ETV Bharat / state

অ্যাম্বুলেন্স খারাপ, জাতীয় সড়কে স্বামীর মৃতদেহ আগলে মহিলা - স্বামীর মৃতদেহ নিয়ে 6 ঘন্টা ধরে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে আটকে মহিলা

স্বামী মানস কুমার বোয়ালকে নিয়ে দিল্লির AIMS-এ চিকিৎসার জন্য গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা কল্পনা বোয়াল । শুক্রবার রাতে কল্পনা দেবীর স্বামীর মারা যান । হাসপাতাল থেকে ডিসচার্জ লেটার নিয়ে অ্যাম্বুলেন্সে স্বামীর দেহ নিয়ে ফিরছিলেন তিনি ।

স্বামীর মৃতদেহ নিয়ে 6 ঘন্টা ধরে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে আটকে মহিলা
স্বামীর মৃতদেহ নিয়ে 6 ঘন্টা ধরে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে আটকে মহিলা
author img

By

Published : May 2, 2020, 8:29 PM IST

আসানসোল, 2 মে: লকডাউনে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে নিয়মের গেরোয় আটকে পড়েছিলেন । অবশেষে রাজ্যে প্রবেশের অনুমতি মিললেও অ্যাম্বুলেন্স খারাপ হয়ে যাওয়ায় স্বামীর মৃতদেহ নিয়ে বিপাকে পড়েছেন এক মহিলা । জাতীয় সড়কে স্বামীর দেহ আগলে বসে রয়েছেন তিনি ।

জানা গেছে, 17 মার্চ স্বামী মানস কুমার বোয়ালকে নিয়ে দিল্লির AIMS-এ চিকিৎসার জন্য গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা কল্পনা বোয়াল । তাঁর স্বামীর ব্রেন টিউমার হয়েছিল । শুক্রবার রাতে কল্পনা দেবীর স্বামীর মারা যান । হাসপাতাল থেকে ডিসচার্জ লেটার নিয়ে অ্যাম্বুলেন্সে স্বামীর দেহ নিয়ে ফিরছিলেন কল্পনা বোয়াল । সব রাজ্য ছেড়ে দিলেও আইনগত জটিলতার কারণে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে অ্যাম্বুলেন্স সহ আটকে যান কল্পনা দেবী ।

আসানসোল দুর্গাপুর পুলিশের আধিকারিকরা ডেথ সার্টিফিকেট দেখতে চান । কিন্তু সার্টিফিকেট দেখাতে পারেননি ওই মহিলা । কারণ 15 দিনের আগে ডেথ সার্টিফিকেট AIMS দেয় না । তাই শুধুমাত্র সাদা কাগজে AIMS-এর ডিসচার্জ সার্টিফিকেট দেখে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা মৃতদেহ নিয়ে এ রাজ্যে ঢোকার অনুমতি দেয়নি । পরে বিষয়টি উচ্চমহলে জানালে বিশেষ 6 ঘন্টা পর এ রাজ্যে স্বামীর দেহ নিয়ে ঢোকার অনুমতি পান ওই মহিলা । কিন্তু দুর্ভাগ্যবশত কুলটির দামাগোড়িয়া এলাকায় অ্যাম্বুলেন্স খারাপ হয়ে যায় । লকডাউনের মধ্যে এলাকায় তেমন মেকানিকে খোঁজ পাওয়া যায়নি । ফলে স্বামীর দেহ নিয়ে জাতীয় সড়কের উপর বসে থাকা ছাড়া উপায় নেই কল্পনা বোয়ালের ।

আসানসোল, 2 মে: লকডাউনে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে নিয়মের গেরোয় আটকে পড়েছিলেন । অবশেষে রাজ্যে প্রবেশের অনুমতি মিললেও অ্যাম্বুলেন্স খারাপ হয়ে যাওয়ায় স্বামীর মৃতদেহ নিয়ে বিপাকে পড়েছেন এক মহিলা । জাতীয় সড়কে স্বামীর দেহ আগলে বসে রয়েছেন তিনি ।

জানা গেছে, 17 মার্চ স্বামী মানস কুমার বোয়ালকে নিয়ে দিল্লির AIMS-এ চিকিৎসার জন্য গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা কল্পনা বোয়াল । তাঁর স্বামীর ব্রেন টিউমার হয়েছিল । শুক্রবার রাতে কল্পনা দেবীর স্বামীর মারা যান । হাসপাতাল থেকে ডিসচার্জ লেটার নিয়ে অ্যাম্বুলেন্সে স্বামীর দেহ নিয়ে ফিরছিলেন কল্পনা বোয়াল । সব রাজ্য ছেড়ে দিলেও আইনগত জটিলতার কারণে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে অ্যাম্বুলেন্স সহ আটকে যান কল্পনা দেবী ।

আসানসোল দুর্গাপুর পুলিশের আধিকারিকরা ডেথ সার্টিফিকেট দেখতে চান । কিন্তু সার্টিফিকেট দেখাতে পারেননি ওই মহিলা । কারণ 15 দিনের আগে ডেথ সার্টিফিকেট AIMS দেয় না । তাই শুধুমাত্র সাদা কাগজে AIMS-এর ডিসচার্জ সার্টিফিকেট দেখে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা মৃতদেহ নিয়ে এ রাজ্যে ঢোকার অনুমতি দেয়নি । পরে বিষয়টি উচ্চমহলে জানালে বিশেষ 6 ঘন্টা পর এ রাজ্যে স্বামীর দেহ নিয়ে ঢোকার অনুমতি পান ওই মহিলা । কিন্তু দুর্ভাগ্যবশত কুলটির দামাগোড়িয়া এলাকায় অ্যাম্বুলেন্স খারাপ হয়ে যায় । লকডাউনের মধ্যে এলাকায় তেমন মেকানিকে খোঁজ পাওয়া যায়নি । ফলে স্বামীর দেহ নিয়ে জাতীয় সড়কের উপর বসে থাকা ছাড়া উপায় নেই কল্পনা বোয়ালের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.