ETV Bharat / state

ECL কর্মীর উপর অস্ত্র দিয়ে হামলার অভিযোগ - attack on ECL worker with a sharp weapon in Andal

আহত ECL কর্মী অর্জুন পান্ডে কিছুদিন আগে তৃণমূল শ্রমিক কংগ্রেসের শ্রমিক সংগঠন(KKSC) দলে যুক্ত হন । তার জেরে HMS ইউনিয়নের সদস্যরা দল পরিবর্তন করার জন্য চাপ সৃষ্টি করচ্ছিল । কিন্তু তিনি রাজি হননি । সেই জন্যে তার উপর হামলা করা হয়েছে বলে অর্জুন পান্ডে অভিযোগ করেন ।

attack on ECL worker with a sharp weapon in Andal
অন্ডালে ECL কর্মীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ
author img

By

Published : Jun 27, 2020, 3:50 AM IST

অন্ডাল, 27 জুন : ECL কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলারঅভিযোগ উঠল । একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত পাওয়াই গুরুতর আহত ECL-কর্মী । ঘটনাটি ঘটেছে অন্ডাল থানারঅন্তর্গত পড়াসকোল কোলিয়ারি এলাকায় । আক্রান্ত ECL কর্মীর নাম অর্জুন পান্ডে । ECL- কর্মীর উপর হামলার ঘটনার খবর পেয়েঘটনাস্থানে অন্ডাল থানার পুলিশ পৌঁছায় । আটক করা হয় হামলাকারী ব্যক্তিকে । গোটাঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । আহত ECL কর্মীকে চিকিৎসার জন্য নিকটবর্তীহাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

আহতECL কর্মীঅর্জুন পান্ডে জানান, প্রতিদিনেরমতোই তিনি ECL-রটপ লাইন এলাকা থেকে নিজের কাজে আসছিলেন । হঠাৎ পড়াসকোল কোলিয়ারির কাছে একটিইটভাটার সামনে আট থেকে নয় জন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয় । একাধিকবারধারালো অস্ত্র দিয়ে হাতে হামলা চালায় । রক্তাক্ত অবস্থায় কোনও প্রকার জীবনবাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসেন ।

তিনিআরও জানান, কিছুদিনআগে তৃণমূল শ্রমিক কংগ্রেসের শ্রমিক সংগঠন(KKSC) দলে যুক্ত হন । তার জেরে HMS ইউনিয়নের সদস্যরা দল পরিবর্তন করারজন্য চাপ সৃষ্টি করচ্ছিল । কিন্তু তিনি রাজি হননি । সেই জন্যে তার উপর হামলা করাহয়েছে বলে অর্জুন পান্ডে অভিযোগ করেন।

অপরদিকেএই ঘটনায় HMS শ্রমিকসংগঠনের কাজোরা এরিয়ার সভাপতি বীরবাহাদুর সিং বলেন, "এই অপরাধমূলক কাজে আমাদের সংগঠনেরলোকেরা যুক্ত নয়। পড়াসকোল কোলিয়ারিতে KKSC সদস্য থেকে অনেক গুণ বেশি HMS-এর সদস্য রয়েছে । সুতরাং কাউকে জোরকরার কোনও মানেই হয় না । অর্জুন পান্ডে নিজেই এই ঘটনা ঘটিয়েছে । আট থেকে নয় জনমিলে যদি হামলা চালায় তাহলে শুধু একটি হাতেই চোট পেত না ৷"

ECL কর্মীর উপর অস্ত্রদিয়ে হামলার অভিযোগ

অন্ডাল, 27 জুন : ECL কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলারঅভিযোগ উঠল । একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত পাওয়াই গুরুতর আহত ECL-কর্মী । ঘটনাটি ঘটেছে অন্ডাল থানারঅন্তর্গত পড়াসকোল কোলিয়ারি এলাকায় । আক্রান্ত ECL কর্মীর নাম অর্জুন পান্ডে । ECL- কর্মীর উপর হামলার ঘটনার খবর পেয়েঘটনাস্থানে অন্ডাল থানার পুলিশ পৌঁছায় । আটক করা হয় হামলাকারী ব্যক্তিকে । গোটাঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । আহত ECL কর্মীকে চিকিৎসার জন্য নিকটবর্তীহাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

আহতECL কর্মীঅর্জুন পান্ডে জানান, প্রতিদিনেরমতোই তিনি ECL-রটপ লাইন এলাকা থেকে নিজের কাজে আসছিলেন । হঠাৎ পড়াসকোল কোলিয়ারির কাছে একটিইটভাটার সামনে আট থেকে নয় জন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয় । একাধিকবারধারালো অস্ত্র দিয়ে হাতে হামলা চালায় । রক্তাক্ত অবস্থায় কোনও প্রকার জীবনবাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসেন ।

তিনিআরও জানান, কিছুদিনআগে তৃণমূল শ্রমিক কংগ্রেসের শ্রমিক সংগঠন(KKSC) দলে যুক্ত হন । তার জেরে HMS ইউনিয়নের সদস্যরা দল পরিবর্তন করারজন্য চাপ সৃষ্টি করচ্ছিল । কিন্তু তিনি রাজি হননি । সেই জন্যে তার উপর হামলা করাহয়েছে বলে অর্জুন পান্ডে অভিযোগ করেন।

অপরদিকেএই ঘটনায় HMS শ্রমিকসংগঠনের কাজোরা এরিয়ার সভাপতি বীরবাহাদুর সিং বলেন, "এই অপরাধমূলক কাজে আমাদের সংগঠনেরলোকেরা যুক্ত নয়। পড়াসকোল কোলিয়ারিতে KKSC সদস্য থেকে অনেক গুণ বেশি HMS-এর সদস্য রয়েছে । সুতরাং কাউকে জোরকরার কোনও মানেই হয় না । অর্জুন পান্ডে নিজেই এই ঘটনা ঘটিয়েছে । আট থেকে নয় জনমিলে যদি হামলা চালায় তাহলে শুধু একটি হাতেই চোট পেত না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.