ETV Bharat / state

দুর্গাপুরে 4টি কুকুরছানাকে বিষ খাইয়ে মারার অভিযোগ

দুর্গাপুরের অভিজাত এলাকা সিটি সেন্টারের অম্বুজা নগরীতে থেকে নিখোঁজ হওয়া 4টি কুকুরছানার দেহ পাওয়া গেল এলাকারই এক পরিত্যক্ত জায়গা থেকে ৷ পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে কুকুরছানাগুলিকে বিষ খাইয়ে মারার অভিযোগ দায়ের করা হয়েছে থানায় ৷

puppy died
কুকুর ছানা
author img

By

Published : Feb 14, 2020, 9:58 PM IST

দুর্গাপুর ,14 ফেব্রুয়ারি : চারটি কুকুরছানাকে বিষ খাইয়ে মারার অভিযোগ করল পশুপ্রেমী সংস্থা ৷

দুর্গাপুরের অভিজাত এলাকা সিটি সেন্টারের অম্বুজা নগরীতে চার দিন ধরে মাসখানেকের 4 টা রাস্তার কুকুরছানাকে খুঁজে পাচ্ছিলেন না স্থানীয়রা । এরপর এলাকার বাসিন্দারা একটি পশুপ্রেমী সংস্থাকে জানায় কুকুরছানাগুলির নিখোঁজ হওয়ার কথা ৷ এরপর তাঁরা খোঁজ শুরু করেন ৷ গতকাল সন্ধ্যাবেলা দুর্গন্ধ পেয়ে একটি বাড়ির সামনের পরিত্যক্ত জায়গায় কুকুরছানাগুলির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ৷

এলাকার দুই পশুপ্রেমী নীলাঞ্জন পোদ্দার ও নীলাঞ্জনা রায় বলেন, একটি রাস্তার কুকুর 5টা বাচ্চার জন্ম দিয়েছিল । কিন্তু চার দিন ধরে এলাকার পশুপ্রেমীরা খুঁজে পাচ্ছিল না 4 টা কুকুরছানাকে ৷

তাদের বক্তব্য, এই এলাকারই কেউ কুকুরছানাগুলিকে বিষ খাইয়ে মেরে ফেলেছে । যে এই নৃশংস ঘটনার সাথে জড়িত তার শাস্তির দাবি করেছে ৷ ওই পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে থানায় ৷

দুর্গাপুর ,14 ফেব্রুয়ারি : চারটি কুকুরছানাকে বিষ খাইয়ে মারার অভিযোগ করল পশুপ্রেমী সংস্থা ৷

দুর্গাপুরের অভিজাত এলাকা সিটি সেন্টারের অম্বুজা নগরীতে চার দিন ধরে মাসখানেকের 4 টা রাস্তার কুকুরছানাকে খুঁজে পাচ্ছিলেন না স্থানীয়রা । এরপর এলাকার বাসিন্দারা একটি পশুপ্রেমী সংস্থাকে জানায় কুকুরছানাগুলির নিখোঁজ হওয়ার কথা ৷ এরপর তাঁরা খোঁজ শুরু করেন ৷ গতকাল সন্ধ্যাবেলা দুর্গন্ধ পেয়ে একটি বাড়ির সামনের পরিত্যক্ত জায়গায় কুকুরছানাগুলির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ৷

এলাকার দুই পশুপ্রেমী নীলাঞ্জন পোদ্দার ও নীলাঞ্জনা রায় বলেন, একটি রাস্তার কুকুর 5টা বাচ্চার জন্ম দিয়েছিল । কিন্তু চার দিন ধরে এলাকার পশুপ্রেমীরা খুঁজে পাচ্ছিল না 4 টা কুকুরছানাকে ৷

তাদের বক্তব্য, এই এলাকারই কেউ কুকুরছানাগুলিকে বিষ খাইয়ে মেরে ফেলেছে । যে এই নৃশংস ঘটনার সাথে জড়িত তার শাস্তির দাবি করেছে ৷ ওই পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে থানায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.