ETV Bharat / state

Agnimitra Violates Model Code : তারস্বরে মাইক বাজিয়ে প্রচার, অগ্নিমিত্রার বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ - Agnimitra Violates Model Code

আসানসোলের লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের উপর নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ৷ গতকাল রাতে ভোট প্রচার করছিলেন জোরে মাইক বাজিয়ে ৷ এর পাশাপাশি জোরে ঢাকঢোলও বাজানো হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের (Agnimitra Violates MCC Rule) ৷ এই আওয়াজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মনসংযোগ ব্যাঘাত ঘটতে পারে। অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের তরফে মাইক বন্ধ করা হয়।

Agnimitra Violates MCC Rule
ভোট প্রচারে মাইক
author img

By

Published : Apr 2, 2022, 10:33 AM IST

আসানসোল, 2 এপ্রিল : আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । আর তাই ভোট প্রচারে মাইক ব্যবহারের বিধিনিষেধ রয়েছে । মাইক বাজানো যাবে না বলে নির্দেশও দেওয়া হয়েছে । অথচ সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল মাইক বাজিয়ে নিজের প্রচার করলেন বলে অভিযোগ উঠছে (Agnimitra Violates Model Code ) ।

শুক্রবার রাতে আসানসোলের রেলপার আমবাগান এলাকা থেকে তার প্রচার শুরু হয় । শেষ হয় ধাদকা তপসি বাবার মন্দিরে গিয়ে । অভিযোগ উঠছে তার প্রচারে মাইক বাজানো হয়েছে । শুধু তাই নয়, তার সঙ্গে ঢাকঢোল বাজিয়ে জমজমাট করে প্রচারও করেছেন তিনি । ঢাকঢোলের আওয়াজ এবং মাইকের আওয়াজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মনসংযোগ ব্যাঘাত ঘটতে পারে । আর তাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই মাঝপথে এসে নির্বাচন কমিশনের লোকেরা এসে অগ্নিমিত্রাকে মাইক বন্ধ করতে অনুরোধ করেন । অবশ্য তারপর আর মাইক বাজেনি । কিন্তু গোটা রাস্তা ঢাকঢোল বেজেছে ।

গতকাল রাতে ভোট প্রচার করছিলেন জোরে মাইক বাজিয়ে

এ বিষয়ে অগ্নিমিত্রা বলেন "মানুষ অতি উৎসাহী। আমার যিনি লাইট জেনারেটর চালাচ্ছিলেন তিনি অতি উৎসাহের সঙ্গে মাইক বাজিয়ে ফেলেছেন। এমনটা নয় যে মাইক বাজালেই আমি ভোট পাব আর না বাজালে পাব না।" তিনি আরও বলেন, "তৃণমূল প্রার্থীর হোডিংয়ে গোটা শহর ভরে গিয়েছে। অথচ আমাদের হোডিং দেওয়া হচ্ছে না। তৃণমূল প্রার্থীর ছবি যতই আসানসোলের রাস্তাঘাটে দেখা যাক না কেন আসানসোলের বাড়ির মেয়ে অগ্নিমিত্রার ছবি আসানসোলবাসীদের বুকে আছে ।" মাইক প্রসঙ্গে তাকে ফের জিজ্ঞেস করা হলে তিনি জানান, মাইক অল্প সময়ের জন্য বেজেছিল । নিষেধ করার পর বন্ধ হয় মাইক।

আরও পড়ুন : Asansol Bye Election 2022 : হোর্ডিং কম দেওয়ার অভিযোগ, মেয়রের দ্বারস্থ অগ্নিমিত্রা

আসানসোল, 2 এপ্রিল : আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । আর তাই ভোট প্রচারে মাইক ব্যবহারের বিধিনিষেধ রয়েছে । মাইক বাজানো যাবে না বলে নির্দেশও দেওয়া হয়েছে । অথচ সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল মাইক বাজিয়ে নিজের প্রচার করলেন বলে অভিযোগ উঠছে (Agnimitra Violates Model Code ) ।

শুক্রবার রাতে আসানসোলের রেলপার আমবাগান এলাকা থেকে তার প্রচার শুরু হয় । শেষ হয় ধাদকা তপসি বাবার মন্দিরে গিয়ে । অভিযোগ উঠছে তার প্রচারে মাইক বাজানো হয়েছে । শুধু তাই নয়, তার সঙ্গে ঢাকঢোল বাজিয়ে জমজমাট করে প্রচারও করেছেন তিনি । ঢাকঢোলের আওয়াজ এবং মাইকের আওয়াজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মনসংযোগ ব্যাঘাত ঘটতে পারে । আর তাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই মাঝপথে এসে নির্বাচন কমিশনের লোকেরা এসে অগ্নিমিত্রাকে মাইক বন্ধ করতে অনুরোধ করেন । অবশ্য তারপর আর মাইক বাজেনি । কিন্তু গোটা রাস্তা ঢাকঢোল বেজেছে ।

গতকাল রাতে ভোট প্রচার করছিলেন জোরে মাইক বাজিয়ে

এ বিষয়ে অগ্নিমিত্রা বলেন "মানুষ অতি উৎসাহী। আমার যিনি লাইট জেনারেটর চালাচ্ছিলেন তিনি অতি উৎসাহের সঙ্গে মাইক বাজিয়ে ফেলেছেন। এমনটা নয় যে মাইক বাজালেই আমি ভোট পাব আর না বাজালে পাব না।" তিনি আরও বলেন, "তৃণমূল প্রার্থীর হোডিংয়ে গোটা শহর ভরে গিয়েছে। অথচ আমাদের হোডিং দেওয়া হচ্ছে না। তৃণমূল প্রার্থীর ছবি যতই আসানসোলের রাস্তাঘাটে দেখা যাক না কেন আসানসোলের বাড়ির মেয়ে অগ্নিমিত্রার ছবি আসানসোলবাসীদের বুকে আছে ।" মাইক প্রসঙ্গে তাকে ফের জিজ্ঞেস করা হলে তিনি জানান, মাইক অল্প সময়ের জন্য বেজেছিল । নিষেধ করার পর বন্ধ হয় মাইক।

আরও পড়ুন : Asansol Bye Election 2022 : হোর্ডিং কম দেওয়ার অভিযোগ, মেয়রের দ্বারস্থ অগ্নিমিত্রা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.