আসানসোল, 4 অগস্ট : শহরকে সুন্দর করে গড়ে তুলতে আসানসোল শহরের ঢোকার মুখে রাস্তার দু'পাশে বেশ কয়েকটি পার্ক তৈরি করা হয়েছিল আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে । জিতেন্দ্র তিওয়ারি মেয়র থাকাকালীন এই পার্কগুলি তৈরি হয়েছিল । কিন্তু বর্তমান পৌরবোর্ডের প্রশাসনিক প্রধান অমরনাথ চট্টোপাধ্যায় এই পার্কগুলির রক্ষণাবেক্ষণের খরচ আর বহন করতে চাইছেন না । শহরবাসীর আশঙ্কা, তবে কি আসানসোল আবার পুরানো অপরিষ্কার চেহারাতেই ফিরে যাবে ?
কেন্দ্রীয় সমীক্ষায় আসানসোল শহর দেশের সবচেয়ে অপরিচ্ছন্ন শহর হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল । আর তারপরই টনক নড়েছিল আসানসোল পৌরনিগমের । তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি রাস্তার দু'ধারে গড়ে তুলেছিলেন বেশ কয়েকটি পার্ক । সবুজায়নের পাশাপাশি সুন্দর হয়ে উঠেছিল আসানসোল । তবে শুধু পার্ক নয় । উন্মুক্ত জিম করা হয়েছিল পার্কগুলোতে। তাতে শরীরচর্চা করতে পারতেন শহরবাসীরা ।
অন্যদিকে শহরে ঢোকার মুখে রাস্তার দু'ধারে নয়নাভিরাম দৃশ্য দেখে ভিন শহরের মানুষেরাও আসানসোলের সৌন্দর্যের প্রশংসা করতেন । কিন্তু আসানসোল পৌরনিগমের বর্তমান প্রশাসনিক বোর্ডের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এই পার্কগুলোর রক্ষণাবেক্ষণের জন্য যে বিপুল অঙ্কের টাকা অপচয় হয় তা পৌরনিগম আর করবে না । অর্থাৎ বন্ধ হতে চলেছে পার্কগুলির রক্ষণাবেক্ষণ ।
আরও পড়ুন : চারা লাগিয়েই বাড়ি ঢুকতে পারবে এই গ্রামের নব বিবাহিতরা
যাঁর আমলে এই পার্কগুলি তৈরি হয়েছিল, আসানসোলের সেই প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, "কেন্দ্রীয় অমরুত প্রকল্পের টাকায় কাজ করতে গেলে শর্তই ছিল তাতে কিছু টাকায় সবুজায়ন করতে হবে । সেই কারণেই এই পার্কগুলি তৈরি হয়েছিল ।" ক্ষুব্ধ প্রাক্তন মেয়র বলছেন, "কলকাতায় পার্ক হবে, আর আসানসোলে হলেই ওনাদের আপত্তি ? মুখ্যমন্ত্রী নিজে সৌন্দর্যায়নের নাম করেছিলেন । রক্ষণাবেক্ষণ বন্ধ হওয়ার পর পার্কগুলি যদি নষ্ট হয় তার দায় পৌরনিগমকেই নিতে হবে ।"