ETV Bharat / state

Abhinav Shaw Wins Gold: শুটিং বিশ্বকাপে সোনা জিতে লক্ষ্যপূরণে একধাপ বিন্দ্রার 'নেমসেক' অভিনবর, গর্বিত আসানসোল - বিশ্ব বিখ্যাত শুটার

অভিনব বিন্দ্রার নেমসেক হয়ে যেন এভাবেই অলিম্পিকে সোনা জয় করতে চায় আসানসোলের এই শুটার ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 6, 2023, 5:50 PM IST

Updated : Jun 6, 2023, 9:05 PM IST

আসানসোল, 6 জুন: বাবা স্বপ্ন দেখেছিলেন ছেলে হবে বিশ্ববিখ্যাত শুটার। আর তাই অলিম্পিকে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রার নামেই নিজের ছেলের নাম রেখেছিলেন। আর সেই নামকরণ সার্থক করছে আসানসোলের অভিনব সাউ। রবিবার মাত্র 16 বছর বয়সে জার্মানিতে হওয়া আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে মিক্সড ডাবলসে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতে চমকে দিয়েছে অভিনব। তাঁর সঙ্গে জুটি বেঁধেছিল মধ্যপ্রদেশের গৌতমী ভানত। গতকাল 10 মিটার সিঙ্গলসেও রুপো জয় করেছে অভিনব।

অভিনবের বাবা রূপেশ সাউ একজন গৃহশিক্ষক। নিজের স্বপ্ন ছিল বড় শুটার হবেন। কিন্তু এত ব্যয়বহুল ক্রীড়া মধ্যবিত্ত পরিবারের অস্বচ্ছলতার কারণে সার্থক হয়ে ওঠেনি। 2008 সালে অলিম্পিকে শুটিংয়ে বিশ্বজয় ভারতের। শুটার অভিনব বিন্দ্রা সোনা জয় করেন। ওই বছরেই আসানসোলের রূপেশ সাউয়ের সন্তান জন্ম নেয়। ছেলেকে শুটার করবেন এমন ভাবনাতেই রূপেশবাবু নিজের ছেলের নাম রাখেন অভিনব। একটু বড় হতেই ছেলে অভিনবকে আসানসোল রাইফেল ক্লাবে ভরতি করেন রূপেশবাবু। শুরু থেকেই আঞ্চলিক স্তরে অভিনব চমকে দেয়।

ISSF Junior World Cup
সোনা আসানসোলের অভিনবের

জাতীয় স্তরেও অভিনব পদক জয় করে। গত বছরেও জুনিয়র বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে জার্মানিতে রুপো জিতেছিল অভিনব। ওই ইভেন্টে অভিনব ছিল সবচেয়ে ক্ষুদে শুটার। বর্তমানে মাত্র 16 বছর বয়স অভিনবের। আসানসোলের একটি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র সে। অভিনব বিন্দ্রার নেমসেক হয়ে অলিম্পিকে সোনা জয় করতে চায় অভিনব। জার্মানিতে আইএসএফএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে পদক জিতে যেন সেই স্বপ্নপূরণেরই ইঙ্গিত দিল সে ৷

ISSF Junior World Cup
আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে অভিনব সাউ

বৃহস্পতিবার আসানসোলে ফিরছে অভিনব সাউ। তাকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে আসানসোল। কিন্তু সাফল্যের মাঝেও দুশ্চিন্তাও দানা বাঁধে অভিনবের বাবা রূপেশ সাউয়ের। সামান্য গৃহশিক্ষকের পক্ষে এই ব্যয়বহুল ক্রীড়ার খরচ কীভাবে চালাবেন আগামিদিনে? তাই সফল এই খেলোয়াড়ের পাশে সরকারি সহায়তা মিললে অভিনবের চলার পথ মসৃণ হয় বলেই আর্জি রূপেশবাবুর।

আরও পড়ুন: দেশের হয়ে ক্যারাটেতে সোনা দত্তপুকুরের 5 খেলোয়াড়ের, বাকি পাঁচজনের গলাতেও উঠল পদক

আসানসোল, 6 জুন: বাবা স্বপ্ন দেখেছিলেন ছেলে হবে বিশ্ববিখ্যাত শুটার। আর তাই অলিম্পিকে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রার নামেই নিজের ছেলের নাম রেখেছিলেন। আর সেই নামকরণ সার্থক করছে আসানসোলের অভিনব সাউ। রবিবার মাত্র 16 বছর বয়সে জার্মানিতে হওয়া আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে মিক্সড ডাবলসে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতে চমকে দিয়েছে অভিনব। তাঁর সঙ্গে জুটি বেঁধেছিল মধ্যপ্রদেশের গৌতমী ভানত। গতকাল 10 মিটার সিঙ্গলসেও রুপো জয় করেছে অভিনব।

অভিনবের বাবা রূপেশ সাউ একজন গৃহশিক্ষক। নিজের স্বপ্ন ছিল বড় শুটার হবেন। কিন্তু এত ব্যয়বহুল ক্রীড়া মধ্যবিত্ত পরিবারের অস্বচ্ছলতার কারণে সার্থক হয়ে ওঠেনি। 2008 সালে অলিম্পিকে শুটিংয়ে বিশ্বজয় ভারতের। শুটার অভিনব বিন্দ্রা সোনা জয় করেন। ওই বছরেই আসানসোলের রূপেশ সাউয়ের সন্তান জন্ম নেয়। ছেলেকে শুটার করবেন এমন ভাবনাতেই রূপেশবাবু নিজের ছেলের নাম রাখেন অভিনব। একটু বড় হতেই ছেলে অভিনবকে আসানসোল রাইফেল ক্লাবে ভরতি করেন রূপেশবাবু। শুরু থেকেই আঞ্চলিক স্তরে অভিনব চমকে দেয়।

ISSF Junior World Cup
সোনা আসানসোলের অভিনবের

জাতীয় স্তরেও অভিনব পদক জয় করে। গত বছরেও জুনিয়র বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে জার্মানিতে রুপো জিতেছিল অভিনব। ওই ইভেন্টে অভিনব ছিল সবচেয়ে ক্ষুদে শুটার। বর্তমানে মাত্র 16 বছর বয়স অভিনবের। আসানসোলের একটি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র সে। অভিনব বিন্দ্রার নেমসেক হয়ে অলিম্পিকে সোনা জয় করতে চায় অভিনব। জার্মানিতে আইএসএফএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে পদক জিতে যেন সেই স্বপ্নপূরণেরই ইঙ্গিত দিল সে ৷

ISSF Junior World Cup
আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে অভিনব সাউ

বৃহস্পতিবার আসানসোলে ফিরছে অভিনব সাউ। তাকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে আসানসোল। কিন্তু সাফল্যের মাঝেও দুশ্চিন্তাও দানা বাঁধে অভিনবের বাবা রূপেশ সাউয়ের। সামান্য গৃহশিক্ষকের পক্ষে এই ব্যয়বহুল ক্রীড়ার খরচ কীভাবে চালাবেন আগামিদিনে? তাই সফল এই খেলোয়াড়ের পাশে সরকারি সহায়তা মিললে অভিনবের চলার পথ মসৃণ হয় বলেই আর্জি রূপেশবাবুর।

আরও পড়ুন: দেশের হয়ে ক্যারাটেতে সোনা দত্তপুকুরের 5 খেলোয়াড়ের, বাকি পাঁচজনের গলাতেও উঠল পদক

Last Updated : Jun 6, 2023, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.