ETV Bharat / state

Asansol Municipal Corporation : '১৫ দিনের মধ্যে চেয়ার ছাড়া করতে পারি', পৌরনিগমের ইঞ্জিনিয়ারকে হুমকি জিতেন্দ্র পত্নী চৈতালির - পৌরনিগমের ইঞ্জিনিয়ারকে হুমকি জিতেন্দ্র পত্নী চৈতালির

শনিবার আসানসোল পৌরনিগমের (Asansol Municipal Corporation) কুলটি বরো অফিসে পানীয় জলের দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি ছিল বিজেপির । সেখানে মেয়র বা চেয়ারম্যান কেউ উপস্থিত না থাকায় পৌরনিগমের ইঞ্জিনিয়রকে স্মারকলিপি জমা দেন চৈতালি তিওয়ারি । অভিযোগ, তখনই তিনি ওই সরকারি ইঞ্জিনিয়ারকে হুমকি দেন ৷

Allegation against Chaitali Tiwari
পৌরনিগমের ইঞ্জিনিয়ারকে হুমকি জিতেন্দ্র পত্নী চৈতালির
author img

By

Published : Jun 4, 2022, 9:36 PM IST

আসানসোল, 4 জুন :পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দিতে গিয়ে পৌরনিগমের ইঞ্জিনিয়ারকে চেয়ার ছাড়া করার হুমকি দিয়ে বসলেন আসানসোলের বিজেপি কাউন্সিলর তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জায়া চৈতালি তিওয়ারি (Allegation of threatening against asansol councillor Chaitali Tiwari)। শনিবার আসানসোল পৌরনিগমের কুলটি বরো অফিসে পানীয় জলের দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি ছিল বিজেপির । সেখানে মেয়র বা চেয়ারম্যান কেউ উপস্থিত না থাকায় পৌরনিগমের ইঞ্জিনিয়ারকে স্মারকলিপি জমা দেন চৈতালি তিওয়ারি ।

এই স্মারকলিপি জমা দেওয়ার সময়ই ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারীর সঙ্গে বচসা বেধে যায় চৈতালি তিওয়ারির । এরপরেই চৈতালি তিওয়ারি নিজের চেয়ার থেকে উঠে ওই সরকারি ইঞ্জিনিয়ারকে কার্যত হুমকির সুরে বলেন, "আপনি যদি ভাবেন মেয়র সাহেবের চামচাগিরি করতে এই চেয়ারে বসবেন, তাহলে 15 দিনের মধ্যে এই চেয়ার থেকে আপনাকে ওঠানোর দায়িত্ব নিতে পারি স্যর।"

পৌরনিগমের ইঞ্জিনিয়ারকে হুমকি দেওয়ার অভিযোগ জিতেন্দ্র পত্নী চৈতালির বিরুদ্ধে

আরও পড়ুন : বিশ্ব পরিবেশ দিবসে লালবাজার পাবে 17টি বৈদ্যুতিক পরিচালিত গাড়ি

পরে চৈতালি তিওয়ারি বলেন, "ইঞ্জিনিয়ার সাহেব অনেকক্ষণ ধরে আমাদের বসিয়ে রেখে দিয়েছিলেন । মেয়র সাহেব তো ভয়ে আসেননি । স্মারকলিপি জমা দিতে যাওয়ার সময় ইঞ্জিনিয়ার বলেছেন সব পূর্ববর্তী পৌরবোর্ডের কাজের ফল । কুলটির সব কাউন্সিলররা আছেন । সবাই জানেন যে গত পৌরবোর্ডে 95 শতাংশ কাজ শেষ হয়েছে ।''

এ প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন "বিজেপি কাউন্সিলরদের কাছে অনুরোধ করছি আসানসোল পৌরনিগমকে সুস্থভাবে চালাতে দিন । যদি এই সমস্ত আধিকারিকদের ওনারা যদি বিব্রত করেন তাহলে ওনারা যদি কাজ বন্ধ করে দেন তাহলে বিজেপি কাউন্সিলরদের ওয়ার্ডগুলিতে উন্নয়নের কাজ থমকে যেতে পারে ।" যদিও অভিজিৎ অধিকারী নামে ওই ইঞ্জিনিয়ার চৈতালি তিওয়ারির বিরুদ্ধে তেমন কোনও অভিযোগ করেননি ।

আসানসোল, 4 জুন :পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দিতে গিয়ে পৌরনিগমের ইঞ্জিনিয়ারকে চেয়ার ছাড়া করার হুমকি দিয়ে বসলেন আসানসোলের বিজেপি কাউন্সিলর তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জায়া চৈতালি তিওয়ারি (Allegation of threatening against asansol councillor Chaitali Tiwari)। শনিবার আসানসোল পৌরনিগমের কুলটি বরো অফিসে পানীয় জলের দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি ছিল বিজেপির । সেখানে মেয়র বা চেয়ারম্যান কেউ উপস্থিত না থাকায় পৌরনিগমের ইঞ্জিনিয়ারকে স্মারকলিপি জমা দেন চৈতালি তিওয়ারি ।

এই স্মারকলিপি জমা দেওয়ার সময়ই ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারীর সঙ্গে বচসা বেধে যায় চৈতালি তিওয়ারির । এরপরেই চৈতালি তিওয়ারি নিজের চেয়ার থেকে উঠে ওই সরকারি ইঞ্জিনিয়ারকে কার্যত হুমকির সুরে বলেন, "আপনি যদি ভাবেন মেয়র সাহেবের চামচাগিরি করতে এই চেয়ারে বসবেন, তাহলে 15 দিনের মধ্যে এই চেয়ার থেকে আপনাকে ওঠানোর দায়িত্ব নিতে পারি স্যর।"

পৌরনিগমের ইঞ্জিনিয়ারকে হুমকি দেওয়ার অভিযোগ জিতেন্দ্র পত্নী চৈতালির বিরুদ্ধে

আরও পড়ুন : বিশ্ব পরিবেশ দিবসে লালবাজার পাবে 17টি বৈদ্যুতিক পরিচালিত গাড়ি

পরে চৈতালি তিওয়ারি বলেন, "ইঞ্জিনিয়ার সাহেব অনেকক্ষণ ধরে আমাদের বসিয়ে রেখে দিয়েছিলেন । মেয়র সাহেব তো ভয়ে আসেননি । স্মারকলিপি জমা দিতে যাওয়ার সময় ইঞ্জিনিয়ার বলেছেন সব পূর্ববর্তী পৌরবোর্ডের কাজের ফল । কুলটির সব কাউন্সিলররা আছেন । সবাই জানেন যে গত পৌরবোর্ডে 95 শতাংশ কাজ শেষ হয়েছে ।''

এ প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন "বিজেপি কাউন্সিলরদের কাছে অনুরোধ করছি আসানসোল পৌরনিগমকে সুস্থভাবে চালাতে দিন । যদি এই সমস্ত আধিকারিকদের ওনারা যদি বিব্রত করেন তাহলে ওনারা যদি কাজ বন্ধ করে দেন তাহলে বিজেপি কাউন্সিলরদের ওয়ার্ডগুলিতে উন্নয়নের কাজ থমকে যেতে পারে ।" যদিও অভিজিৎ অধিকারী নামে ওই ইঞ্জিনিয়ার চৈতালি তিওয়ারির বিরুদ্ধে তেমন কোনও অভিযোগ করেননি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.