আসানসোল, 12 ফেব্রুয়ারি : এবার থেকে আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি বা এডিডিএ-র যাবতীয় অনুমতি বা নো-অবজেকশন মিলবে অনলাইনেই । নো অবজেকশনের জন্য সাধারণ বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীদের আর আর নাকাল হতে হবে না । কারণ এবার এডিডিএ নিয়ে এল "ই-অনুমতি" পোর্টাল । আজ এই পোর্টালের উদ্বোধন করলেন এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ও এডিডিএ-এর সিইও নিতীন সিংঘানিয়া ।
এবার এই পোর্টালে গেলেই মিলবে নির্দিষ্ট ফর্ম । সেখানে ফর্ম ফিলাপ করলে পেমেন্ট করার জায়গা থাকবে । তা ছাড়া প্রয়োজনীয় নথি অনলাইনেই জমা দেওয়ার সিস্টেম থাকবে । প্রতিক্ষেত্রেই আবেদনকারীর কাছে মেসেজ যাবে কাজের অগ্রগতি নিয়ে । যদি সব কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে মাত্র 15 দিনের মধ্যেই মিলবে নো অবজেকশন সার্টিফিকেট ।
আরও পড়ুন : পরিত্যক্ত খাদানে উদ্ধার 2 কিশোরীর দেহ
বাড়ি তৈরি থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নানা কারনে এডিডিএ-এর অনুমতি বা নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয় । বারবার তাদের ঘুরতে হত । কাজে অযথা বিলম্ব হত । অনেক সময় কাজ করানোর জন্য চেনা পরিচিত লোকজনদের ধরতে হত । এবার সেই দিন বিদায় হল বলে জানান এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায় এডিডিএ-এর অনুমতি পাওয়া এবার সরলীকরণ হল।