ETV Bharat / state

আসানসোল পুলিশের জালে 2 আন্তঃরাজ্য গাড়ি ছিনতাইকারী - পুলিশের জালে 2 আন্তঃরাজ্য গাড়ি হাইজ্যাকার

আসানসোল উত্তর থানার পুলিশের হেফাজতে দুই কুখ্যাত আন্তঃরাজ্য গাড়ি ছিনতাইকারী পাপ্পু সিং ও পিন্টু গরাই ৷ দীর্ঘদিন ধরে গাড়ি হাইজ্যাক সহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের জন্য পাপ্পুর বিরুদ্ধে এফআইআর রয়েছে অন্যান্য রাজ্যের বিভিন্ন থানায় ৷ অবশেষে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল আসানসোল উত্তর থানার পুলিশ ৷

আসানসোল পুলিশের জালে 2 আন্তঃরাজ্য গাড়ি হাইজ্যাকার
আসানসোল পুলিশের জালে 2 আন্তঃরাজ্য গাড়ি হাইজ্যাকার
author img

By

Published : May 18, 2021, 11:51 AM IST

Updated : May 18, 2021, 12:00 PM IST

দুর্গাপুর, 18 মে : বড়সড় সাফল্য পেল আসানসোল উত্তর থানার পুলিশ ৷ পাপ্পু সিং ও পিন্টু গরাই নামে দুই কুখ্যাত আন্তঃরাজ্য গাড়ি ছিনতাইকারীকে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ ৷ কাঁকসার রাজবাঁধ থেকে সোমবার রাতে পাপ্পু ও পিন্টুকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ আসানসোল জেলা আদালত তোলা হয় ।


কে এই পাপ্পু সিং ? পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেশের বিভিন্ন রাজ্যের গাড়ি হাইজ্যাক করত এই পাপ্পু সিং । শুধুমাত্র ঝাড়খণ্ডেই প্রায় 6-7 টি থানায় গাড়ি হাইজ্যাক সহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের জন্য পাপ্পুর বিরুদ্ধে এফআইআর রয়েছে । দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ এই পাপ্পু সিংকে খুঁজছিল । তবে পাপ্পুর পাশাপাশি তার সঙ্গী পিন্টু গরাইও আসানসোল উত্তর থানার পুলিশের হাতে ধরা পড়ে ।

আরও পড়ুন : দেশে মৃত্যুতে নয়া রেকর্ড, কমছে সংক্রমণ

ধৃত দুই আন্তঃরাজ্য গাড়ি ছিনতাইকারীকে নিয়ে যাচ্ছে পুলিশ

তারা দুজনেই সোমবার রাতে রাজবাঁধ ট্রাক টার্মিনালে ছিল বলে সূত্রের খবর । আসানসোল উত্তর থানা এলাকাতেও দীর্ঘদিন ধরে অপরাধমূলক কাজকর্ম করে আসছে এরা । সেই কারণেই পুলিশ এদের গতিবিধির উপর নজর রাখছিল । সোমবার রাতে কাঁকসার রাজবাঁধ এলাকা থেকে এদের গ্রেফতার করে পুলিশ । পুলিশি হেফাজতে নিয়ে এ রাজ্যের কোথায় কোথায় ধৃতরা কী অপরাধ করেছে তা জানতে মরিয়া আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ।

দুর্গাপুর, 18 মে : বড়সড় সাফল্য পেল আসানসোল উত্তর থানার পুলিশ ৷ পাপ্পু সিং ও পিন্টু গরাই নামে দুই কুখ্যাত আন্তঃরাজ্য গাড়ি ছিনতাইকারীকে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ ৷ কাঁকসার রাজবাঁধ থেকে সোমবার রাতে পাপ্পু ও পিন্টুকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ আসানসোল জেলা আদালত তোলা হয় ।


কে এই পাপ্পু সিং ? পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেশের বিভিন্ন রাজ্যের গাড়ি হাইজ্যাক করত এই পাপ্পু সিং । শুধুমাত্র ঝাড়খণ্ডেই প্রায় 6-7 টি থানায় গাড়ি হাইজ্যাক সহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের জন্য পাপ্পুর বিরুদ্ধে এফআইআর রয়েছে । দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ এই পাপ্পু সিংকে খুঁজছিল । তবে পাপ্পুর পাশাপাশি তার সঙ্গী পিন্টু গরাইও আসানসোল উত্তর থানার পুলিশের হাতে ধরা পড়ে ।

আরও পড়ুন : দেশে মৃত্যুতে নয়া রেকর্ড, কমছে সংক্রমণ

ধৃত দুই আন্তঃরাজ্য গাড়ি ছিনতাইকারীকে নিয়ে যাচ্ছে পুলিশ

তারা দুজনেই সোমবার রাতে রাজবাঁধ ট্রাক টার্মিনালে ছিল বলে সূত্রের খবর । আসানসোল উত্তর থানা এলাকাতেও দীর্ঘদিন ধরে অপরাধমূলক কাজকর্ম করে আসছে এরা । সেই কারণেই পুলিশ এদের গতিবিধির উপর নজর রাখছিল । সোমবার রাতে কাঁকসার রাজবাঁধ এলাকা থেকে এদের গ্রেফতার করে পুলিশ । পুলিশি হেফাজতে নিয়ে এ রাজ্যের কোথায় কোথায় ধৃতরা কী অপরাধ করেছে তা জানতে মরিয়া আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ।

Last Updated : May 18, 2021, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.