ETV Bharat / state

নগদ 1 কোটি সহ 257 কেজি গাঁজা উদ্ধার জামুড়িয়ায়

আজ দুপুরে যৌথ অভিযান চালায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও জামুড়িয়া থানার পুলিশ ৷ উদ্ধার হয়েছে নগদ 1 কোটি 1 লাখ 78 হাজার টাকা ও 257 কেজি গাঁজা ৷

জামুড়িয়া
জামুড়িয়া
author img

By

Published : Jul 19, 2020, 10:55 PM IST

Updated : Jul 19, 2020, 11:07 PM IST

জামুড়িয়া, 19 জুলাই : জামুড়িয়ার 5 নম্বর ওয়ার্ড কুয়ো মোড় এলাকা থেকে উদ্ধার হল 257 কেজি গাঁজা ৷ সঙ্গে নগদ 1 কোটি 1 লাখ 78 হাজার টাকা ৷ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

আজ দুপুরে জামুড়িয়ার কুয়ো মোড় এলাকায় সনোজ সিং নামে এক ব্যবসায়ীর বাড়িতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও জামুড়িয়া থানার পুলিশ যৌথ অভিযান চালায় ৷ প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় 257 কেজি গাঁজা উদ্ধার করা হয় ৷ পরে পুরো বাড়ি তল্লাশি চালিয়ে পাওয়া যায় মোট 1 কোটি 1 লাখ 78 হাজার টাকা ৷ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ এদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ নাম গণেশ মাঝি ৷ বাকিরা স্থানীয় ৷ তাদের নাম সনৎ সিং, অনিল সিং, বিদ্যুৎ তিওয়ারি ও কাজি আশরাফউল হক ৷

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DC সেন্ট্রাল সায়ক দাস জানিয়েছেন, ইতিমধ্যেই তাদের পুলিশি হেপাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ জিজ্ঞাসাবাদে জানা গেছে, বছরখানেক ধরে কাজ করছে তারা ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান এখান থেকে ঝাড়খণ্ডেও পাচার হত গাঁজা ৷

জামুড়িয়া, 19 জুলাই : জামুড়িয়ার 5 নম্বর ওয়ার্ড কুয়ো মোড় এলাকা থেকে উদ্ধার হল 257 কেজি গাঁজা ৷ সঙ্গে নগদ 1 কোটি 1 লাখ 78 হাজার টাকা ৷ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

আজ দুপুরে জামুড়িয়ার কুয়ো মোড় এলাকায় সনোজ সিং নামে এক ব্যবসায়ীর বাড়িতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও জামুড়িয়া থানার পুলিশ যৌথ অভিযান চালায় ৷ প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় 257 কেজি গাঁজা উদ্ধার করা হয় ৷ পরে পুরো বাড়ি তল্লাশি চালিয়ে পাওয়া যায় মোট 1 কোটি 1 লাখ 78 হাজার টাকা ৷ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ এদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ নাম গণেশ মাঝি ৷ বাকিরা স্থানীয় ৷ তাদের নাম সনৎ সিং, অনিল সিং, বিদ্যুৎ তিওয়ারি ও কাজি আশরাফউল হক ৷

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DC সেন্ট্রাল সায়ক দাস জানিয়েছেন, ইতিমধ্যেই তাদের পুলিশি হেপাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ জিজ্ঞাসাবাদে জানা গেছে, বছরখানেক ধরে কাজ করছে তারা ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান এখান থেকে ঝাড়খণ্ডেও পাচার হত গাঁজা ৷

Last Updated : Jul 19, 2020, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.