আসানসোল, 14 ডিসেম্বর: প্রাক্তন বিধায়ক সোহরাব আলির বাড়িতে বুধবার মধ্যরাতে আয়কর বিভাগের তল্লাশি অভিযান শেষ হলেও বার্নপুরের 'বস' সৈয়দ ইমতিয়াজ আহমেদ-সহ লবণ ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়িতে ও দফতরে এখনও চলছে তল্লাশি । 24 ঘণ্টা পেরিয়ে গেলেও ম্যারাথন তল্লাশি চলছে দুই ব্যবসায়ীর বাড়ি ও দফতরে ৷ তল্লাশি ইমতিয়াজের অ্যাকাউন্টেট পঙ্কজ আগরওয়ালের দফতরেও । যদিও কী তথ্য বা নথি পাওয়া গিয়েছে এতক্ষণ ধরে তল্লাশিতে তা নিয়ে আয়কর বিভাগ কিছু জানাতে চায়নি এখনও ।
বুধবার সকাল থেকে আয়কর দফতরের অভিযান শুরু হয় আসানসোল ও ঝাড়খণ্ডের বহু জায়গায় । আসানসোলে হীরাপুরের রহমতনগরে প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে আচমকা অভিযান চালান আয়কর বিভাগের আধিকারিকরা । প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এনে সোহরাব আলির বাড়ি ঘিরে ফেলা হয় । এরপরেই খবর পাওয়া যায় একইসঙ্গে বার্নপুরের ব্যবসায়ী তথা 'বস' বলে পরিচিত ইমতিয়াজ ও আসানসোলের ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়ি ও দফতরে শুরু হয় আয়কর তল্লাশি ৷ পাশাপাশি ইমতিয়াজ অনুগামী ও তাঁর হিসাবরক্ষক পঙ্কজ আগরওয়াল হিসাবরক্ষকের বাড়িতেও চলতে থাকে আয়কর হানা ।
তৃণমূল প্রাক্তন বিধায়ক তথা লোহা ব্যবসায়ী সোহারাব আলির বাড়িতে যে অভিযান চলছিল তা 19 ঘণ্টা পর মধ্যরাতে শেষ হয় । 24 ঘণ্টা পেরোনোর পরও বৃহস্পতিবার সকালে ইমতিয়াজ ও মহেন্দ্র শর্মার বাড়িতে তল্লাশি জারি রয়েছে ৷ ইমতিয়াজ আহমেদ খান বর্তমানে বার্নপুর শহরের 'বস' বলে পরিচিত । বাবার নাম ফরিদ আলম । বার্নপুর ইসকো কারখানার আধিকারিকদের গাড়ি চালাতেন ফরিদ । হীরাপুরের ধরমপুর এলাকায় বাড়ি । বার্নপুরে লোহার ছাঁট কারবারে হাত পাকায় ইমতিয়াজ । সেই ব্যবসাতেই তাঁর প্রতিপত্তি । বর্তমানে তিনি বড় ঠিকাদার এবং প্রোমোটার । সাধারণ মানুষ 'বস' নামেই জানেন ইমতিয়াজকে । ঠিকাদারি, প্রোমোটারি, লোহা ব্যবসার পাশাপাশি শপিংমলের মালিক ইমতিয়াজ । বার্নপুরের ধরমপুরে বিশাল রাজপ্রসাদের মতো বাড়ি রয়েছে তাঁর ।
অন্যদিকে মহেন্দ্র শর্মা পরিচিতি শুরু বালি ব্যবসা থেকে ৷ বর্তমানে গুজরাতে অঙ্কুর নামে নুনের কারখানা রয়েছে তাঁর ৷ ঝাড়খণ্ডে রয়েছে লিকার ও কেমিক্যাল ফ্যাক্টরি । বাঁকুড়াতে ইথানল ফ্যাক্টরি খুলতে চলেছে মহেন্দ্র । এর পাশাপাশি হাই রাইস বিল্ডিংয়ের প্রোমোটারির সঙ্গে যুক্ত রয়েছে মহেন্দ্র ।
তবে এই অভিযানে কী মিলেছে তা এখনও জানাতে চায়নি আয়কর বিভাগ । অন্যদিকে, প্রাক্তন বিধায়ক তথা লোহা ব্যবসায়ী সোহরাব আলি বলেন, "আমার বাড়িতে ছিল কী যে আয়কর আধিকারিকরা নিয়ে যাবে । আমি তদন্তে সহযোগিতা করছি ।"
আরও পড়ুন :
1 প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি-সহ আসানসোলের 9 জায়গায় আয়কর হানা
2 পৌরনিগমের অতিথি নিবাস চলে যাচ্ছে বেসরকারি সংস্থার হাতে ! সরব আসানসোলের প্রাক্তন মেয়র
3 ফের সক্রিয় সিন্ডিকেটের কালো কারবার ! জামুড়িয়ায় সিআইএসএফের হাতে আটক প্রচুর কয়লা