ETV Bharat / state

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে বিজেপি নেতার দাদা গ্রেফতার

বিজেপি অঞ্চল সম্পাদকের দাদার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ৷ দুর্গাপুরের কাঁকসা থানার শিবপুর এলাকার ঘটনা ৷ অভিযুক্ত সাধু বাগদির বিরুদ্ধে এক নাবালিকা-সহ দু’জনকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে ৷

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে বিজেপি নেতার দাদা গ্রেফতার
নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে বিজেপি নেতার দাদা গ্রেফতার
author img

By

Published : Jul 18, 2021, 7:22 PM IST

দুর্গাপুর, 18 জুলাই : কাঁকসার বিদবিহারের বিজেপির অঞ্চল সম্পাদকের দাদার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ৷ সাধু বাগদি নামে ওই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে ৷ অভিযোগ, দুর্গাপুরের শিবপুরের এক তৃণমূল কর্মীর মেয়ের শ্লীলতাহানি করে সে ৷ তবে, শুধু ওই তৃণমূল কর্মীর মেয়ে নয় ৷ সাধু বাগদির বাড়িতে পুরুলিয়ার বাসিন্দা এক মহিলা কর্মসূত্র তাঁর নাবালিকা মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন ৷ অভিযোগ, ওই মহিলার নাবালিকা মেয়ের সঙ্গেও অশালীন আচরণ করেছে সাধু বাগদি ৷

পুলিশ সূত্রে খবর, সাধু বাগদি একজন বিজেপি কর্মী ৷ তার ভাই কাঁকসার বিদবিহারে বিজেপির অঞ্চল সভাপতির দায়িত্বে রয়েছেন ৷ অভিযোগ, সম্প্রতি পুরুলিয়া থেকে এক মহিলা কাজের সূত্রে তাঁর মেয়েকে নিয়ে দুর্গাপুরে আসেন ৷ সেখানে সাধু বাগদির বাড়িতে ভাড়া থাকতে শুরু করেছিলেন ৷ মহিলা কাজে বেরিয়ে যাওয়ার পর, তাঁর মেয়ে বাড়িতে একাই থাকত ৷ সেই সময় পেশায় সবজি ব্যবসায়ী সাধু বাগদি ওই নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করে ৷ তাকে টাকা দেওয়ার প্রস্তাবও দেয় ৷ গত 14 জুলাই বিষয়টি ওই মহিলা জানতে পারেন ৷ এর পরেই তিনি কাঁকসা থানায় সাধু বাগদির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান ৷

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার মলানদিঘি ক্যাম্পের পুলিশ সাধুকে শিবপুর এলাকা থেকে গ্রেফতার করে ৷ অভিযোগ সেখানে এক তৃণমূল কর্মীর মেয়ের শ্লীলতাহানি করে সে ৷ বিষয়টি জানাজানি হতেই, লোকজন পুলিশে খবর দেয় ৷ পুলিশ গিয়ে সাধু বাগদিকে গ্রেফতার করে ৷ এই ঘটনায় বিদবিহারের তৃণমূল নেতা স্বপন সূত্রধর অভিযোগ করেন, বিজেপি কর্মীদের কাজই সন্ত্রাস ও ধর্ষণ ৷ তৃণমূল তথা প্রশাসন দুই নির্যাতিতা এবং তাঁদের পরিবারের পাশে রয়েছে ৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি ৷ অন্যদিকে, এই ঘটনায় বিজেপির তরফে কেউ কিছু বলতে চাননি ৷

দুর্গাপুর, 18 জুলাই : কাঁকসার বিদবিহারের বিজেপির অঞ্চল সম্পাদকের দাদার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ৷ সাধু বাগদি নামে ওই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে ৷ অভিযোগ, দুর্গাপুরের শিবপুরের এক তৃণমূল কর্মীর মেয়ের শ্লীলতাহানি করে সে ৷ তবে, শুধু ওই তৃণমূল কর্মীর মেয়ে নয় ৷ সাধু বাগদির বাড়িতে পুরুলিয়ার বাসিন্দা এক মহিলা কর্মসূত্র তাঁর নাবালিকা মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন ৷ অভিযোগ, ওই মহিলার নাবালিকা মেয়ের সঙ্গেও অশালীন আচরণ করেছে সাধু বাগদি ৷

পুলিশ সূত্রে খবর, সাধু বাগদি একজন বিজেপি কর্মী ৷ তার ভাই কাঁকসার বিদবিহারে বিজেপির অঞ্চল সভাপতির দায়িত্বে রয়েছেন ৷ অভিযোগ, সম্প্রতি পুরুলিয়া থেকে এক মহিলা কাজের সূত্রে তাঁর মেয়েকে নিয়ে দুর্গাপুরে আসেন ৷ সেখানে সাধু বাগদির বাড়িতে ভাড়া থাকতে শুরু করেছিলেন ৷ মহিলা কাজে বেরিয়ে যাওয়ার পর, তাঁর মেয়ে বাড়িতে একাই থাকত ৷ সেই সময় পেশায় সবজি ব্যবসায়ী সাধু বাগদি ওই নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করে ৷ তাকে টাকা দেওয়ার প্রস্তাবও দেয় ৷ গত 14 জুলাই বিষয়টি ওই মহিলা জানতে পারেন ৷ এর পরেই তিনি কাঁকসা থানায় সাধু বাগদির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান ৷

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার মলানদিঘি ক্যাম্পের পুলিশ সাধুকে শিবপুর এলাকা থেকে গ্রেফতার করে ৷ অভিযোগ সেখানে এক তৃণমূল কর্মীর মেয়ের শ্লীলতাহানি করে সে ৷ বিষয়টি জানাজানি হতেই, লোকজন পুলিশে খবর দেয় ৷ পুলিশ গিয়ে সাধু বাগদিকে গ্রেফতার করে ৷ এই ঘটনায় বিদবিহারের তৃণমূল নেতা স্বপন সূত্রধর অভিযোগ করেন, বিজেপি কর্মীদের কাজই সন্ত্রাস ও ধর্ষণ ৷ তৃণমূল তথা প্রশাসন দুই নির্যাতিতা এবং তাঁদের পরিবারের পাশে রয়েছে ৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি ৷ অন্যদিকে, এই ঘটনায় বিজেপির তরফে কেউ কিছু বলতে চাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.