আসানসোল, 22 জুলাই : কোরোনা পরিস্থিতিতেও নিজেদের উৎপাদনের স্থির হয়ে এগোচ্ছে চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা (Chittaranjan Locomotive Works) । চলতি বছরের উৎপাদিত 50তম ইঞ্জিন আজ সফলভাবে রওনা হয়েছে কারখানা থেকে । প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার মুখপাত্র মন্তার সিং ।
কোরোনা পরিস্থিতিতেও কাজ থেমে নেই চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানায় । কারখানার সুপারভাইজার থেকে শুরু করে কর্মীরা যথেষ্ট স্বাস্থ্যবিধি অবলম্বন করেই কারখানার উৎপাদন নিয়ে আন্তরিকভাবে উদ্যোগী । আজ চলতি আর্থিক বছরের ৫০ তম লোকো রেলইঞ্জিন উৎপাদন ক'রল চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা।
কারখানার জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, WAG-9/HC(32814) শ্রেণির রেলইঞ্জিন উৎপাদনের পর সফলভাবে রওনা হয়েছে আজ । কারখানার এই 50তম রেলইঞ্জিন নির্মাণকল্পে শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন কারখানার জেনেরাল ম্যানেজার প্রবীণ কুমার মিশ্র ।
প্রসঙ্গত 2018-19-এর আর্থিক বর্ষে চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা 402 টি রেলইঞ্জিন বানিয়ে সর্বাধিক ইঞ্জিন নির্মানে লিমকা বুক ওয়ার্ল্ড রেকর্ড গড়ে ছিল। 2019-20 আর্থিক বর্ষে সেই রেকর্ডকে ভেঙে ফের নতুন বিশ্বরেকর্ড করে 431 টি রেলইঞ্জিন বানিয়ে ।