ETV Bharat / state

Anubrata Mondal Reacts: "দিদি আছে এটাই যথেষ্ট, জেল থেকে ছাড়া পাবই", আত্মবিশ্বাসী অনুব্রত - Anubrata Mondal Reaction

গতকালই মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) তাঁর প্রিয় 'কেষ্ট'কে জেল থেকে বের করে আনার কথা বলেছেন ৷ আজ সকালে তাঁকে একটু অন্যরকম দেখাল (Anubrata Mondal feels confidence) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 9, 2022, 9:30 AM IST

Updated : Sep 9, 2022, 12:08 PM IST

আসানসোল, 9 সেপ্টেম্বর: আত্মবিশ্বাসী গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল ৷ দলীয় সভা থেকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "অনুব্রত মণ্ডলকে বীরের মতো জেল থেকে ছাড়িয়ে আনতে হবে ।" আর তারপরেই বেশ খানিকটা আশ্বস্ত দেখাল অনুব্রতকে (Anubrata Mondal allegedly involved in Cattle Smuggling Case felt confident after CM's comment) ।

শুক্রবার সকালে অনুব্রতকে (Anubrata Mondal) আসানসোল সংশোধনাগার থেকে বিধাননগর আদালতে নিয়ে যাওয়া হয় । গাড়িতে ওঠার সময় তৃণমূল নেতাকে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "জেলে তো কেউ আর একনাগাড়ে থাকে না । জেল থেকে ছাড়া পায় । আমিও নিশ্চয়ই ছাড়া পাব ।"

মমতার বার্তার পর অনেকটাই আত্মবিশ্বাসী অনুব্রত

এরপরে তৃণমূল সুপ্রিমো তাঁর সম্পর্কে যা বলেছেন, সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে অনুব্রত বলেন, "দিদি পাশে আছে । এটাই যথেষ্ট ।" বাম আমলের একটি পুরনো মামলাতে বিধাননগর আদালতে হাজিরা দেওয়ার জন্য সকাল সকাল দাপুটে নেতাকে নিয়ে রওনা দেয় পুলিশ । এর আগেও অনুব্রত মণ্ডলকে এই মামলায় বিধাননগর আদালতে তোলা হয়েছিল ।

আরও পড়ুন: কেষ্ট না ফেরা পর্যন্ত বীরভূমে লড়াই 3 গুণ বাড়বে, কর্মীদের বার্তা মমতার

আসানসোল, 9 সেপ্টেম্বর: আত্মবিশ্বাসী গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল ৷ দলীয় সভা থেকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "অনুব্রত মণ্ডলকে বীরের মতো জেল থেকে ছাড়িয়ে আনতে হবে ।" আর তারপরেই বেশ খানিকটা আশ্বস্ত দেখাল অনুব্রতকে (Anubrata Mondal allegedly involved in Cattle Smuggling Case felt confident after CM's comment) ।

শুক্রবার সকালে অনুব্রতকে (Anubrata Mondal) আসানসোল সংশোধনাগার থেকে বিধাননগর আদালতে নিয়ে যাওয়া হয় । গাড়িতে ওঠার সময় তৃণমূল নেতাকে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "জেলে তো কেউ আর একনাগাড়ে থাকে না । জেল থেকে ছাড়া পায় । আমিও নিশ্চয়ই ছাড়া পাব ।"

মমতার বার্তার পর অনেকটাই আত্মবিশ্বাসী অনুব্রত

এরপরে তৃণমূল সুপ্রিমো তাঁর সম্পর্কে যা বলেছেন, সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে অনুব্রত বলেন, "দিদি পাশে আছে । এটাই যথেষ্ট ।" বাম আমলের একটি পুরনো মামলাতে বিধাননগর আদালতে হাজিরা দেওয়ার জন্য সকাল সকাল দাপুটে নেতাকে নিয়ে রওনা দেয় পুলিশ । এর আগেও অনুব্রত মণ্ডলকে এই মামলায় বিধাননগর আদালতে তোলা হয়েছিল ।

আরও পড়ুন: কেষ্ট না ফেরা পর্যন্ত বীরভূমে লড়াই 3 গুণ বাড়বে, কর্মীদের বার্তা মমতার

Last Updated : Sep 9, 2022, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.