ETV Bharat / state

দামোদরে তলিয়ে 4 কিশোরের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন 4 - drowning in Damodar River

হোলির দিন সোমবার সকালে করঙ্গপাড়া থেকে সাত কিশোর দুর্গাপুর ব্যারেজে দামোদর নদে স্নান করতে নেমেছিল । হঠাৎ বাঁকুড়ার বড়জোড়ার দিক থেকে আসা 3 জনের আরও একটি দল ওই ঘাটে স্নান করতে আসে । ওই 3 জনকে ডুবে যেতে দেখে অভিরাজ বাঁচাতে গেলে সেও তলিয়ে যায় ।

দামোদরে তলিয়ে 4 কিশোরের মৃত্যু
দামোদরে তলিয়ে 4 কিশোরের মৃত্যু
author img

By

Published : Mar 29, 2021, 4:22 PM IST

দুর্গাপুর, 29 মার্চ : দামোদরের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল 4 কিশোর । আরও 4 জনকে অসুস্থ অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাঠালে ভর্তি করা হয়েছে । মৃত কিশোরদের একজনের নাম অভিরাজ, 13 বছরের এই কিশোর দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া এলাকার বাসিন্দা । বেসরকারি ইংরাজি মাধ্যামে অষ্ঠম শ্রেণির ছাত্র অভিরাজ । বাকি তিন মৃতের পরিচয় পাওয়া যায়নি এখনও ।

হোলির দিন সোমবার সকালে করঙ্গপাড়া থেকে সাত কিশোর দুর্গাপুর ব্যারেজে দামোদর নদে স্নান করতে নেমেছিল । হঠাৎ বাঁকুড়ার বড়জোড়ার দিক থেকে আসা 3 জনের আরও একটি দল ওই ঘাটে স্নান করতে আসে । ওই 3 জনকে ডুবে যেতে দেখে অভিরাজ বাঁচাতে গেলে সেও তলিয়ে যায় ।

করঙ্গপাড়া এলাকার সাত সদস্যের মধ্যে একজন, চিন্টু সাউ জানায়, ‘‘বড়জোড়ার দিক থেকে আসা তিনজনকে ডুবতে দেখে অভিরাজ ও বাকি চারজন তাদের বাঁচাতে যায় ৷ এর পরেই অভিরাজও ওদের সঙ্গে তলিয়ে যায় ৷ বাকি 8 জন মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । " গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

দুর্গাপুর, 29 মার্চ : দামোদরের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল 4 কিশোর । আরও 4 জনকে অসুস্থ অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাঠালে ভর্তি করা হয়েছে । মৃত কিশোরদের একজনের নাম অভিরাজ, 13 বছরের এই কিশোর দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া এলাকার বাসিন্দা । বেসরকারি ইংরাজি মাধ্যামে অষ্ঠম শ্রেণির ছাত্র অভিরাজ । বাকি তিন মৃতের পরিচয় পাওয়া যায়নি এখনও ।

হোলির দিন সোমবার সকালে করঙ্গপাড়া থেকে সাত কিশোর দুর্গাপুর ব্যারেজে দামোদর নদে স্নান করতে নেমেছিল । হঠাৎ বাঁকুড়ার বড়জোড়ার দিক থেকে আসা 3 জনের আরও একটি দল ওই ঘাটে স্নান করতে আসে । ওই 3 জনকে ডুবে যেতে দেখে অভিরাজ বাঁচাতে গেলে সেও তলিয়ে যায় ।

করঙ্গপাড়া এলাকার সাত সদস্যের মধ্যে একজন, চিন্টু সাউ জানায়, ‘‘বড়জোড়ার দিক থেকে আসা তিনজনকে ডুবতে দেখে অভিরাজ ও বাকি চারজন তাদের বাঁচাতে যায় ৷ এর পরেই অভিরাজও ওদের সঙ্গে তলিয়ে যায় ৷ বাকি 8 জন মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । " গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.