ETV Bharat / state

সেতু থেকে খালে পড়ে নিখোঁজ সাইকেল আরোহী - kulti news

জানা গিয়েছে, নিখোঁজ ব্যাক্তির নাম মনোজ কুমার দাস(56) । তিনি রামনগর খনিতে অস্থায়ী নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন । শুক্রবার কাজে গিয়েছিলেন মনোজবাবু । অনুমান করা হচ্ছে বরাকর নদীর সংযোগকারী নিকাশি খালের সেতু পারাপার করার সময় প্রচণ্ড বৃষ্টিতে কোনওভাবে তিনি খালে পড়ে যান ।

a man fell into the canal in kulti
সেতু থেকে খালে পড়ে নিখোঁজ সাইকেল আরোহী
author img

By

Published : Jun 20, 2021, 6:34 AM IST

কুলটি, 20 জুন : কুলটি থানার অন্তর্গত রামনগর থেকে কুলটিগামী রাস্তার পাথর খাদের সামনে সেতু থেকে সাইকেল নিয়ে খালে পড়ে গেলেন এক ব্যক্তি ৷ জানা গিয়েছে, কাজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি । সাইকেল উদ্ধার হলেও তাঁর কোনও খোঁজ নেই এখনও ।

জানা গিয়েছে, নিখোঁজ ব্যাক্তির নাম মনোজ কুমার দাস(56) । তিনি রামনগর খনিতে অস্থায়ী নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন । শুক্রবার কাজে গিয়েছিলেন মনোজবাবু । অনুমান করা হচ্ছে একটি খালের সেতু পারাপার করার সময় প্রচন্ড বৃষ্টিতে কোনওভাবে তিনি খালে পড়ে যান । শনিবার তার সাইকেলটি উদ্ধার হয়। কিন্তু এখনও খোঁজ মেলেনি মনোজবাবুর ।

আরও পড়ুন : বৃষ্টিতে বাঁশের সেতু ভেসে গেল দামোদরে

ওই নিকাশি খালটি বরাকর নদীতে গিয়ে মিশেছে । বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের উদ্ধারকারী দল খোঁজ চালাচ্ছে মনোজ বাবুর ।

কুলটি, 20 জুন : কুলটি থানার অন্তর্গত রামনগর থেকে কুলটিগামী রাস্তার পাথর খাদের সামনে সেতু থেকে সাইকেল নিয়ে খালে পড়ে গেলেন এক ব্যক্তি ৷ জানা গিয়েছে, কাজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি । সাইকেল উদ্ধার হলেও তাঁর কোনও খোঁজ নেই এখনও ।

জানা গিয়েছে, নিখোঁজ ব্যাক্তির নাম মনোজ কুমার দাস(56) । তিনি রামনগর খনিতে অস্থায়ী নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন । শুক্রবার কাজে গিয়েছিলেন মনোজবাবু । অনুমান করা হচ্ছে একটি খালের সেতু পারাপার করার সময় প্রচন্ড বৃষ্টিতে কোনওভাবে তিনি খালে পড়ে যান । শনিবার তার সাইকেলটি উদ্ধার হয়। কিন্তু এখনও খোঁজ মেলেনি মনোজবাবুর ।

আরও পড়ুন : বৃষ্টিতে বাঁশের সেতু ভেসে গেল দামোদরে

ওই নিকাশি খালটি বরাকর নদীতে গিয়ে মিশেছে । বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের উদ্ধারকারী দল খোঁজ চালাচ্ছে মনোজ বাবুর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.