আসানসোল , 1 জুন : পশ্চিম বর্ধমানে আশার আলো দেখাচ্ছেন অগ্নিমিত্রা পল ৷ দামোদর নদের উপর পাকা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তিনি ৷ সোমবার ভাঙ্গা সেতু পরিদর্শনে এসে এমনটাই জানালেন বিধায়ক ৷
যশের কারণে ক্ষতিগ্রস্ত বহু সেতু ও বাঁধ ৷ তার মধ্যে অন্যতম খারাপ অবস্থা দামোদর নদের উপর এই অস্থায়ী সেতুর ৷ সামনে আবার বর্ষা ৷ সব মিলিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে ৷
সোমবার সেতু পরিদর্শনে এসে অগ্নিমিত্রা পাল বলেন, "এটা একটা অস্থায়ী সেতু, প্রত্যেকবার করা হয় ও বর্ষাকালে এটি ধুয়ে যায় ৷ আমি জানি না স্বাধীনতার এত বছর পরও কেন এমন অবস্থা এখানে ৷ ইচ্ছা আছে সেতুটি তৈরি করার ৷...করোনা ঠিক হলে এবিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলতে দিল্লি যাব । আজ সেতুটি হলে 45 কিলোমিটারের পরিবর্তে 10 কিলোমিটারেই বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের মানুষ যাতায়াত করতে পারবে ৷ ফলে উভয় জেলারই যাতায়াত ব্যবস্থার উন্নতির পাশাপাশি অর্থনৈতিক উন্নতিও হবে ৷"
আরও পড়ুন : যত্রতত্র পিপিই কিট, পৌরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয়দের
তিনি আরও জানান, বিহারীনাথ পাহাড় পর্যটকদের আকর্ষণ করে ৷ তাই সেতু নির্মাণ হলে পর্যটন ব্যবস্থারও উন্নতি বলে আশাবাদী তিনি ৷