ETV Bharat / state

Durgapur Factory Closed : কারখানা বন্ধের নোটিস, দুর্গাপুরে আন্দোলনে শ্রমিক এবং বামেরা

author img

By

Published : Jun 1, 2022, 2:17 PM IST

Updated : Jun 1, 2022, 2:27 PM IST

দুর্গাপুরের লেলিন সরণিতে বেসরকারি কারখানা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল থেকে তুমুল বিক্ষোভ শুরু করে দেন শ্রমিক এবং বাম কর্মী সমর্থকরা (Durgapur Factory Closed) ।

Durgapur Factory Closed news
কারখানা বন্ধের নোটিশ, আন্দোলনে শ্রমিক এবং বামেরা

দুর্গাপুর, 1 জুন : একটি বেসরকারি কারখানা বন্ধের প্রতিবাদে দুর্গাপুরের লেলিন সরণিতে বিক্ষোভ শ্রমিক এবং বামেদের (Durgapur Factory Closed) । গত 30 তারিখ কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয় ৷ তারই প্রতিবাদে বুধবার সকাল থেকে তুমুল বিক্ষোভ শুরু করে দেন শ্রমিক এবং বাম কর্মী সমর্থকরা । কারখানার কর্মী এবং বাম কর্মী সমর্থকদের অভিযোগ, একের পর এক কারখানা বন্ধ হচ্ছে নজর দিচ্ছে না রাজ্য সরকার । বন্ধ কারখানাগুলো অবিলম্বে চালু করতে হবে তা না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি বামেদের ।

এই কারখানায় মোট 290 জন কর্মী ছিলেন । 38 জন স্থায়ী কর্মী ও বাকিরা ঠিকা কর্মী । ম্যানেজমেন্টের কয়েকজন কর্মীও ছিলেন এই কারখানায় । আন্দোলনরত এক স্থায়ী কর্মী মানবেন্দ্র ঘোষ বলেন, "দীর্ঘ 20-25 বছর ধরে আমরা আমাদের রক্ত দিয়ে এই কারখানাকে তৈরি করেছি । 2020 থেকে আমাদেরকে মাসে 15 দিন করে কাজ দেওয়া হচ্ছিল তাও আমরা করেছি । ম্যানেজমেন্টের লোকেরা বেতন পাচ্ছিলেন মোটা টাকা । আমরা আজ মেনে নিতে পারছি না ।"

আরও পড়ুন : উৎপাদন কম হওয়ায় কারখানা বন্ধের নোটিস, বিক্ষোভে শ্রমিকরা

সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, " মুখ্যমন্ত্রী দুর্গাপুরে থাকাকালীন এই বেসরকারি কারখানা বন্ধের নোটিশ পড়ে । নতুন কারখানা তো নেই উলটে বাম সরকারের আমলে তৈরি কারখানা একের পর এক বন্ধ হচ্ছে । বেকারের সংখ্যা এমনিতেই যা বেড়েছে তা বলার নয় তারপরে এই নুতন করে এমন বেকারদের সংখ্যা বাড়ছে যারা জীবনের সবটুকু এই কারখানায় নিংড়ে দিয়েছেন । এরা আর কোথায় যাবেন ?" এই কারখানা যাতে চালু থাকে তার জন্য এর আগে বেশ কয়েকদফা শ্রমিকদফতরে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে ৷

দুর্গাপুর, 1 জুন : একটি বেসরকারি কারখানা বন্ধের প্রতিবাদে দুর্গাপুরের লেলিন সরণিতে বিক্ষোভ শ্রমিক এবং বামেদের (Durgapur Factory Closed) । গত 30 তারিখ কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয় ৷ তারই প্রতিবাদে বুধবার সকাল থেকে তুমুল বিক্ষোভ শুরু করে দেন শ্রমিক এবং বাম কর্মী সমর্থকরা । কারখানার কর্মী এবং বাম কর্মী সমর্থকদের অভিযোগ, একের পর এক কারখানা বন্ধ হচ্ছে নজর দিচ্ছে না রাজ্য সরকার । বন্ধ কারখানাগুলো অবিলম্বে চালু করতে হবে তা না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি বামেদের ।

এই কারখানায় মোট 290 জন কর্মী ছিলেন । 38 জন স্থায়ী কর্মী ও বাকিরা ঠিকা কর্মী । ম্যানেজমেন্টের কয়েকজন কর্মীও ছিলেন এই কারখানায় । আন্দোলনরত এক স্থায়ী কর্মী মানবেন্দ্র ঘোষ বলেন, "দীর্ঘ 20-25 বছর ধরে আমরা আমাদের রক্ত দিয়ে এই কারখানাকে তৈরি করেছি । 2020 থেকে আমাদেরকে মাসে 15 দিন করে কাজ দেওয়া হচ্ছিল তাও আমরা করেছি । ম্যানেজমেন্টের লোকেরা বেতন পাচ্ছিলেন মোটা টাকা । আমরা আজ মেনে নিতে পারছি না ।"

আরও পড়ুন : উৎপাদন কম হওয়ায় কারখানা বন্ধের নোটিস, বিক্ষোভে শ্রমিকরা

সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, " মুখ্যমন্ত্রী দুর্গাপুরে থাকাকালীন এই বেসরকারি কারখানা বন্ধের নোটিশ পড়ে । নতুন কারখানা তো নেই উলটে বাম সরকারের আমলে তৈরি কারখানা একের পর এক বন্ধ হচ্ছে । বেকারের সংখ্যা এমনিতেই যা বেড়েছে তা বলার নয় তারপরে এই নুতন করে এমন বেকারদের সংখ্যা বাড়ছে যারা জীবনের সবটুকু এই কারখানায় নিংড়ে দিয়েছেন । এরা আর কোথায় যাবেন ?" এই কারখানা যাতে চালু থাকে তার জন্য এর আগে বেশ কয়েকদফা শ্রমিকদফতরে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে ৷

Last Updated : Jun 1, 2022, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.