ETV Bharat / state

Kulti Bomb: কুলটিতে বাস থেকে উদ্ধার 30টি বোমা

author img

By

Published : Aug 25, 2021, 1:19 PM IST

গয়াগামী একটি বাস (Kulti Bomb) থেকে 30টি বোমা উদ্ধার করা হয়েছে । সেনা এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় বাসটি থামায় ৷ বাসের তিনজন যাত্রীকে আটক করা হয় ।

30 bombs recovered from bus at bengal jharkhand border
কুলটিতে যাত্রীবাহী বাস থেকে উদ্ধার 30 বোমা

আসানসোল, 25 অগস্ট : বিহারের (Bihar) গয়াগামী বাস থেকে উদ্ধার হল 30টি বোমা (Bomb Recovered)। গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডি চেকপোস্টে বাস থামিয়ে বোমাগুলি আটক করে । এই ঘটনায় তিনজন যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।

জানা গিয়েছে, গতরাতে কলকাতার বাবু ঘাট থেকে একটি যাত্রীবাহী বাস বিহারের গয়ার উদ্দেশে যাচ্ছিল । পানাগড়ের মিলিটারি ক্যাম্পে গোপন সূত্রে খবর আসে, ওই বাসে বোমা পাচার করা হচ্ছে । তারপরেই বাসটিকে ধাওয়া করেন সেনা জওয়ানরা ৷ বাংলা-ঝাড়খন্ড সীমানায় ডুবুরডি চেকপোস্টে বাসটিকে থামায় কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও সেনাবাহিনী ।

আরও পড়ুন: Weather Report : দার্জিলিং, কালিম্পং সহ উত্তরে জেলাগুলিতে আজ প্রবল বৃষ্টি, জারি কমলা সতর্কতা

এরপর রাতেই বাসটিকে চৌরঙ্গি ফাঁড়িতে নিয়ে আসা হয় । তল্লাশি চালিয়ে বাসে একটি ব্যাগ থেকে 30টি তাজা বোমা উদ্ধার করা হয় ৷ রাতভর বাসটিকে আটকে রেখে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয় । আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় । সকালে বাকি যাত্রীদের ছেড়ে দেওয়া হয় ।

আরও পড়ুন: Durga Puja in Kolkata : ঢাকি থেকে পুরোহিত, ভ্যাকসিন বাধ্যতামূলক আবাসনের পুজোয়

বাসে উদ্ধার বোমা

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই ব্যাগে একটি চিরকুট পাওয়া গিয়েছে । চিরকুটের লেখা থেকে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে সফি মহম্মদ ভাই নামে কারও কাছে পাঠানো হচ্ছিল বোমাগুলি । কলকাতারও দুই ব‍্যক্তির নাম লেখা রয়েছে চিরকুটে । লেখা রয়েছে একটি কোড নম্বর - 12461 । উদ্ধার হওয়া বোমাগুলি দেশি বোমা । প্রতিটির দাম 1 হাজার টাকা । 5 হাজার টাকা অগ্রিম দেওয়া আছে বলেও ওই চিরকুটে উল্লেখ আছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Durga Puja Meeting : করোনা আবহে দুর্গাপুজো নিয়ে কমিটিগুলির সঙ্গে বৈঠক জয়নগর প্রশাসনের

আসানসোল, 25 অগস্ট : বিহারের (Bihar) গয়াগামী বাস থেকে উদ্ধার হল 30টি বোমা (Bomb Recovered)। গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডি চেকপোস্টে বাস থামিয়ে বোমাগুলি আটক করে । এই ঘটনায় তিনজন যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।

জানা গিয়েছে, গতরাতে কলকাতার বাবু ঘাট থেকে একটি যাত্রীবাহী বাস বিহারের গয়ার উদ্দেশে যাচ্ছিল । পানাগড়ের মিলিটারি ক্যাম্পে গোপন সূত্রে খবর আসে, ওই বাসে বোমা পাচার করা হচ্ছে । তারপরেই বাসটিকে ধাওয়া করেন সেনা জওয়ানরা ৷ বাংলা-ঝাড়খন্ড সীমানায় ডুবুরডি চেকপোস্টে বাসটিকে থামায় কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও সেনাবাহিনী ।

আরও পড়ুন: Weather Report : দার্জিলিং, কালিম্পং সহ উত্তরে জেলাগুলিতে আজ প্রবল বৃষ্টি, জারি কমলা সতর্কতা

এরপর রাতেই বাসটিকে চৌরঙ্গি ফাঁড়িতে নিয়ে আসা হয় । তল্লাশি চালিয়ে বাসে একটি ব্যাগ থেকে 30টি তাজা বোমা উদ্ধার করা হয় ৷ রাতভর বাসটিকে আটকে রেখে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয় । আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় । সকালে বাকি যাত্রীদের ছেড়ে দেওয়া হয় ।

আরও পড়ুন: Durga Puja in Kolkata : ঢাকি থেকে পুরোহিত, ভ্যাকসিন বাধ্যতামূলক আবাসনের পুজোয়

বাসে উদ্ধার বোমা

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই ব্যাগে একটি চিরকুট পাওয়া গিয়েছে । চিরকুটের লেখা থেকে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে সফি মহম্মদ ভাই নামে কারও কাছে পাঠানো হচ্ছিল বোমাগুলি । কলকাতারও দুই ব‍্যক্তির নাম লেখা রয়েছে চিরকুটে । লেখা রয়েছে একটি কোড নম্বর - 12461 । উদ্ধার হওয়া বোমাগুলি দেশি বোমা । প্রতিটির দাম 1 হাজার টাকা । 5 হাজার টাকা অগ্রিম দেওয়া আছে বলেও ওই চিরকুটে উল্লেখ আছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Durga Puja Meeting : করোনা আবহে দুর্গাপুজো নিয়ে কমিটিগুলির সঙ্গে বৈঠক জয়নগর প্রশাসনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.