ETV Bharat / state

Drinking Water Problem: পানীয় জলের বোতলে ভাসছে শ্যাওলা, বোতল বিক্রি করে বিপাকে ব্যবসায়ী - Algae are floating in bottle of drinking water Businessman are selling the bottle in misery

পানীয় জলের বোতলে শ্য়াওলা ৷ সেই জল খেয় পানাগড়ে অসুস্থ বেশ কয়েকজন ৷ জল কোম্পানির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি গ্রামবাসীর (Panagarh businessman trouble after selling bottle of drinking water)৷

Panagarh Drinking Water Problem
পানীয় জলের বোতলে ভাসছে শ্যাওলা
author img

By

Published : Apr 6, 2022, 8:25 PM IST

পানাগড়, 6 এপ্রিল: পানীয় জলের বোতল বিক্রি করে বিপাকে পড়েছেন পানাগড়ের এক ব্যবসায়ী (Panagarh businessman trouble after selling bottle of drinking water)। কারণ বোতলের ভেতর মিলেছে শ্য়াওলা ৷ সেই জল খেয়ে অসুস্থ বেশ কয়েকজন ৷

পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশেই পানাগড় বাইপাস লাগোয়া একটি চায়ের দোকানের মালিকের অভিযোগ একটি জল কোম্পানির কাছ থেকে পানীয় জলের বোতল কেনেন ৷ মঙ্গলবার বেশ কিছু জলের বোতল তিনি বিক্রি করেন। তারই মধ্যে এলাকার বেশ কিছু ক্রেতা তাঁকে এসে অভিযোগ করেন বিক্রি করা জল খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অনেকেই হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরেছেন। জল খেয়ে অসুস্থ হয়ে পড়া ক্রেতারা ওই দোকানদারের কাছে চিকিৎসার খরচ চাইতে আসছে। বিষয়টা শোনার পরেই দোকান মালিক দেখেন সত্যি সত্যিই জলের বোতলের ভিতরে শ্যাওলা জমে রয়েছে। একটা দুটো নয়, প্রায় সব কটি বোতলের জলের মধ্যেই একই অবস্থা। ওই পানীয় জলের কোম্পানির দেওয়া নম্বরে ফোন করলে উল্টে তারা যা খুশি করে নেওয়ার হুমকি দিতে থাকে বলে অভিযোগ। সমগ্র পানাগড় বাজার জুড়ে অধিকাংশ দোকানেই একই অবস্থা বলে অভিযোগ তাঁর।

পানীয় জলের বোতলে ভাসছে শ্যাওলা

আরও পড়ুন : Student Died by Suicide : মোবাইল গেমে আসক্তি, মায়ের বকুনির জেরে আত্মঘাতী নাবালক

স্থানীয় বাসিন্দা জিয়াউল হক জানান, তিনি সোমবার এক বোতল জল কেনেন ৷ বাড়ি গিয়ে সেই জল খাওয়ার পর থেকেই তিনি অসুস্থ বোধ করেন। অবশেষে হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরেন ৷ এরপর জলের বোতলের দিকে তাকিয়ে দেখেন জলের বোতলের ভিতরে শ্যাওলা ভাসছে। সঙ্গে সঙ্গে যে দোকান থেকে জলের বোতল কিনেছিলেন সেই দোকান মালিককে পুরো বিষয়টি জানান। ততক্ষণে আরও বেশ কিছু এলাকায় বাসিন্দারাও ওই দোকান মালিকের কাছে অভিযোগ জানায়।

দোকান মালিক বাবর আলি জানিয়েছেন, কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কোনও সুরাহা মিলছে না, বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষতিপূরণ বাবদ চিকিৎসার খরচ দিতে হচ্ছে। কেউ ব্যবস্থা না নিলে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি।

পানাগড়, 6 এপ্রিল: পানীয় জলের বোতল বিক্রি করে বিপাকে পড়েছেন পানাগড়ের এক ব্যবসায়ী (Panagarh businessman trouble after selling bottle of drinking water)। কারণ বোতলের ভেতর মিলেছে শ্য়াওলা ৷ সেই জল খেয়ে অসুস্থ বেশ কয়েকজন ৷

পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশেই পানাগড় বাইপাস লাগোয়া একটি চায়ের দোকানের মালিকের অভিযোগ একটি জল কোম্পানির কাছ থেকে পানীয় জলের বোতল কেনেন ৷ মঙ্গলবার বেশ কিছু জলের বোতল তিনি বিক্রি করেন। তারই মধ্যে এলাকার বেশ কিছু ক্রেতা তাঁকে এসে অভিযোগ করেন বিক্রি করা জল খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অনেকেই হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরেছেন। জল খেয়ে অসুস্থ হয়ে পড়া ক্রেতারা ওই দোকানদারের কাছে চিকিৎসার খরচ চাইতে আসছে। বিষয়টা শোনার পরেই দোকান মালিক দেখেন সত্যি সত্যিই জলের বোতলের ভিতরে শ্যাওলা জমে রয়েছে। একটা দুটো নয়, প্রায় সব কটি বোতলের জলের মধ্যেই একই অবস্থা। ওই পানীয় জলের কোম্পানির দেওয়া নম্বরে ফোন করলে উল্টে তারা যা খুশি করে নেওয়ার হুমকি দিতে থাকে বলে অভিযোগ। সমগ্র পানাগড় বাজার জুড়ে অধিকাংশ দোকানেই একই অবস্থা বলে অভিযোগ তাঁর।

পানীয় জলের বোতলে ভাসছে শ্যাওলা

আরও পড়ুন : Student Died by Suicide : মোবাইল গেমে আসক্তি, মায়ের বকুনির জেরে আত্মঘাতী নাবালক

স্থানীয় বাসিন্দা জিয়াউল হক জানান, তিনি সোমবার এক বোতল জল কেনেন ৷ বাড়ি গিয়ে সেই জল খাওয়ার পর থেকেই তিনি অসুস্থ বোধ করেন। অবশেষে হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরেন ৷ এরপর জলের বোতলের দিকে তাকিয়ে দেখেন জলের বোতলের ভিতরে শ্যাওলা ভাসছে। সঙ্গে সঙ্গে যে দোকান থেকে জলের বোতল কিনেছিলেন সেই দোকান মালিককে পুরো বিষয়টি জানান। ততক্ষণে আরও বেশ কিছু এলাকায় বাসিন্দারাও ওই দোকান মালিকের কাছে অভিযোগ জানায়।

দোকান মালিক বাবর আলি জানিয়েছেন, কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কোনও সুরাহা মিলছে না, বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষতিপূরণ বাবদ চিকিৎসার খরচ দিতে হচ্ছে। কেউ ব্যবস্থা না নিলে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.