ETV Bharat / state

Agnimitra Paul: কেজরিওয়ালের মতো মমতারও জিজ্ঞাসাবাদ প্রয়োজন, দাবি বিজেপির অগ্নিমিত্রার - আসানসোল

Agnimitra Paul slams Mamata Banerjee: দুর্নীতি ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গ টেনে অগ্নিমিত্রার দাবি, কেজরিওয়ালের মতো মমতারও জিজ্ঞাসাবাদ প্রয়োজন ৷

Agnimitra Paul-Mamata Banerjee
Agnimitra Paul-Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 7:26 PM IST

Updated : Nov 3, 2023, 8:30 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

আসানসোল, 3 নভেম্বর: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা উচিত । প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের পর এমন মন্তব্য তুলে বিতর্ক ছড়ালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল । একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেছেন ৷

আসানসোল দক্ষিণের বিধায়কের দাবি, "মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন । উনি যদি খাদ্যমন্ত্রীর ব্লাড সুগার ও অন্যান্য শারীরিক অসুবিধার কথা জানতে পারেন, তাহলে উনি এতদিন জানতেন না যে খাদ্যমন্ত্রী কী দুর্নীতি করেছে ? তাই মমতা বন্দ্যোপাধ্যায়কেই জিজ্ঞাসাবাদ করা হোক ।"

এখানেই শেষ নয়, রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন তিনি ৷ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, "মুখ্যমন্ত্রী আপনাকে তো আমরা বিশ্বাস করেছিলাম । আপনাকে বিশ্বাস করে 2011 সালে আপনাকে নিয়ে আসা হয়েছিল । কিন্তু আপনার সাদা শাড়ি আর ওই হাওয়াই চপ্পলের পেছনে এত দুর্নীতি ?"

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আরও তোপ দেগে অগ্নিমিত্রা পাল বলেন, "আপনার শিক্ষামন্ত্রী আমাদের ছেলে মেয়েদের চাকরি চুরি করেছেন, আপনি জানতেন না ? আপনার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রেসার কত, ডায়াবেটিস কত সেসব আপনি জানতেন, আর তিনি যে চুরি করছেন আপনি জানতেন না ? আপনি সব জানতেন । আপনি বাংলার গরিব মানুষের মুখের গ্রাস চুরি করেছেন ।"

এরপরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অগ্নিমিত্রা পাল বলেন, "আপনার এই পাপের ক্ষমা নেই । আপনাকে শাস্তি পেতেই হবে । জ্যোতিপ্রিয়বাবুর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হোক । যদি অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করা যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হোক ।"

উল্লেখ্য, দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী-সহ এক মন্ত্রী ও আম আদমি পার্টির এক সাংসদ ইতিমধ্যে আবগারি দুর্নীতিতে ধরা পড়েছেন ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ৷ গতকাল, বৃহস্পতিবার তাঁকে তলব করা হয় ৷ কিন্তু তিনি আসেননি নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় ৷ এ দিন সেই প্রসঙ্গ তুলেই মমতার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অগ্নিমিত্রা ৷

আরও পড়ুন: রেশন দুর্নীতির বিরুদ্ধে পথে বিজেপি, জ্যোতিপ্রিয়কে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

আসানসোল, 3 নভেম্বর: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা উচিত । প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের পর এমন মন্তব্য তুলে বিতর্ক ছড়ালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল । একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেছেন ৷

আসানসোল দক্ষিণের বিধায়কের দাবি, "মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন । উনি যদি খাদ্যমন্ত্রীর ব্লাড সুগার ও অন্যান্য শারীরিক অসুবিধার কথা জানতে পারেন, তাহলে উনি এতদিন জানতেন না যে খাদ্যমন্ত্রী কী দুর্নীতি করেছে ? তাই মমতা বন্দ্যোপাধ্যায়কেই জিজ্ঞাসাবাদ করা হোক ।"

এখানেই শেষ নয়, রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন তিনি ৷ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, "মুখ্যমন্ত্রী আপনাকে তো আমরা বিশ্বাস করেছিলাম । আপনাকে বিশ্বাস করে 2011 সালে আপনাকে নিয়ে আসা হয়েছিল । কিন্তু আপনার সাদা শাড়ি আর ওই হাওয়াই চপ্পলের পেছনে এত দুর্নীতি ?"

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আরও তোপ দেগে অগ্নিমিত্রা পাল বলেন, "আপনার শিক্ষামন্ত্রী আমাদের ছেলে মেয়েদের চাকরি চুরি করেছেন, আপনি জানতেন না ? আপনার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রেসার কত, ডায়াবেটিস কত সেসব আপনি জানতেন, আর তিনি যে চুরি করছেন আপনি জানতেন না ? আপনি সব জানতেন । আপনি বাংলার গরিব মানুষের মুখের গ্রাস চুরি করেছেন ।"

এরপরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অগ্নিমিত্রা পাল বলেন, "আপনার এই পাপের ক্ষমা নেই । আপনাকে শাস্তি পেতেই হবে । জ্যোতিপ্রিয়বাবুর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হোক । যদি অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করা যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হোক ।"

উল্লেখ্য, দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী-সহ এক মন্ত্রী ও আম আদমি পার্টির এক সাংসদ ইতিমধ্যে আবগারি দুর্নীতিতে ধরা পড়েছেন ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ৷ গতকাল, বৃহস্পতিবার তাঁকে তলব করা হয় ৷ কিন্তু তিনি আসেননি নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় ৷ এ দিন সেই প্রসঙ্গ তুলেই মমতার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অগ্নিমিত্রা ৷

আরও পড়ুন: রেশন দুর্নীতির বিরুদ্ধে পথে বিজেপি, জ্যোতিপ্রিয়কে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি

Last Updated : Nov 3, 2023, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.