পাণ্ডবেশ্বর (পশ্চিম বর্ধমান), 12 ডিসেম্বর : খনিগর্ভে এক শ্রমিকের কর্মরত অবস্থায় মৃত্যু । আর এই ঘটনায় উত্তেজনা ছড়াল লাউদোহা থানার অন্তর্গত ECL-র পাণ্ডবেশ্বর এরিয়ার মাধাইপুর কোলিয়ারিতে । মৃতের নাম শান্তনু কাহার(৫২) ।
খনি শ্রমিক সূত্রে খবর, গতকাল রাত ১০ টা নাগাদ খনিগর্ভে কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় ওই শ্রমিকের। এরপরই ক্ষতিপূরণ ও মৃতের পরিবারের একজনের চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই শ্রমিকের সহকর্মীরা ।
শ্রমিক নেতা সুজিত মুখার্জি বলেন. "এই ঘটনার জন্য ECL কর্তৃপক্ষ দায়ি । স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলে আমরা ECL কর্তৃপক্ষের কাছে মৃত শ্রমিকের পরিবারের জন্য 15 লাখ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের কোনও একজনকে চাকরির দাবি জানিয়েছি । " ECL কর্তৃপক্ষ শেষমেশ এই দাবি মেনে নেয় বলে তিনি জানান ।