ETV Bharat / state

Agnimitra Paul: অর্থনৈতিক এমারজেন্সির দিকে এগোচ্ছে রাজ্য, কটাক্ষ অগ্নিমিত্রার

রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে শঙ্কিত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul criticises WB Govt)৷ রাজ্য অর্থনৈতিক এমারজেন্সির দিকে এগোচ্ছে বলে তাঁর মত ৷

Etv Bharat
Agnimitra Paul slams wb Govt
author img

By

Published : Nov 5, 2022, 11:00 PM IST

দুর্গাপুর, ৫ নভেম্বর: রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে মন্তব্য করতে গিয়ে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শনিবার দাবি করেছেন, "সরকারের জনমুখী প্রকল্পের জন্য ডিএ দিতে দেরি হচ্ছে । কর্মচারীদের যেমন সরকারের দেখা উচিত ঠিক তেমনি গরিব মানুষদেরও দুবেলা খাবার পৌঁছে দেওয়া প্রয়োজন ।" এই প্রসঙ্গে রাজ্য সরকারকে বিঁধলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul criticises WB Govt)৷

শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের এসবি মোড়ে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন,"এমার্জেন্সির দিকে এগোচ্ছে সরকার ৷ আজ ডিএ দিতে পারবে না, দু'দিন পর মাইনেও দিতে পারবে না, এই সরকার আর থাকবে না ।" পঞ্চায়েত ভোট প্রসঙ্গে এদিন তিনি বলেন,"রাজ্য পুলিশ দিয়ে ভোট হলে রক্ত গঙ্গা বয়ে যাবে । 2018 সালে যেমন হয়েছিল ঠিক সেই রকমই ঘটনা ঘটবে ।"

আরও পড়ুন: 'আমরা কারও মাধ্যমে বাংলা ভাগ করাতে চাই না', অনন্তর দাবির প্রেক্ষিতে জবাব দিলীপের

অগ্নিমিত্রা পল (BJP MLA Agnimitra Paul)এদিন কটাক্ষ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে চুরি হয়েছে সেই কারণে মানুষ তৃণমূল থেকে অনেক যোজন দূরে সরে গিয়েছে । তৃণমূলের একমাত্র হাতিয়ার বোম,অস্ত্র । মানুষের মঙ্গল কামনা করে মা জগদ্ধাত্রীর কাছে ঢাক বাজালাম ।"

দুর্গাপুর, ৫ নভেম্বর: রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে মন্তব্য করতে গিয়ে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শনিবার দাবি করেছেন, "সরকারের জনমুখী প্রকল্পের জন্য ডিএ দিতে দেরি হচ্ছে । কর্মচারীদের যেমন সরকারের দেখা উচিত ঠিক তেমনি গরিব মানুষদেরও দুবেলা খাবার পৌঁছে দেওয়া প্রয়োজন ।" এই প্রসঙ্গে রাজ্য সরকারকে বিঁধলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul criticises WB Govt)৷

শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের এসবি মোড়ে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন,"এমার্জেন্সির দিকে এগোচ্ছে সরকার ৷ আজ ডিএ দিতে পারবে না, দু'দিন পর মাইনেও দিতে পারবে না, এই সরকার আর থাকবে না ।" পঞ্চায়েত ভোট প্রসঙ্গে এদিন তিনি বলেন,"রাজ্য পুলিশ দিয়ে ভোট হলে রক্ত গঙ্গা বয়ে যাবে । 2018 সালে যেমন হয়েছিল ঠিক সেই রকমই ঘটনা ঘটবে ।"

আরও পড়ুন: 'আমরা কারও মাধ্যমে বাংলা ভাগ করাতে চাই না', অনন্তর দাবির প্রেক্ষিতে জবাব দিলীপের

অগ্নিমিত্রা পল (BJP MLA Agnimitra Paul)এদিন কটাক্ষ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে চুরি হয়েছে সেই কারণে মানুষ তৃণমূল থেকে অনেক যোজন দূরে সরে গিয়েছে । তৃণমূলের একমাত্র হাতিয়ার বোম,অস্ত্র । মানুষের মঙ্গল কামনা করে মা জগদ্ধাত্রীর কাছে ঢাক বাজালাম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.