আসানসোল, 30 এপ্রিল: শনিবার জামুড়িয়ায় 19 নম্বর জাতীয় সড়কে একটি প্রাইভেট গাড়ি থেকে রানিগঞ্জের বিজেপি নেতা রাজেন্দ্র সাউয়ের দেহ উদ্ধার হয় ৷ সেই ঘটনায় এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সিবিআই তদন্তের আবেদন জানাবে বিজেপি ৷ রবিবার রাজেন্দ্র সাউয়ের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এ কথা জানালেন বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ পুলিশ মনে করছে, ব্যবসায়িক শত্রুতার জেরে খুন হতে পারে ৷ কিন্তু, বিধায়ক তা মানতে নারাজ ৷ বিজেপি পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে পথে নেমেছে ৷ আর এ বার বিষয়টি আগামী 8 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সময়, তাঁকেও জানানোর কথা বললেন অগ্নিমিত্রা ৷
আসানসোলের বিজেপি নেতা রাজেন্দ্র সাউয়ের মৃত্যুতে দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ করেছে বিজেপি ৷ গতকাল 19 নম্বর জাতীয় সড়কে একটি গাড়ির মধ্যে থেকে তাঁর দেহ উদ্ধার হয় ৷ এই ঘটনায় তৃণমূল জড়িত বলে অভিযোগ করেছেন বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ আর তাই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি ৷ আগামী 8 মে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর কাছে সেই সময় এই বিষয়টিতে সিবিআই তদন্তের আর্জি জানানো হবে বলে জানান অগ্নিমিত্রা ৷ তিনি ব্যক্তিগতভাবে সেই অনুরোধ করবেন ৷
এ দিন রাজেন্দ্র সাউয়ের বাড়িতে যান আসানসোল দক্ষিণের বিধায়ক ৷ সেখানে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি ৷ রবিবার দুপুরেই রাজেন্দ্র সাউয়ের দেহ তাঁর পরিবারে হাতে তুলে দেওয়া হয়েছে ময়নাতদন্তের পর ৷ আসানসোল জেলা হাসপাতালে রাজেন্দ্র সাউয়ের ভাই জানান, শনিবার দুপুরে তাঁর দাদার মোবাইলে একটি ফোন এসেছিল ৷ সেখানে দু’তরফে বচসা চলছিল ৷ তারপর 5 লক্ষ টাকা নগদ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান রাজেন্দ্র সাউ ৷ বিকেলে পরিবারের সদস্যরা খবর পান, তাঁকে গুলি করা হয়েছে ৷ কিন্তু, হাসপাতালে গিয়ে রাজেন্দ্রকে তাঁরা মৃত অবস্থায় দেখেন ৷
পুলিশের অনুমান ফোন করে ডেকে খুন করা হয়েছে রাজেন্দ্র সাউকে ৷ পুলিশ ঘটনাস্থলের কাছে একটি ঝোপের ভিতর থেকে রাজেন্দ্র সাউয়ের মোবাইল ফোন উদ্ধার করেছে ৷ সেই মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করে দেখা হবে ৷ ঘটনাস্থলে রবিবার ফরেনসিক টিমও এসেছিল ৷ তারা নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে ৷ তবে, 24 ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ৷ যার জেরে ক্ষোভ বাড়ছে বিজেপির মধ্যে ৷
আরও পড়ুন: বৃহস্পতিবার কী সিবিআই আদালতে লতিফ ? ফাঁপড়ে পড়েছেন গরুপাচারে অভিযুক্ত
এই ঘটনার পরেই রাজনৈতিক ভাবে আন্দোলনে নেমেছে বিজেপি। গতকাল থেকে দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ করেছে বিজেপি। অন্যদিকে রবিবার বিধায়ক অগ্নিমিত্রা পল রানীগঞ্জের রানীসায়েরে নিহত রাজেন্দ্র সাউয়ের বাড়িতে যান। সেখানে পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি অগ্নিমিত্রা পাল বলেন, "রাজ্য পুলিশ মিথ্যে বলছে, আগামী ৮ মে সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন রাজ্যে। আমি ব্যক্তিগত ভাবে অনুরোধ করব রাজেন্দ্র সাউ খুনের ঘটনায় সিবিআই তদন্ত হোক।"