ETV Bharat / state

Accident at Laudoha coal Mine : লাউদোহায় বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে দুর্ঘটনা, ধস নেমে 4 জনের মৃত্যু - Laudoha Madhaipur Mine

ফরিদপুর থানার অন্তর্গত লাউদোহা মাধাইপুর খোলামুখ খনিতে দুর্ঘটনা ৷ কয়লা কাটতে গিয়ে চাপা পড়লেন বেশ কয়েকজন । ইতিমধ্যেই দু'জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে (Accident at Laudoha Madhaipur open pit mine) ৷

Accident at Laudoha Madhaipur Mine
দুর্গাপুরে বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে দুর্ঘটনা
author img

By

Published : Jan 26, 2022, 11:28 AM IST

Updated : Jan 26, 2022, 12:36 PM IST

দুর্গাপুর, 26 জানুয়ারি : লাউদোহা মাধাইপুর খোলামুখ খনিতে বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে চাপা পড়লেন বেশ কয়েকজন । আজ ভোরবেলায় এই দুর্ঘটনা ঘটে । এখনও পর্যন্ত চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে (Accident at Laudoha Madhaipur open pit mine) ।

শেষ খবর পাওয়া পর্যন্ত, মৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ তারা হলেন আন্নাহরি বাউরি (50) এবং শ্যামল বাউরি (30), পিঙ্কি বাউরি, নটবর বাউরি ৷ ইতিমধ্যেই স্থানীয়রা কিশোর বাউরি নামে এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে । ইসিএল কর্তৃপক্ষ এবং শিবপুর থানার পুলিশ যৌথভাবে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে ।

দুর্গাপুরে বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে দুর্ঘটনা, মৃত চার

আরও পড়ুন : দুর্গাপুর স্টেশনের বাইরে ডেনড্রাইটের নেশায় বুঁদ শিশু-কিশোররা

ঘটনাস্থলে এসেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷ তিনি বলেন, ‘‘এরা কয়লা কাটতে এসেছিল ৷ সেসময় ধস নামে ৷ পাঁচজন সেই ধসে তলিয়ে যায় ৷ সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ কিশোর নামে একজনকে বাঁচানো গিয়েছে ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ মৃত চারজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷’’

দুর্গাপুর, 26 জানুয়ারি : লাউদোহা মাধাইপুর খোলামুখ খনিতে বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে চাপা পড়লেন বেশ কয়েকজন । আজ ভোরবেলায় এই দুর্ঘটনা ঘটে । এখনও পর্যন্ত চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে (Accident at Laudoha Madhaipur open pit mine) ।

শেষ খবর পাওয়া পর্যন্ত, মৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ তারা হলেন আন্নাহরি বাউরি (50) এবং শ্যামল বাউরি (30), পিঙ্কি বাউরি, নটবর বাউরি ৷ ইতিমধ্যেই স্থানীয়রা কিশোর বাউরি নামে এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে । ইসিএল কর্তৃপক্ষ এবং শিবপুর থানার পুলিশ যৌথভাবে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে ।

দুর্গাপুরে বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে দুর্ঘটনা, মৃত চার

আরও পড়ুন : দুর্গাপুর স্টেশনের বাইরে ডেনড্রাইটের নেশায় বুঁদ শিশু-কিশোররা

ঘটনাস্থলে এসেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷ তিনি বলেন, ‘‘এরা কয়লা কাটতে এসেছিল ৷ সেসময় ধস নামে ৷ পাঁচজন সেই ধসে তলিয়ে যায় ৷ সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ কিশোর নামে একজনকে বাঁচানো গিয়েছে ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ মৃত চারজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷’’

Last Updated : Jan 26, 2022, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.