আসানসোল, 22 মে: ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ডস (NQAS) সার্টিফিকেট অর্জন করল আসানসোল জেলা হাসপাতাল। সোমবার বিকেলে এই খবর আসতেই আসানসোল জেলা হাসপাতালের সুপার, মেডিক্যাল অফিসার-সহ স্বাস্থ্যকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। কেক কেটে দিনটিকে পালন করেন তাঁরা। আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস জানান, এই শংসাপত্র অর্জনের পর হাসপাতালের গুণমান নিয়ে আর কোনও প্রশ্ন থাকল না। আমাদের জাতীয় স্তরে এই স্বীকৃতি দেওয়া হল।
রাজ্যে পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল মহকুমা হাসপাতালকে আসানসোল জেলা হাসপাতালের তকমা দিয়েছিলেন। তারপরে এই হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়। আসানসোল জেলা হাসপাতালের উপর শুধু আসানসোল নয় পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া, পুরুলিয়ার প্রান্তিক অঞ্চল কিংবা পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের প্রান্তিক অঞ্চলের মানুষের নির্ভরশীল। ফলে এই হাসপাতালের উপর যথেষ্ট চাপ থাকে। তাই স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পাশাপাশি তা গুণগতমানের হচ্ছে কি না, সেই প্রশ্ন বারে বারে ওঠে।
বিরোধীরা সবসময়ই আওয়াজ তোলে আসানসোল জেলা হাসপাতালের পরিষেবা নাকি খুবই খারাপ। কিন্তু হাসপাতালের গুণমান নিয়ে এবার জাতীয় স্তরের স্বীকৃতি মিলল আসানসোল জেলা হাসপাতালের। ন্যাশনাল হেলথ মিশন সম্প্রতি সারা রাজ্যজুড়ে বিভিন্ন হাসপাতালের গুণগতমান নিশ্চয়তা করতে একটি পর্যবেক্ষণ চালিয়েছিল। আসানসোল জেলা হাসপাতালে গত 25-27 মার্চ সেই ন্যাশনাল টিম এসে আসানসোল জেলা হাসপাতালের সমস্ত বিভাগ খুঁটিয়ে দেখেন। আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মোট বারোটি বিভাগকে পর্যবেক্ষণ করেছিলেন তাঁরা।
আরও পড়ুন: এসএসকেএমের মতোই রামপুরহাট মেডিক্যালে দালালরাজ, ভাঙতে উদ্যোগী শতাব্দী
তার মধ্যে ওপিডি, আইপিডি, ব্লাড ব্যাংক, মেটারনিটি ওয়ার্ড, পেডিয়াট্রিক ওয়ার্ড, ওটি, আইসিইউ, ল্যাব অক্সিলারি ফার্মেসী এবং অ্যাডমিন। 12টি বিভাগকে পর্যবেক্ষণ করার পর ন্যাশনাল কোয়ালিটি এসিওরেন্স স্ট্যান্ডার্ডস সার্টিফিকেট প্রদান করেছে। 92 শতাংশ নম্বর পেয়ে এই শংসাপত্র অর্জন করেছে আসানসোল জেলা হাসপাতাল। আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস বলেন, "আমরা যে চিকিৎসা পরিষেবা দিচ্ছি সেটা গুণগত মানের চিকিৎসা পরিষেবা দিচ্ছি কি না, তা দেখতে গত 23 থেকে 25 মার্চ ন্যাশনাল টিম এসে সমস্ত বিভাগ খুঁটিয়ে দেখে গিয়েছিলেন। আজ আমরা শংসাপত্র পেয়েছি এবং আমাদের হাসপাতাল NQAS অর্জন করেছে। এটা বিরাট বড় প্রাপ্তি আমাদের। এরপর নিশ্চয় আমাদের চিকিৎসা পরিষেবার গুণগত মান নিয়ে আর প্রশ্ন উঠবে না। কারণ কেন্দ্র এই শংসাপত্র আমাদের দিয়েছে।"