ETV Bharat / state

Bike Man: ছোটনের তৈরি বাইকে 10 সওয়ারি ! - পরিবেশবান্ধব মেগা সাইজের বাইক

পরিবেশবান্ধব মেগা সাইজের বাইক (Motor Bike)বানিয়ে তাক লাগিয়েছেন দুর্গাপুরের গোপালমাঠের দুবচুড়ুরিয়ার বাসিন্দা ছোটন ঘোষ। এক-দু'জন নয় একসঙ্গে দশজন সওয়ারিকে নিয়ে রাস্তায় দৌড়চ্ছে ওই বাইক। আর তা দেখে অবাক হয়ে তাকিয়ে রয়েছেন মানুষজন।

Bike Man
ছোটনের তৈরি বাইক
author img

By

Published : Jan 16, 2023, 11:04 PM IST

ছোটনের তৈরি বাইক

দুর্গাপুর, 16 জানুয়ারি: নতুন প্রযুক্তিতে দশজন আরোহীকে একসঙ্গে নিয়ে বসার জন্য লম্বা ইলেকট্রিক মোটরবাইক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন দুর্গাপুর শহরের গোপালমাঠ এলাকার যুবক ছোটন ঘোষ ওরফে মনু। চারচাকা গাড়ি হার মানবে এই মোটরবাইকের কাছে। আর এই মোটরবাইক একবার চার্জে চলবে একশো কিলোমিটার পথ, তাতে খরচ হবে মাত্র আট টাকা।

এই মোটরবাইক তৈরি করতে ছোটনের সময় লেগেছে মাত্র বাইশ দিন। খরচ পড়েছে মাত্র পনেরো হাজার টাকা। বাইকটি শুধুমাত্র বৈদ্যুতিক চার্জে (Electric Charge) চলবে এমন নয়, সৌরবিদ্যুতের চার্জেও চলবে। পেট্রল চালিত যানবাহনের বিকল্প হিসেবে এই দশ যাত্রীর বাইক সাড়া জাগাতে চলেছে বাজারে। ছোটন ঘোষ দু'নম্বর জাতীয় সড়কে এই বাইক চালিয়ে রাস্তায় বেরনো মানুষদের ইতিমধ্যেই অবাক করে দিয়েছন ৷ আমজনতার চাহিদায় এই গাড়ি নির্মাণ করার জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে।

পেশায় ফুলের ডেকোরেশনের কাজ করেন মনু। তাঁর সঙ্গীদের একসঙ্গে একজায়গা থেকে অন্যত্র নিয়ে যেতেই এই অভিনব আইডিয়া তাঁর মাথায় আসে বলে জানিয়েছেন বাইক নিমার্ণকারী মনু। সকলের সহযোগীতায় গড়ে তোলেন এই অত্যাশ্চার্য বাইকটি। বাইকটিকতে রাখা হয়েছে একটি ছোট সাউন্ডবক্সও যা মোবাইলের ব্লু টুথ কানেকশনের সঙ্গে জুড়লেই বেজে উঠবে গান। আর এই বাইক দেখতেই এখন গোপালমাঠে ভিড় জমাচ্ছেন শহরবাসী।

আরও পড়ুন: বাইক চড়ে প্রেম, বাইক চেপেই বিয়ে! অভিনব বিয়ে ক্যানিংয়ে

ছোটন ঘোষ এই বাইক তৈরি নিয়ে জানালেন, "আমি দুইবছর আগে এই ধরনের ইঞ্জিন চালিত বাইক তৈরি করেছিলাম কিন্তু তা রাস্তায় চালাতে পুলিশি বাধার মুখে পড়তে হয়ছিল। তাই আমি ব্যাটারি চালিত এই বাইক তৈরি করলাম। এই বাইক তৈরি হয়েছে যে ব্যাটারি দিয়ে তা সৌরিশক্তি ও বিদ্যুৎ শক্তি দিয়ে চার্জ করা যায়। একবার চার্জ দিলে 100 কিলোমিটার পথ যাবে। এই বাইক তৈরি করতে পুরনো গাড়ির যন্ত্রপাতি আর লোহার পাইপ ব্যবহার করেছি। মাত্র 15 হাজার টাকা খরচ হয়েছে।" ছোটনের কথায়, "সে এইধরনের কাজ করতে ভালোবাসে। এর আগে সে বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপে বুর্জ খালিফা থিম তৈরি করেছে। এই ধরনের কাজে তিনি অভ্যস্ত ৷ ছোটনের তৈরি এই জাম্বো বাইক এখন দুর্গাপুরের মানুষের মুখে মুখে ঘুরছে।"

