আসানসোল, 20 জুলাই : আসানসোলের গোপালনগরে মৃত্যু হল রেলের এক অবসরপ্রাপ্ত কর্মীর । তাঁর বাড়ির একজন কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন । মৃত বৃদ্ধ কোরোনায় আক্রান্ত হয়েছিলেন কি না তা এখনও জানা যায়নি । কোরোনার কোনও উপসর্গ তাঁর ছিল না । আজ দুপুরে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর দেহ উদ্ধার করেনি কেউ । অভিযোগ, বাড়িতেই বিনা সুরক্ষায় পড়ে রয়েছে মৃতদেহ । পৌরনিগমে খবর দেওয়া হলেও কেউ আসেনি ।
আসানসোলের গোপালনগরে ক্রিকেট ক্লাবের মাঠের কাছে 90 বছর বয়সি ওই বৃদ্ধ থাকতেন । রেলের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন তিনি । ছেলেরা কেউ তাঁকে দেখতেন না । তাঁর সঙ্গে বাড়িতেও থাকতেন না । তাই এলাকার এক ইলেকট্রিক মিস্ত্রি ও তাঁর পরিবারকে নিজের বাড়িতে এনে রেখেছিলেন তিনি । দু'দিন আগে ওই ইলেকট্রিক মিস্ত্রি কোরোনায় আক্রান্ত হন । বর্তমানে তিনি দুর্গাপুরের একটি কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন । এদিকে, এই ব্যক্তির কোরোনা পজ়িটিভ ধরা পড়লেও বৃদ্ধ ও এই ব্যক্তির ছেলে কারওই স্বাস্থ্য পরীক্ষা হয়নি ।
এরপর আজ সকালে ওই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন । দুপুরে মারা যান । মৃতদেহ নিয়ে একাই বাড়িতে রয়েছেন যুবক । পাড়ার লোকেদের জানালেও সংক্রমণের ভয়ে তারা কোনও সহযোগিতা করতে পারেনি । পৌরনিগম এবং পুলিশকে জানানো হলে তারা ব্যবস্থা করার কথা বলে । কিন্তু শেষ পাওয়া খবর পর্যন্ত মৃতদেহ বাড়িতেই রয়েছে । এদিকে বৃদ্ধ কোরোনা আক্রান্ত হয়ে মারা গেছেন না বয়সজনিত কারণে তা জানা যায়নি । ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । রীতিমতো ভয়ে রয়েছেন যুবকও ।
আরও পড়ুন : ফের রেকর্ড, রাজ্যে একদিনে আক্রান্ত 2,282
এবিষয়ে পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এবং আসানসোল উত্তর থানার OC-কে ফোন করা হলেও তাঁরা কেউ ফোন ধরেননি ।