ETV Bharat / state

Abhishek Jono Sanjog Yatra: 'নোবেল চুরির সমাধানে ব্যর্থ সিবিআই-ইডি', কেন্দ্রকে তোপ অভিষেকের - Suvendu Adhikari Narada

বুধবার তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে পশ্চিম বর্ধমানের লাউদোহায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল ৷ সেখানে মঞ্চ থেকে তিনি সিবিআই ও ইডিকে আক্রমণ করেন ৷ কেন্দ্রের বিজেপি সরকারকেও কয়লাপাচার নিয়ে তুলোধনা করেন ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 18, 2023, 1:30 PM IST

Updated : May 18, 2023, 1:36 PM IST

পশ্চিম বর্ধমানে লাউদোহার মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুর, 18 মে: সিবিআই-ইডির বিশ্বাসযোগ্যতা কী ? আরও একবার এই প্রশ্ন করলেন অভিষেক ৷ বুধবার তিনি লাউদোহারের জনসভা থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণ করেন ৷ বিচারব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে বাংলায় গত 24 মাসে 25টি কেস দিয়েছে সিবিআই ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, ভারতে আর কোথাও এত মামলা রুজু করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ৷

সিবিআই ও ইডি- দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক ৷ নবজোয়ারে লাউদোহার মঞ্চ থেকে তিনি বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরি গিয়েছে ৷ 15 বছর ধরে সেই মামলার কী সমাধান করতে পেরেছে তারা ?" এছাড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা, সারদা কেলেঙ্কারি নিয়েও সরব হন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ ৷ তাঁর প্রশ্ন, সারদায় যাঁরা টাকা রেখেছিলেন, তাঁদের ক'জন টাকা ফেরত পেয়েছেন ? বিরোধী দলনেতা শুভেন্দুর নাম না-নিলেও তাঁকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, "আর নারদার মূল নায়ক কাগজে মুড়ে টাকা নিয়েছিল ৷ সে এখন ওদের (বিজেপি) বড় নেতা ৷"

অভিষেক জানান, গত দু'বছরে এই রাজ্যে 151 বার কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে ৷ কয়লাপাচার কাণ্ড নিয়ে তিনি জানান, পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক সবচেয়ে বড় কয়লা চোর ৷ বোঝাই যায় তিনি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নিশানা করছেন ৷ তিনি এখন কম্বলকাণ্ডে অভিযুক্ত ৷ তাঁর দাবি, বিধায়ক আজীবন প্রাক্তন হয়ে গিয়েছেন ৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তিনি তোপ দাগেন, সবথেকে বড় কয়লাচোরটা দলে নিয়ে প্রার্থী করেছে ৷ তিনি বলেন, "এই ভারতীয় জনতা পার্টি নাকি কয়লা চুরির তদন্ত করবে ?"

বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করেন অভিষেক ৷ তিনি জানান, কয়লা মাফিয়া জয়দেব খাঁকে দিলীপ ঘোষের সঙ্গে শিবমন্দিরে জল ঢালতে দেখা গিয়েছে ৷ তৎকালীন কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গে তাঁর হোটেলের রুমে বসে ছবি তুলতে এবং কফি খেতেও দেখা গিয়েছে ৷ কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলে তোপ দাগেন অভিষেক ৷

আরও পড়ুন: জিতেন্দ্র তিওয়ারিকে নাম না-করে 'কয়লাচোর' আখ্যা অভিষেকের, তোপ দাগলেন কেন্দ্রকেও

পশ্চিম বর্ধমানে লাউদোহার মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুর, 18 মে: সিবিআই-ইডির বিশ্বাসযোগ্যতা কী ? আরও একবার এই প্রশ্ন করলেন অভিষেক ৷ বুধবার তিনি লাউদোহারের জনসভা থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণ করেন ৷ বিচারব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে বাংলায় গত 24 মাসে 25টি কেস দিয়েছে সিবিআই ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, ভারতে আর কোথাও এত মামলা রুজু করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ৷

সিবিআই ও ইডি- দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক ৷ নবজোয়ারে লাউদোহার মঞ্চ থেকে তিনি বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরি গিয়েছে ৷ 15 বছর ধরে সেই মামলার কী সমাধান করতে পেরেছে তারা ?" এছাড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা, সারদা কেলেঙ্কারি নিয়েও সরব হন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ ৷ তাঁর প্রশ্ন, সারদায় যাঁরা টাকা রেখেছিলেন, তাঁদের ক'জন টাকা ফেরত পেয়েছেন ? বিরোধী দলনেতা শুভেন্দুর নাম না-নিলেও তাঁকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, "আর নারদার মূল নায়ক কাগজে মুড়ে টাকা নিয়েছিল ৷ সে এখন ওদের (বিজেপি) বড় নেতা ৷"

অভিষেক জানান, গত দু'বছরে এই রাজ্যে 151 বার কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে ৷ কয়লাপাচার কাণ্ড নিয়ে তিনি জানান, পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক সবচেয়ে বড় কয়লা চোর ৷ বোঝাই যায় তিনি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নিশানা করছেন ৷ তিনি এখন কম্বলকাণ্ডে অভিযুক্ত ৷ তাঁর দাবি, বিধায়ক আজীবন প্রাক্তন হয়ে গিয়েছেন ৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তিনি তোপ দাগেন, সবথেকে বড় কয়লাচোরটা দলে নিয়ে প্রার্থী করেছে ৷ তিনি বলেন, "এই ভারতীয় জনতা পার্টি নাকি কয়লা চুরির তদন্ত করবে ?"

বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করেন অভিষেক ৷ তিনি জানান, কয়লা মাফিয়া জয়দেব খাঁকে দিলীপ ঘোষের সঙ্গে শিবমন্দিরে জল ঢালতে দেখা গিয়েছে ৷ তৎকালীন কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গে তাঁর হোটেলের রুমে বসে ছবি তুলতে এবং কফি খেতেও দেখা গিয়েছে ৷ কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলে তোপ দাগেন অভিষেক ৷

আরও পড়ুন: জিতেন্দ্র তিওয়ারিকে নাম না-করে 'কয়লাচোর' আখ্যা অভিষেকের, তোপ দাগলেন কেন্দ্রকেও

Last Updated : May 18, 2023, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.