আসানসোল, 17 এপ্রিল : শিল্পী । তাই না কি বাড়িতে মন বসে না । ফলে লকডাউন অমান্য করেই রাস্তায় বেরোচ্ছেন সাইকেল নিয়ে । অথচ অন্য কেউ লকডাউন অমান্য করে বাড়ি থেকে বেরোলেই তাকে কোরোনা নিয়ে নিজের লেখা গান গেয়ে সচেতন করছেন । আসানসোলের রাস্তায় রাস্তায় এখন দেখা মিলছে এই গায়কের ।
পশ্চিম বর্ধমানকে কোরোনা সংক্রমণের ভিত্তিতে ক্লাস্টার হিসেবে ঘোষণা করা হয়েছে । তারপরেও লকডাউন অমান্য করে অনেকেই বাইরে বেরোচ্ছেন । আর সেই তালিকায় নাম রয়েছে জ্যোতিপ্রকাশ মুখোপাধ্যায় নামে এলাকার এক গায়কেরও । জেলাজুড়ে বিভিন্ন জায়গায় তিনি নিজেই সাইকেল নিয়ে লকডাউন অমান্য করে ঘুরে বেরাচ্ছেন । অথচ অন্য কাউকে লকডাউন অমান্য করতে দেখলে তিনিই না কি নিজের লেখা গান শুনিয়ে মানুষকে সচেতন করছেন ।
তাঁর এই ধরনের আচরণের কারণ জিজ্ঞাসা করা হলে জ্যোতিপ্রকাশ বলেন, "আমি শিল্পী । সেই কারণে বাড়িতে মন থাকে না । আমার মন উদাসীন । তাই সাইকেল নিয়ে ঘুরে ঘুরে আমি গান শোনাচ্ছি । কোরোনা নিয়ে গান লিখেছি । মানুষকে সচেতন করছি । আবার জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁরা আমার গান শুনে মনোরঞ্জন হচ্ছেন ।"
জ্যোতিপ্রকাশের এই আচরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলছে মানুষের কাছ থেকে । জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা একদিকে তাঁর গান শুনে মনোরঞ্জন হচ্ছেন । কিন্তু অনেকেই তাঁর আচরণে খুশি নয় । অনেকের মতে, অন্যদের সচেতন করতে গিয়ে তিনি নিজেই লকডাউন অমান্য করছেন । যদিও প্রশাসনের দাবি, এখনও তাদের নজরে আসেননি জ্যোতিপ্রকাশ । যেদিন তাঁকে রাস্তায় দেখা যাবে সেদিনই সতর্ক করে দেওয়া হবে । আর তা যদি জ্যোতিপ্রকাশ না শোনেন তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে ।