ETV Bharat / state

আসানসোলে শুরু স্যানিটাইজ়েশন

author img

By

Published : Apr 13, 2020, 8:46 PM IST

আসানসোলে ইতিমধ্যেই কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে । একজনের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে । যদিও প্রশাসনিকভাবে কোনওটাই স্বীকার করে নেওয়া হয়নি । কিন্তু তারপর থেকেই শহরকে শুদ্ধিকরণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ।

Asansol
আসানসোল

আসানসোল , 13 এপ্রিল : কোরোনার সংক্রমণ রুখতে বিশেষ রাসায়নিক পদার্থ মিশ্রিত জল দিয়ে দমকল আসানসোলের বিভিন্ন জায়গা স্যানিটাইজ় করতে শুরু করেছে । শহরের রাস্তা , গলি সব জায়গায় ছড়ানো হচ্ছে এই জীবাণুনাশক রাসায়নিক মিশ্রিত জল । আসানসোল পৌরনিগমের জলের ট্যাঙ্কার দ্বারা এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে ।


আসানসোলে ইতিমধ্যেই কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে । একজনের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে । যদিও প্রশাসনিকভাবে কোনওটাই স্বীকার করে নেওয়া হয়নি । কিন্তু তারপর থেকেই শহরকে শুদ্ধিকরণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ।

আসানসোল দমকল ইউনিট থেকে দমকলের ইঞ্জিনের সাহায্যে আসানসোল জেলা হাসপাতাল , পৌরনিগম , মাইন্স বোর্ড অফ হেলথ সহ বিভিন্ন জায়গায় স্যানিটাইজ়েশনের কাজ চলছে । এবার শহরের রাস্তাঘাট, অলি-গলি সমস্ত জায়গায় জীবাণুনাশক রাসায়নিক মিশ্রিত জল ছড়ানো শুরু হল । আসানসোল পৌরনিগমের জলের যে ট্যাঙ্কারগুলি আছে সেগুলিতেই বিশেষ ব্যবস্থা করে জীবাণুনাশক রাসায়নিক ছড়ানো হচ্ছে ৷ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে দিনে বেশ কয়েকবার ধরে এই গাড়িগুলি ঘোরানো হচ্ছে ।

যদিও কয়েকজন বাসিন্দার অভিযোগ , শহরের বড় রাস্তা ও গুরুত্বপূর্ণ রাস্তায় স্যানিটাইজ়েশন হলেও ওয়ার্ডে ওয়ার্ডে এখনও পর্যন্ত সঠিক অর্থে স্যানিটাইজ়েশন হচ্ছে না । ফলে বাসিন্দারা আতঙ্কে রয়েছেন । পৌরনিগম সূত্রে জানা গিয়েছে , 106 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি অঞ্চলেই সঠিক ভাবে বিশুদ্ধকরণের কাজ হবে । সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ।

আসানসোল , 13 এপ্রিল : কোরোনার সংক্রমণ রুখতে বিশেষ রাসায়নিক পদার্থ মিশ্রিত জল দিয়ে দমকল আসানসোলের বিভিন্ন জায়গা স্যানিটাইজ় করতে শুরু করেছে । শহরের রাস্তা , গলি সব জায়গায় ছড়ানো হচ্ছে এই জীবাণুনাশক রাসায়নিক মিশ্রিত জল । আসানসোল পৌরনিগমের জলের ট্যাঙ্কার দ্বারা এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে ।


আসানসোলে ইতিমধ্যেই কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে । একজনের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে । যদিও প্রশাসনিকভাবে কোনওটাই স্বীকার করে নেওয়া হয়নি । কিন্তু তারপর থেকেই শহরকে শুদ্ধিকরণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ।

আসানসোল দমকল ইউনিট থেকে দমকলের ইঞ্জিনের সাহায্যে আসানসোল জেলা হাসপাতাল , পৌরনিগম , মাইন্স বোর্ড অফ হেলথ সহ বিভিন্ন জায়গায় স্যানিটাইজ়েশনের কাজ চলছে । এবার শহরের রাস্তাঘাট, অলি-গলি সমস্ত জায়গায় জীবাণুনাশক রাসায়নিক মিশ্রিত জল ছড়ানো শুরু হল । আসানসোল পৌরনিগমের জলের যে ট্যাঙ্কারগুলি আছে সেগুলিতেই বিশেষ ব্যবস্থা করে জীবাণুনাশক রাসায়নিক ছড়ানো হচ্ছে ৷ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে দিনে বেশ কয়েকবার ধরে এই গাড়িগুলি ঘোরানো হচ্ছে ।

যদিও কয়েকজন বাসিন্দার অভিযোগ , শহরের বড় রাস্তা ও গুরুত্বপূর্ণ রাস্তায় স্যানিটাইজ়েশন হলেও ওয়ার্ডে ওয়ার্ডে এখনও পর্যন্ত সঠিক অর্থে স্যানিটাইজ়েশন হচ্ছে না । ফলে বাসিন্দারা আতঙ্কে রয়েছেন । পৌরনিগম সূত্রে জানা গিয়েছে , 106 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি অঞ্চলেই সঠিক ভাবে বিশুদ্ধকরণের কাজ হবে । সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.