলের আরও এক বিজেপি কাউন্সিলরকে (Police interrogates BJP Councillor)। রবিবার দুপুরে আসানসোল (Asansol News) পৌরনিগমের 102 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যকে জিজ্ঞাসাবাদ করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল । পুলিশ চলে যাওয়ার পর ইন্দ্রাণী আচার্য জানান, "পুলিশ এখন টিএমসির ক্রীতদাস, সেই ব্যবহার ওদের কাছ থেকে পেলাম । ওরা আমাকে হুমকি দিতে এসেছিল যাতে আমি বিজেপি থেকে বদল করে তৃণমূলে আসি ।"

কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট

গত 14 ডিসেম্বর আসানসোলের রামকৃষ্ণ ডাঙাল এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারি । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও । শুভেন্দু অধিকারী অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যাওয়ার পরেই কম্বল নিতে মানুষের হুড়োহুড়ি লাগে । আর তারপরেই পদপিষ্ট হয়ে এক কিশোরী-সহ দুই মহিলার মৃত্যু হয় । এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয় । অভিযোগের ভিত্তিতে আটজন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ । পাশাপাশি আয়োজক হিসেবে বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারিকে দু'বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।

ইন্দ্রাণী আচার্যকে জেরা

মঙ্গলবার কুলটির ডিসেরগড়ে বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যের বাড়িতে পুলিশ নোটিশ দিয়ে আসে যে বুধবার তাঁকে জেরা করা হবে । সেই মতো বুধবার দুপুরে ইন্দ্রাণী আচার্যের বাড়িতে পৌঁছয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল । তারা দীর্ঘক্ষণ ধরে ইন্দ্রাণী আচার্যকে জেরা করে । জিজ্ঞাসাবাদ ক'রে বেরিয়ে যাওয়ার সময় যথারীতি পুলিশ কিছু জানাতে চায়নি । কিন্তু পুলিশ চলে যাওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খোলেন বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী ।

আরও পড়ুন: পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় ফের চৈতালিকে জিজ্ঞাসাবাদ

কী বললেন বিজেপি কাউন্সিলর ?

তিনি জানান, "কম্বল বিতরণকে ঘিরে যে দুর্ঘটনাটি ঘটেছিল, তার জন্যই পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল ।" পুলিশ কী জিজ্ঞাসাবাদ করেছে ? এই প্রশ্নের উত্তরে ইন্দ্রাণী জানান "আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি সেই অনুষ্ঠানের কর্মসূচি সম্পর্কে কিছু জানতাম কি না ৷ পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা পূর্ব পরিকল্পিত কি না ।"

ইন্দ্রাণী আচার্য জানান, "এমন প্রশ্নের উত্তরে আমি আশ্চর্য হয়েছি । তিনজন মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন, এটা কেউ পরিকল্পনা করে ? পুলিশের দাবি আমরা পরিকল্পনা করেছিলাম, আমরা আমাদের মনুষ্যত্বটাকে এখনও এতটা মেরে ফেলতে পারিনি, যে পদপিষ্ট ক'রে মানুষকে মারার পরিকল্পনা করতে হবে ।"

পুলিশ কী রকম ব্যবহার করল ?

এই প্রশ্নের উত্তরে ইন্দ্রাণী আচার্য জানান "এখন তো ওরা টিএমসি'র ক্রীতদাস । সেই ব্যবহারটাই ওদের কাছ থেকে পেলাম । এটাই কাম্য ছিল । আর পুলিশ আমাকে হুমকি দিতে এসেছিল, যাতে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে পরিবর্তিত হই । কিন্তু সেটা তো সম্ভব নয় ।" ইন্দ্রাণী আচার্যের এমন দাবি নিয়ে অবশ্য পুলিশ কিছু বলতে চায়নি ।

আসানসোল, 15 জানুয়ারি: কম্বল কাণ্ডে এ বার জিজ্ঞাসাবাদ করা হল আসানসোলের আরও এক বিজেপি কাউন্সিলরকে (Police interrogates BJP Councillor)। রবিবার দুপুরে আসানসোল (Asansol News) পৌরনিগমের 102 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যকে জিজ্ঞাসাবাদ করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল । পুলিশ চলে যাওয়ার পর ইন্দ্রাণী আচার্য জানান, "পুলিশ এখন টিএমসির ক্রীতদাস, সেই ব্যবহার ওদের কাছ থেকে পেলাম । ওরা আমাকে হুমকি দিতে এসেছিল যাতে আমি বিজেপি থেকে বদল করে তৃণমূলে আসি ।"

কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট

গত 14 ডিসেম্বর আসানসোলের রামকৃষ্ণ ডাঙাল এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারি । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও । শুভেন্দু অধিকারী অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যাওয়ার পরেই কম্বল নিতে মানুষের হুড়োহুড়ি লাগে । আর তারপরেই পদপিষ্ট হয়ে এক কিশোরী-সহ দুই মহিলার মৃত্যু হয় । এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয় । অভিযোগের ভিত্তিতে আটজন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ । পাশাপাশি আয়োজক হিসেবে বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারিকে দু'বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।

ইন্দ্রাণী আচার্যকে জেরা

মঙ্গলবার কুলটির ডিসেরগড়ে বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যের বাড়িতে পুলিশ নোটিশ দিয়ে আসে যে বুধবার তাঁকে জেরা করা হবে । সেই মতো বুধবার দুপুরে ইন্দ্রাণী আচার্যের বাড়িতে পৌঁছয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল । তারা দীর্ঘক্ষণ ধরে ইন্দ্রাণী আচার্যকে জেরা করে । জিজ্ঞাসাবাদ ক'রে বেরিয়ে যাওয়ার সময় যথারীতি পুলিশ কিছু জানাতে চায়নি । কিন্তু পুলিশ চলে যাওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খোলেন বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী ।

আরও পড়ুন: পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় ফের চৈতালিকে জিজ্ঞাসাবাদ

কী বললেন বিজেপি কাউন্সিলর ?

তিনি জানান, "কম্বল বিতরণকে ঘিরে যে দুর্ঘটনাটি ঘটেছিল, তার জন্যই পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল ।" পুলিশ কী জিজ্ঞাসাবাদ করেছে ? এই প্রশ্নের উত্তরে ইন্দ্রাণী জানান "আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি সেই অনুষ্ঠানের কর্মসূচি সম্পর্কে কিছু জানতাম কি না ৷ পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা পূর্ব পরিকল্পিত কি না ।"

ইন্দ্রাণী আচার্য জানান, "এমন প্রশ্নের উত্তরে আমি আশ্চর্য হয়েছি । তিনজন মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন, এটা কেউ পরিকল্পনা করে ? পুলিশের দাবি আমরা পরিকল্পনা করেছিলাম, আমরা আমাদের মনুষ্যত্বটাকে এখনও এতটা মেরে ফেলতে পারিনি, যে পদপিষ্ট ক'রে মানুষকে মারার পরিকল্পনা করতে হবে ।"

পুলিশ কী রকম ব্যবহার করল ?

এই প্রশ্নের উত্তরে ইন্দ্রাণী আচার্য জানান "এখন তো ওরা টিএমসি'র ক্রীতদাস । সেই ব্যবহারটাই ওদের কাছ থেকে পেলাম । এটাই কাম্য ছিল । আর পুলিশ আমাকে হুমকি দিতে এসেছিল, যাতে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে পরিবর্তিত হই । কিন্তু সেটা তো সম্ভব নয় ।" ইন্দ্রাণী আচার্যের এমন দাবি নিয়ে অবশ্য পুলিশ কিছু বলতে চায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.