আসানসোল, 31 অগস্ট: ঐতিহাসিক ভবন ঢেকে ফেলেছিল বিপণন সংস্থার বোর্ড । ব্যক্তিগত মালিকানাধীন এই ভবন নিয়ে পারিবারিক অশান্তি । সব মিলে নানান বিতর্কের জেরে এবার ওই বিপণন সংস্থার ট্রেড লাইসেন্স বাতিল করে দিল আসানসোল পৌরনিগম(amc cancels trade license of retail agencies in atwal building)। মঙ্গলে বৈঠকের পরই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷
আসানসোল হটন রোড মোড়ে সিটি বাসস্ট্যান্ডের সামনে 140 বছরের পুরনো আর্মেনিয়ম ভবন বা অটওয়াল ভবনে একটি বিপণন সংস্থার শপিংমল হয়েছে । পুরনো আর্মেনীয় স্থাপত্য ঢেকে দিয়ে সেই বিপণন সংস্থা তাদের বোর্ড লাগিয়েছে । যা ঘিরে আসানসোল শহর জুড়ে বিতর্ক শুরু হয়েছিল । সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনরা মেনে নিতে পারছিলেন না শহরের বুক থেকে এই ল্যান্ডমার্ক হারিয়ে যাওয়ার দৃশ্য ।
আরও পড়ুন : শপিং মলের গ্রাসে ঐতিহাসিক অটওয়াল ভবন, মুছে গেল আসানসোলের আর্মেনিয় স্থাপত্য
যা নিয়ে ইটিভি ভারতেই প্রথম প্রতিবেদন প্রকাশ হয় । বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই ওই ভবন বিক্রি কিংবা ভাড়া দেওয়ার ক্ষেত্রেও পরিবারের অন্য সদস্যরা সরব হয়েছিলেন । আসানসোলের একাধিক কাউন্সিলর বিষয়টি নিয়ে পৌরনিগমের বোর্ড মিটিংয়ে প্রশ্ন তোলেন(AMC on Atwal Building)। কীভাবে পরিবারের কেউ একক সিদ্ধান্তে ওই ভবনটি ভাড়া দিয়েছেন কিংবা বিক্রি করেছেন এমন প্রশ্ন তোলেন কাউন্সিলর জিতু সিং ও গোলাম সরোবররা ।
সব মিলিয়ে বিতর্ক দূর করতে যে বিপণন সংস্থা শপিংমল করেছে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করে দিল আসানসোল পৌরনিগম । মঙ্গলবারের বোর্ড মিটিংয়ের পরেই এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ।
এই বিষয়ে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান, ওই ভবনে যে বিপণন সংস্থা শপিং মল করেছিল তাদের ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে । তবে পারিবারিক মালিকানাধীন ওই ভবন কে কাকে বিক্রি করবে সে বিষয়ে আমরা কেন মাথা গলাতে যাব কেন ? তার জন্য কোর্ট আছে । ওনারা কোর্টের অর্ডার নিয়ে আসুন তারপরে এই বিষয়টি নিয়ে ভাবা যাবে ।
আরও পড়ুন : টেলিমেডিসিন প্রক্রিয়ায় ব্রেন স্ট্রোকে আক্রান্তকে সুস্থ করল আসানসোল জেলা হাসপাতাল