ETV Bharat / state

DSP Accident: দুর্গাপুর ইস্পাত কারখানার দুর্ঘটনায় মৃত্যু হল আরও এক ঠিকা শ্রমিকের - আইএনটিটিইউসি

গত রবিবার দুর্গাপুর ইস্পাত কারখানায় (Durgapur Steel Plant) এক দুর্ঘটনায় এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয় ৷ তিনজন আহত হন ৷ আহতদের মধ্যে একজন মঙ্গলবার ভোরে মারা গিয়েছেন ৷ এখনও চিকিৎসাধীন দু’জন ৷

Another labour died in the Durgapur Steel Plant accident
DSP Accident: দুর্গাপুর ইস্পাত কারখানা দুর্ঘটনা, মৃত্যু হল আরও একজনের
author img

By

Published : Nov 22, 2022, 2:42 PM IST

দুর্গাপুর, 22 নভেম্বর: দুর্গাপুর ইস্পাত কারখানার (Durgapur Steel Plant) দুর্ঘটনায় মৃত বেড়ে 2 । আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও দু’জনের । মঙ্গলবার ভোরে মৃত্যু হয় চিকিৎসাধীন আরও এক ঠিকা শ্রমিকের । চিকিৎসাধীন অবস্থায় মৃত ঠিকা শ্রমিকের নাম গোপী রাম ৷ বয়স আনুমানিক 35 ।

রবিবার দুর্গাপুর ইস্পাত কারখানায় (DSP) স্লাগ ভর্তি হট ল‍্যাডেলের লক পিন খুলে স্লাগ ছিটকে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ঠিকা শ্রমিক পল্টু বাউরির । আশঙ্কাজনক আরও তিনজন শ্রমিককে প্রথমে দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে তাঁদের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।

Another labour died in the Durgapur Steel Plant accident
মৃত্যু হল আরও এক ঠিকা শ্রমিকের

দু’দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে মৃত্যু হয় চিকিৎসাধীন গোপী রাম নামের আরও এক ঠিকা শ্রমিকের । এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত ঘোষ নামের দুই ঠিকা শ্রমিক । এই ঘটনার পরেই ব্লাস্ট ফার্নেস বিভাগের দুই জেনারেল ম্যানেজারকে সাসপেন্ড করে সেইল (SAIL) কর্তৃপক্ষ । এই ঘটনার পরে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয় সেইলের পক্ষ থেকে ।

DSP Accident: দুর্গাপুর ইস্পাত কারখানার দুর্ঘটনায় মৃত্যু হল আরও এক ঠিকা শ্রমিকের

আইএনটিটিইউসি (INTTUC) নেতা শেখ সাহাবুদ্দিন জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে ৷ তারা আর্থিক সাহায্যের বিষয়ে সম্মত হয়েছে ৷ তাছাড়া মৃতদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে ৷

আরও পড়ুন: দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত কর্মী, আহত 3

দুর্গাপুর, 22 নভেম্বর: দুর্গাপুর ইস্পাত কারখানার (Durgapur Steel Plant) দুর্ঘটনায় মৃত বেড়ে 2 । আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও দু’জনের । মঙ্গলবার ভোরে মৃত্যু হয় চিকিৎসাধীন আরও এক ঠিকা শ্রমিকের । চিকিৎসাধীন অবস্থায় মৃত ঠিকা শ্রমিকের নাম গোপী রাম ৷ বয়স আনুমানিক 35 ।

রবিবার দুর্গাপুর ইস্পাত কারখানায় (DSP) স্লাগ ভর্তি হট ল‍্যাডেলের লক পিন খুলে স্লাগ ছিটকে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ঠিকা শ্রমিক পল্টু বাউরির । আশঙ্কাজনক আরও তিনজন শ্রমিককে প্রথমে দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে তাঁদের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।

Another labour died in the Durgapur Steel Plant accident
মৃত্যু হল আরও এক ঠিকা শ্রমিকের

দু’দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে মৃত্যু হয় চিকিৎসাধীন গোপী রাম নামের আরও এক ঠিকা শ্রমিকের । এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত ঘোষ নামের দুই ঠিকা শ্রমিক । এই ঘটনার পরেই ব্লাস্ট ফার্নেস বিভাগের দুই জেনারেল ম্যানেজারকে সাসপেন্ড করে সেইল (SAIL) কর্তৃপক্ষ । এই ঘটনার পরে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয় সেইলের পক্ষ থেকে ।

DSP Accident: দুর্গাপুর ইস্পাত কারখানার দুর্ঘটনায় মৃত্যু হল আরও এক ঠিকা শ্রমিকের

আইএনটিটিইউসি (INTTUC) নেতা শেখ সাহাবুদ্দিন জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে ৷ তারা আর্থিক সাহায্যের বিষয়ে সম্মত হয়েছে ৷ তাছাড়া মৃতদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে ৷

আরও পড়ুন: দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত কর্মী, আহত 3

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.