আসানসোল, 21 এপ্রিল : গত কয়েকদিন ধরেই আসানসোল রেলপাড়ের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে । পৌরনিগমের পক্ষ থেকে সেখানে জলের ট্যাঙ্কার পাঠানো হলেও জলের সংকট মিটছে না (Water Problem agitation)। আর তাই বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল পৌরনিগমে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়া হয়। আর এই বিক্ষোভ ঘিরেই উত্তেজনা ছড়ায় আসানসোল পৌরনিগমে ।
আরও পড়ুন : Haral Water Problem : রোজার মাসে জল যন্ত্রণায় ভুগছে হরালের দু'টি গ্রাম
রমজান মাসে আসানসোলের রেলপাড়ের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে তীব্র জলের সংকট দেখা দিয়েছে । আর সেই কারণেই আসানসোল পৌরনিগমে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা গোলাম সরোবর, প্রসেনজিৎ পুইতন্ডি, শাহ আলম-সহ আরও অনেকে।
অবস্থান বিক্ষোভ চলাকালীন পৌরকর্মীদের সঙ্গে বচসা বাঁধে বিক্ষোভকারীদের । এরপর তাঁরা দীর্ঘক্ষণ ধরে পৌরনিগম চত্বরে অবস্থান বিক্ষোভ করার পাশাপাশি আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়কে স্মারকলিপিও তুলে দেন ।
গোলাম সরোবর জানান, 425 কোটি টাকায় কেন্দ্রীয় আমরুত প্রকল্প থেকে পানীয় জল প্রকল্প করার কথা ছিল আসানসোলে । বলা হয়েছিল 24 ঘণ্টা জল পাওয়া যাবে । আমাদের প্রশ্ন সেই টাকা কোথায় গেল ।
মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, খুব দ্রুত ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে পানীয় জলের সমস্যার সমাধান করার চেষ্টা চলছে ।