ETV Bharat / state

চাপুইয়ে কয়লাখনিতে দুর্ঘটনা, মৃত শ্রমিক - Accident at Chapui coal Mine

রানিগঞ্জে চাপুই কয়লাখনিতে কয়লার চাল ভেঙে মৃত এক খনি শ্রমিক ৷ আহত আরও একজন ৷ ঘটনার পর দুপুরে ECL-এর শ্রমিক সংগঠনগুলি ঘটনাস্থানে পৌঁছে মৃত শ্রমিকের পরিবারকে চাকরি দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় ৷ পরে কর্তৃপক্ষ শ্রমিক সংগঠন ও মৃতের পরিবারের সঙ্গে বৈঠকে বসে ।

Chapui Coal mine in Ranigunj
চাপুইয়ে কয়লাখনিতে দুর্ঘটনা
author img

By

Published : Feb 24, 2020, 5:31 PM IST

রানিগঞ্জ, 24 ফেব্রুয়ারি : ECL-এর চাপুই কয়লাখনিতে দুর্ঘটনা ৷ খনিতে কাজ করার সময় কয়লার চাল বা ছাদ ধসে পড়ে ৷ চাপা পড়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় এক শ্রমিকের ৷ আহত আরও এক ৷

মৃতের নাম আচ্ছেলাল রামকানু (56) ৷ ECL শ্রমিক সংগঠনের এক সদস্য বলেন, "আমাদের শ্রমিক কাজ করার সময় হঠাৎ রুফ ফল হয় ৷ ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় ৷ " আরও বলেন, "আমরা ম্যানেজমেন্টের কাছে দাবি রেখেছি, অবিলম্বে কম্পানির নিয়মানুযায়ী আজ এখনই ওই মৃত শ্রমিকের পরিবারের যে কোনও একজন সদস্যকে ৷ এই দাবিতেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি ৷ মৃতদেহ এখনও খনির ভিতরেই আছে ৷ ম্যানেজমেন্ট যতক্ষণ না পর্যন্ত এই সব দাবি মানবে ততক্ষণ মৃতদেহ আমরা উপরে তুলতে দিচ্ছি না ৷" দুর্ঘটনায় আহত অপর শ্রমিককে ECL-এর কালনা এরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷

চাপুইয়ে কয়লাখনিতে দুর্ঘটনা

অন্যদিকে, ঘটনার পর দুপুরে ECL-এর শ্রমিক সংগঠনগুলি ঘটনাস্থানে পৌঁছে মৃত শ্রমিকের পরিবারকে চাকরি দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় । পরে কর্তৃপক্ষ শ্রমিক সংগঠন ও মৃতের পরিবারের সঙ্গে বৈঠকে বসে । এখনও বৈঠক চলছে ৷

রানিগঞ্জ, 24 ফেব্রুয়ারি : ECL-এর চাপুই কয়লাখনিতে দুর্ঘটনা ৷ খনিতে কাজ করার সময় কয়লার চাল বা ছাদ ধসে পড়ে ৷ চাপা পড়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় এক শ্রমিকের ৷ আহত আরও এক ৷

মৃতের নাম আচ্ছেলাল রামকানু (56) ৷ ECL শ্রমিক সংগঠনের এক সদস্য বলেন, "আমাদের শ্রমিক কাজ করার সময় হঠাৎ রুফ ফল হয় ৷ ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় ৷ " আরও বলেন, "আমরা ম্যানেজমেন্টের কাছে দাবি রেখেছি, অবিলম্বে কম্পানির নিয়মানুযায়ী আজ এখনই ওই মৃত শ্রমিকের পরিবারের যে কোনও একজন সদস্যকে ৷ এই দাবিতেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি ৷ মৃতদেহ এখনও খনির ভিতরেই আছে ৷ ম্যানেজমেন্ট যতক্ষণ না পর্যন্ত এই সব দাবি মানবে ততক্ষণ মৃতদেহ আমরা উপরে তুলতে দিচ্ছি না ৷" দুর্ঘটনায় আহত অপর শ্রমিককে ECL-এর কালনা এরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷

চাপুইয়ে কয়লাখনিতে দুর্ঘটনা

অন্যদিকে, ঘটনার পর দুপুরে ECL-এর শ্রমিক সংগঠনগুলি ঘটনাস্থানে পৌঁছে মৃত শ্রমিকের পরিবারকে চাকরি দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় । পরে কর্তৃপক্ষ শ্রমিক সংগঠন ও মৃতের পরিবারের সঙ্গে বৈঠকে বসে । এখনও বৈঠক চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.