ETV Bharat / state

পাণ্ডবেশ্বরে খনিগর্ভে দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের - খনি গর্ভে এক শ্রমিকের কর্মরত অবস্থায় মৃত্যু

খনিগর্ভে এক শ্রমিকের কর্মরত অবস্থায় মৃত্যু । আর এই ঘটনায় উত্তেজনা ছড়াল লাউদোহা থানার অন্তর্গত ECL-র পাণ্ডবেশ্বর এরিয়ার মাধাইপুর কোলিয়ারিতে । মৃতের নাম শান্তনু কাহার(৫২) ।

worker dies in mine
দুর্ঘটনায় শ্রমিক মৃত্যু
author img

By

Published : Dec 12, 2019, 1:06 PM IST

পাণ্ডবেশ্বর (পশ্চিম বর্ধমান), 12 ডিসেম্বর : খনিগর্ভে এক শ্রমিকের কর্মরত অবস্থায় মৃত্যু । আর এই ঘটনায় উত্তেজনা ছড়াল লাউদোহা থানার অন্তর্গত ECL-র পাণ্ডবেশ্বর এরিয়ার মাধাইপুর কোলিয়ারিতে । মৃতের নাম শান্তনু কাহার(৫২) ।

খনি শ্রমিক সূত্রে খবর, গতকাল রাত ১০ টা নাগাদ খনিগর্ভে কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় ওই শ্রমিকের। এরপরই ক্ষতিপূরণ ও মৃতের পরিবারের একজনের চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই শ্রমিকের সহকর্মীরা ।

দুর্ঘটনায় শ্রমিক মৃত্যু
অনেক রাত পর্যন্ত খনিগর্ভে মৃত শ্রমিকের দেহ আগলে রেখেই চলতে থাকে ওই বিক্ষোভ । গভীর রাতে চাপে পড়ে শ্রমিকদের দাবি মেনে নেয় ECL কর্তৃপক্ষ । তারপরই বন্ধ হয় এই বিক্ষোভ । পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় ।

শ্রমিক নেতা সুজিত মুখার্জি বলেন. "এই ঘটনার জন্য ECL কর্তৃপক্ষ দায়ি । স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলে আমরা ECL কর্তৃপক্ষের কাছে মৃত শ্রমিকের পরিবারের জন্য 15 লাখ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের কোনও একজনকে চাকরির দাবি জানিয়েছি । " ECL কর্তৃপক্ষ শেষমেশ এই দাবি মেনে নেয় বলে তিনি জানান ।

পাণ্ডবেশ্বর (পশ্চিম বর্ধমান), 12 ডিসেম্বর : খনিগর্ভে এক শ্রমিকের কর্মরত অবস্থায় মৃত্যু । আর এই ঘটনায় উত্তেজনা ছড়াল লাউদোহা থানার অন্তর্গত ECL-র পাণ্ডবেশ্বর এরিয়ার মাধাইপুর কোলিয়ারিতে । মৃতের নাম শান্তনু কাহার(৫২) ।

খনি শ্রমিক সূত্রে খবর, গতকাল রাত ১০ টা নাগাদ খনিগর্ভে কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় ওই শ্রমিকের। এরপরই ক্ষতিপূরণ ও মৃতের পরিবারের একজনের চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই শ্রমিকের সহকর্মীরা ।

দুর্ঘটনায় শ্রমিক মৃত্যু
অনেক রাত পর্যন্ত খনিগর্ভে মৃত শ্রমিকের দেহ আগলে রেখেই চলতে থাকে ওই বিক্ষোভ । গভীর রাতে চাপে পড়ে শ্রমিকদের দাবি মেনে নেয় ECL কর্তৃপক্ষ । তারপরই বন্ধ হয় এই বিক্ষোভ । পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় ।

শ্রমিক নেতা সুজিত মুখার্জি বলেন. "এই ঘটনার জন্য ECL কর্তৃপক্ষ দায়ি । স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলে আমরা ECL কর্তৃপক্ষের কাছে মৃত শ্রমিকের পরিবারের জন্য 15 লাখ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের কোনও একজনকে চাকরির দাবি জানিয়েছি । " ECL কর্তৃপক্ষ শেষমেশ এই দাবি মেনে নেয় বলে তিনি জানান ।

Intro:খনি গর্ভে এক শ্রমিকের কর্মরত অবস্থায় মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো লাউদোহা থানার অন্তর্গত ইসিএলের পান্ডবেশ্বর এরিয়ার মাধাইপুর কোলিয়ারীতে। মৃতের নাম শান্তনু কাহার(৫২)।
খনি শ্রমিক সুত্রের খবর গতকাল অর্থাৎ বুধবার রাত ১০ টা নাগাদ খনিগর্ভে কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় ওই শ্রমিকের। এরপরেই ক্ষতিপূরণ ও মৃতের পরিবারের একজনের চাকরীর দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই শ্রমিকের সহকর্মীরা। অনেক রাত পর্যন্ত খনিগর্ভে মৃত শ্রমিকের দেহ রেখেই চলতে থাকে ওই বিক্ষোভ। গভীর রাতে চাপে পড়ে শ্রমিকদের দাবি মেনে নেয় ইসিএল কর্তৃপক্ষ। তারপরেই বন্ধ হয়ে যায় বিক্ষোভ। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।Body:গConclusion:গ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.