আসানসোল , 12 জুন : BJP মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলের গ্রেপ্তারের প্রতিবাদে আসানসোলে বিক্ষোভ কর্মসূচি পালন করল BJP মহিলা মোর্চার আসানসোল সাংগঠনিক জেলা কমিটি । আসানসোল বাজার এলাকায় মিছিল ও প্রতিবাদ সভা করে এই কর্মসূচি পালন করে BJP । প্রতিবাদ সভায় নেতৃত্বে ছিলেন কাউন্সিলর আশা শর্মা ।
BJP নেতা সব্যসাচী দত্তের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানানোর জন্য BJP মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলকে গ্রেপ্তার করা হয় । এরপরই এই ঘটনার প্রতিবাদে আসানসোল শহরে BJP মহিলা মোর্চার পক্ষ থেকে মিছিল এবং পথসভা করা হয় ।
অগ্নিমিত্রা পল জন্মসূত্রে আসানসোলের মেয়ে । আর তাই আসানসোলের মেয়ের সঙ্গে এমন ব্যবহার করায় শহরের নারীরা গর্জে উঠলেন । গতকাল বিকালে কাউন্সিলর তথা BJP মহিলা মোর্চার নেত্রী আশা শর্মার নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয় । আসানসোল বাজার এলাকায় একটি মিছিল করেন মহিলা মোর্চা নেতৃত্ব এবং কর্মীরা । পরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
আশা শর্মা অগ্নিমিত্রা পলের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে তীব্র ধিক্কার জানিয়ে বলেন , "মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে । লাঠিচার্জ করা হচ্ছে । তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি । আমি বলতে চাই দিদি আপনি যত আমাদের মারবেন , যত গ্রেপ্তার করবেন তত BJP বাড়বে । এই সমস্ত ঘটনার জবাব আমরা নেব । দিদি আপনি যে অন্যায় করছেন তা গোটা পশ্চিমবঙ্গ দেখছে । সাদা শাড়ি আজ রক্তে লাল হয়ে গেছে ।"
প্রসঙ্গত , লেকটাউনে এক নিগৃহীত কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত BJP-র রাজ্য সম্পাদক তথা নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত ৷ তারপরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা । দুই পক্ষ একে অপরের মুখোমুখি হয়ে পড়ে । একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে । এরই মাঝে তৃণমূল কর্মীরা BJP কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ সব্যসাচী দত্তর ।