রানিগঞ্জ, 8 জুলাই: শনিবার পঞ্চায়েত ভোট চলাকালীন রানিগঞ্জের জেমেরি পঞ্চায়েতের অন্তর্গত চলবলপুর প্রাথমিক বিদ্যালয়ের 33 নম্বর বুথে তৃণমূল বহিরাগতদের দ্বারা হামলা চালানোর অভিযোগ উঠল। বুথের ভিতর ভাঙচুর, বিরোধী সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এ দিন ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । ওই স্কুলে একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায় ।
পাশাপাশি, এলাকার অন্য ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে অবাধ ছাপ্পা ভোট হয়েছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছে । রানিগঞ্জের জেমেরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চলবলপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে তৃণমূলরা বুথ দখল করতে আসে বলে বিরোধীদের অভিযোগ ৷ প্রথমে লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সিপিএমের সমর্থকরা । তাতে বহিরাগত দুষ্কৃতীরা সাময়িক পিছু ঘটে । কিন্তু এর পরেও পরিস্থিতি শান্ত হয়নি ৷
অভিযোগ, পরে ফের দুষ্কৃতীরা গ্রামে ঢোকে । বিরোধীদের মারধর করা থেকে শুরু করে বুথ দখল করে নেয় বহিরাগতরা । এই সময় বিজেপি ও সিপিএমের পক্ষ থেকে যৌথভাবে রুখে দাঁড়ালে বুথে ভাঙচুর চালায় বহিরাগতরা । পাশাপাশি বিরোধীদের মারধর করে তারা পালায় বলে অভিযোগ । এই হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও খবর ৷
আরও পড়ুন: নদিয়ায় বুথের সামনে বোমাবাজি, দুষ্কৃতীদের হঠাতে গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী
ইটিভি ভারতের ক্যামেরাতেই ধরা পড়েছে ছাপ্পা ভোটারকে বের করে নিয়ে যাচ্ছে পুলিশ । এই ঘটনার পর বিরোধীরা ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখায় । খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি এসএস কুলদীপ ঘটনাস্থলে পৌঁছন । আসে বিরাট পুলিশ বাহিনী । যদিও ঘটনার সময় যথেষ্ট পুলিশ বাহিনী উপস্থিত ছিল না বলেই অভিযোগ । যারা ছিল তাদেরও ভূমিকা ছিল নীরব দর্শকের মতো । বিষয়টি নিয়ে এখনও তৃণমূলের কোনও নেতার মন্তব্য মেলেনি ।