আসানসোল, 25 নভেম্বর: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) আগে যেখানে যেখানে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), সুকান্ত মজুমদাররা (Sukanta Majumdar) সভা করবেন, সেখানেই পালটা সভা করতে হবে তৃণমূল কংগ্রেসকে (TMC Rally) ৷ আদালতের শুনানির দিন সংশোধনাগারের বাইরে এসে এমনটাই নির্দেশ দিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন তাঁর 'ডেপুটি' মলয় মুখোপাধ্য়ায় ৷
বৃহস্পতিবার আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালতে (Special CBI Court) গরুপাচার (WB Cattle Smuggling Scam) মামলার ফের শুনানি ছিল ৷ প্রতিবারের মতো এদিনও আদালতের বাইরে অপেক্ষা করছিলেন বীরভূমের তৃণমূল নেতা ও কর্মীরা ৷ শুনানি শেষ হতেই 'কেষ্টদা'কে দেখে তাঁর দিকে এগিয়ে যান তাঁরা ৷ কেউ আবার তাঁকে প্রণাম করেন ৷ কয়েকজন অনুব্রতর জন্য তারাপীঠের প্রসাদও এনেছিলেন ৷ কিন্তু, এসব দেখে খুশি হওয়ার বদলে বিরক্ত হন কেষ্ট ৷ বলেন, "এত মিষ্টি আনিস কেন ? তোরা খেয়ে নিবি যাওয়ার পথে ৷" এরপর প্রসাদী ফুলটুকু নিয়ে মিষ্টির প্যাকেট ফিরিয়ে দেন অনুব্রত ৷
আরও পড়ুন: সংশোধনাগারে বজরংবলী স্মরণে অনুব্রত ! ফুল-মিষ্টি পৌঁছল এজলাসে
এসবের মধ্য়েই এদিন আদালত কক্ষের বাইরে বীরভূমের দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে নেন অনুব্রত মণ্ডল ৷ সেখানে উপস্থিত ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়-সহ অন্যরা ৷ এই সময় এক পুলিশকর্মী অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারে যাওয়ার জন্য গাড়িতে উঠতে তাড়া লাগাতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বীরভূমের বাহুবলী নেতা তাঁকে বলেন, "দেখছেন না? কথা বলছি !"
সামনেই পঞ্চায়েত ভোট ৷ অথচ তিনি জেলে ৷ এমনকী, ভোটের মরশুমে তাঁকে দিল্লিও নিয়ে যাওয়া হতে পারে ৷ এমন প্রেক্ষাপটে বীরভূমের তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে অনুব্রত বলেন, "সবাইকে একসঙ্গে থাকতে হবে ৷ দলের মধ্যে যেন কেউ কারও বিরোধিতা না-করে ৷" একইসঙ্গে, অনুব্রতর কড়া নির্দেশ, "মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদার-সহ বিজেপি-এর নেতারা যেখানে যেখানে সভা করবেন, প্রত্যেকটা জায়গায় তার পালটা সভা করতে হবে ৷" দলীয় নেতৃত্বকে এই নির্দেশ দিয়েই পুলিশের গাড়িতে গিয়ে ওঠেন অনুব্রত ৷ তাঁকে নিয়ে সেই গাড়ি রওনা দেয় আসানসোল বিশেষ সংশোধনাগারের (Asansol Special Correctional Home) পথে ৷
পরে আদালত থেকে বেরিয়ে তৃণমূল নেতা মলয় মুখোপাধ্যায় বলেন, "আমরা ওঁর সঙ্গে দেখা করেছি ৷ তিনি আমাদের বলেছেন, সকলকে একসঙ্গে থাকতে হবে ৷ এখন তিনি বীরভূমে নেই ৷ আর সেই সুযোগে মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদারের মতো নেতারা এসে বীরভূমে সভা করছেন ৷ আমরাও সেইসব সভার পালটা সভা করব ৷ তিনি এমনই নির্দেশ দিয়েছেন ৷"
প্রসঙ্গত, এদিন আদালত চত্বরে বীরভূম থেকে আসা প্রচুর মানুষজনের ভিড় ছিল ৷ অনুব্রত মণ্ডল আদালত কক্ষ থেকে বেরোতেই তাঁরা সকলে চিৎকার করে ওঠেন , "দাদা আমরা এসেছি !" অনুব্রত এর কোনও জবাব দেননি ৷ শুধু অনুগামীদের দিকে তাকিয়ে হাত নাড়েন ৷