ETV Bharat / state

petrol-pump-robbery : অন্ডালে পেট্রল পাম্পে ডাকাতিতে কলকাতা থেকে গ্রেফতার দুই অভিযুক্ত - Petrol Pump

গত 2 সেপ্টেম্বর 19 নম্বর জাতীয় সড়কের পাশে দুবচূরুড়িয়া মোড়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে একটি পেট্রোল পাম্পে । সেই ঘটনাতেই ওই দু’জনকে ধরা হয়েছে ৷

andal ps arrest two person from kolkata in connection of a petrol pump robbery case
অন্ডালে পেট্রল পাম্পে ডাকাতিতে কলকাতা থেকে গ্রেফতার দুই অভিযুক্ত
author img

By

Published : Sep 10, 2021, 7:54 PM IST

দুর্গাপুর, 10 সেপ্টেম্বর : অন্ডালে পেট্রল পাম্পে ডাকাতি কাণ্ডে কলকাতা থেকে ধরা পড়ল দুই দুষ্কৃতী । 2 সেপ্টেম্বর 19 নম্বর জাতীয় সড়কের পাশে দুবচূরুড়িয়া মোড়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে একটি পেট্রোল পাম্পে । সেই ঘটনাতেই ওই দু’জনকে ধরা হয়েছে ৷

আরও পড়ুন : Wounded Man Rescue: গলায় গভীর ক্ষত, আসানসোলে রক্তাক্ত অবস্থায় হকার উদ্ধার

ওই ঘটনায় গভীর রাতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পাম্প কর্মীদের মারধর করে ডাকাত দল লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দেয় । সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে অন্ডাল থানার পুলিশ । ঘটনার সাতদিনের মাথায় তদন্তে বড়সড় সাফল্য পেল অন্ডাল থানার পুলিশ । সিসিটিভিতে ওই গাড়ির নম্বর দেখা না গেলেও গাড়ির গায়ে লাগানো একটি স্টিকারই তুরুপের তাস হয়ে ওঠে পুলিশের কাছে ।

বৃহস্পতিবার কলকাতার উল্টোডাঙা থেকে ওই গাড়ির চালক মহম্মদ শাহনওয়াজ ও অপর এক দুষ্কৃতী আরশাদ আলিকে পাকড়াও করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ডাকাতদলটি বিভিন্ন জেলায় ডাকাতির উদ্দেশ্যে বেরিয়েছিল । বিভিন্ন এলাকা রেইকি করার পর এরা ঝাড়খণ্ড যায় । সেখান থেকে ফেরার সময়ে খালি হাতে বাড়ি ফিরতে হবে বুঝেই রাতে হানা দেয় অন্ডালের পেট্রল পাম্পে ।

আরও পড়ুন : Kanksa Murder : কীভাবে স্ত্রীকে খুন, পুলিশকে দেখাল ব্যাঙ্ককর্মী স্বামী

শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় । পুলিশের তরফে মহম্মদ শাহনওয়াজের দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । কিন্তু আদালত শেষ পর্যন্ত কী নির্দেশ দিয়েছে, তা জানা যায়নি ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আরশাদ আলিকে জেল হেফাজতেই টিআই প্যারেড করানো হবে । আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি (1) পূর্ব অভিষেক গুপ্তা বলেন, "জিজ্ঞাসাবাদের জন্য দুষ্কৃতীদের হেফাজতে নিয়ে জেরা করে এই তদন্ত চালানো হবে ।’’

আরও পড়ুন : Vandalism at Jamuria : মাংস কেনাকে কেন্দ্র করে বচসা, ভাঙচুর ; উত্তপ্ত জামুড়িয়া

দুর্গাপুর, 10 সেপ্টেম্বর : অন্ডালে পেট্রল পাম্পে ডাকাতি কাণ্ডে কলকাতা থেকে ধরা পড়ল দুই দুষ্কৃতী । 2 সেপ্টেম্বর 19 নম্বর জাতীয় সড়কের পাশে দুবচূরুড়িয়া মোড়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে একটি পেট্রোল পাম্পে । সেই ঘটনাতেই ওই দু’জনকে ধরা হয়েছে ৷

আরও পড়ুন : Wounded Man Rescue: গলায় গভীর ক্ষত, আসানসোলে রক্তাক্ত অবস্থায় হকার উদ্ধার

ওই ঘটনায় গভীর রাতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পাম্প কর্মীদের মারধর করে ডাকাত দল লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দেয় । সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে অন্ডাল থানার পুলিশ । ঘটনার সাতদিনের মাথায় তদন্তে বড়সড় সাফল্য পেল অন্ডাল থানার পুলিশ । সিসিটিভিতে ওই গাড়ির নম্বর দেখা না গেলেও গাড়ির গায়ে লাগানো একটি স্টিকারই তুরুপের তাস হয়ে ওঠে পুলিশের কাছে ।

বৃহস্পতিবার কলকাতার উল্টোডাঙা থেকে ওই গাড়ির চালক মহম্মদ শাহনওয়াজ ও অপর এক দুষ্কৃতী আরশাদ আলিকে পাকড়াও করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ডাকাতদলটি বিভিন্ন জেলায় ডাকাতির উদ্দেশ্যে বেরিয়েছিল । বিভিন্ন এলাকা রেইকি করার পর এরা ঝাড়খণ্ড যায় । সেখান থেকে ফেরার সময়ে খালি হাতে বাড়ি ফিরতে হবে বুঝেই রাতে হানা দেয় অন্ডালের পেট্রল পাম্পে ।

আরও পড়ুন : Kanksa Murder : কীভাবে স্ত্রীকে খুন, পুলিশকে দেখাল ব্যাঙ্ককর্মী স্বামী

শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় । পুলিশের তরফে মহম্মদ শাহনওয়াজের দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । কিন্তু আদালত শেষ পর্যন্ত কী নির্দেশ দিয়েছে, তা জানা যায়নি ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আরশাদ আলিকে জেল হেফাজতেই টিআই প্যারেড করানো হবে । আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি (1) পূর্ব অভিষেক গুপ্তা বলেন, "জিজ্ঞাসাবাদের জন্য দুষ্কৃতীদের হেফাজতে নিয়ে জেরা করে এই তদন্ত চালানো হবে ।’’

আরও পড়ুন : Vandalism at Jamuria : মাংস কেনাকে কেন্দ্র করে বচসা, ভাঙচুর ; উত্তপ্ত জামুড়িয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.