ছোটনের তৈরি বাইক

দুর্গাপুর, 16 জানুয়ারি: নতুন প্রযুক্তিতে দশজন আরোহীকে একসঙ্গে নিয়ে বসার জন্য লম্বা ইলেকট্রিক মোটরবাইক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন দুর্গাপুর শহরের গোপালমাঠ এলাকার যুবক ছোটন ঘোষ ওরফে মনু। চারচাকা গাড়ি হার মানবে এই মোটরবাইকের কাছে। আর এই মোটরবাইক একবার চার্জে চলবে একশো কিলোমিটার পথ, তাতে খরচ হবে মাত্র আট টাকা।

এই মোটরবাইক তৈরি করতে ছোটনের সময় লেগেছে মাত্র বাইশ দিন। খরচ পড়েছে মাত্র পনেরো হাজার টাকা। বাইকটি শুধুমাত্র বৈদ্যুতিক চার্জে (Electric Charge) চলবে এমন নয়, সৌরবিদ্যুতের চার্জেও চলবে। পেট্রল চালিত যানবাহনের বিকল্প হিসেবে এই দশ যাত্রীর বাইক সাড়া জাগাতে চলেছে বাজারে। ছোটন ঘোষ দু'নম্বর জাতীয় সড়কে এই বাইক চালিয়ে রাস্তায় বেরনো মানুষদের ইতিমধ্যেই অবাক করে দিয়েছন ৷ আমজনতার চাহিদায় এই গাড়ি নির্মাণ করার জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে।

পেশায় ফুলের ডেকোরেশনের কাজ করেন মনু। তাঁর সঙ্গীদের একসঙ্গে একজায়গা থেকে অন্যত্র নিয়ে যেতেই এই অভিনব আইডিয়া তাঁর মাথায় আসে বলে জানিয়েছেন বাইক নিমার্ণকারী মনু। সকলের সহযোগীতায় গড়ে তোলেন এই অত্যাশ্চার্য বাইকটি। বাইকটিকতে রাখা হয়েছে একটি ছোট সাউন্ডবক্সও যা মোবাইলের ব্লু টুথ কানেকশনের সঙ্গে জুড়লেই বেজে উঠবে গান। আর এই বাইক দেখতেই এখন গোপালমাঠে ভিড় জমাচ্ছেন শহরবাসী।

আরও পড়ুন: বাইক চড়ে প্রেম, বাইক চেপেই বিয়ে! অভিনব বিয়ে ক্যানিংয়ে

ছোটন ঘোষ এই বাইক তৈরি নিয়ে জানালেন, "আমি দুইবছর আগে এই ধরনের ইঞ্জিন চালিত বাইক তৈরি করেছিলাম কিন্তু তা রাস্তায় চালাতে পুলিশি বাধার মুখে পড়তে হয়ছিল। তাই আমি ব্যাটারি চালিত এই বাইক তৈরি করলাম। এই বাইক তৈরি হয়েছে যে ব্যাটারি দিয়ে তা সৌরিশক্তি ও বিদ্যুৎ শক্তি দিয়ে চার্জ করা যায়। একবার চার্জ দিলে 100 কিলোমিটার পথ যাবে। এই বাইক তৈরি করতে পুরনো গাড়ির যন্ত্রপাতি আর লোহার পাইপ ব্যবহার করেছি। মাত্র 15 হাজার টাকা খরচ হয়েছে।" ছোটনের কথায়, "সে এইধরনের কাজ করতে ভালোবাসে। এর আগে সে বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপে বুর্জ খালিফা থিম তৈরি করেছে। এই ধরনের কাজে তিনি অভ্যস্ত ৷ ছোটনের তৈরি এই জাম্বো বাইক এখন দুর্গাপুরের মানুষের মুখে মুখে ঘুরছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.