ETV Bharat / state

দুর্গাপুরে ক্যানসার রোগীসহ 2 জন কোরোনায় আক্রান্ত - আনলক ওয়ান

দুর্গাপুরে কোরোনায় আক্রান্ত 2 । আক্রান্তদের মধ্যে 1 জন ক্যানসার রোগী । আক্রান্তদের জেলার কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে ।

2-corona-patients-found-in-durgapur
দুর্গাপুরে 1 ক্যানসার আক্রান্তসহ 2 জন কোরোনায় আক্রান্ত
author img

By

Published : Jun 17, 2020, 6:25 AM IST

দুর্গাপুর, 16 জুন : দুর্গাপুরে কোকওভেন থানা এলাকায় ক্যানসার আক্রান্ত এক মহিলা-সহ দুজন কোরোনাতে আক্রান্ত । অপরজন দুর্গাপুর স্টেশন বাজারের বস্ত্র বিপণির অন্যতম কর্ণধার । সোমবার ওই দোকানকে জীবাণুমুক্ত করা হয়।

পরপর দুদিন দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় দুজন কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল । দুর্গাপুর নগর নিগমের 43 নম্বর ওয়ার্ডের 52 বছর বয়সি ক্যানসার আক্রান্ত এক মহিলা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । সেই হাসপাতালেই তাঁর লালারসের নমুনা পরীক্ষার পর তাঁকে ছুটি দেওয়া হয় । রিপোর্টে জানা যায় ক্যানসার আক্রান্ত ওই মহিলা কোরোনাতে আক্রান্ত হয়েছেন ।

শনিবার ওই মহিলাকে দুর্গাপুরের মলানদিঘিতে 'দা রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সনকা হাসপাতালে ভরতি করা হয় । 24 ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার জানা যায়, দুর্গাপুর স্টেশন বাজারের বিখ্যাত একটি বস্ত্র বিপণির অন্যতম কর্ণধার কোরোনাতে আক্রান্ত । সূত্র থেকে পাওয়া খবর, ওই ব্যবসায়ী বেশ কিছু কাজকর্মের জন্য কলকাতায় গিয়েছিলেন । গত চারদিন আগে তিনি অসুস্থ হয়ে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । সেখানেই তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ।

রিপোর্টে জানা যায়, ওই ব্যক্তি কোরোনাতে আক্রান্ত । রবিবার ওই ব্যক্তিকে সনকা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে । সোমবার দুর্গাপুর স্টেশন বাজারের ওই দোকান ঘরটিকে জীবাণুমুক্ত করা হয় । নতুন করে কোরোনা সংক্রমণ বেড়ে চলেছে দুর্গাপুরে । যা নিয়ে যথেষ্ট চিন্তিত প্রশাসনিক কর্তাব্যক্তিরা । অন্যদিকে সামাজিক দূরত্ব একেবারেই মানা হচ্ছে না দুর্গাপুরের বাজার হাটগুলিতে । মানুষের সচেতনতার অভাবের ছবি স্পষ্ট হয়ে উঠছে দিন প্রতিদিন ।

দুর্গাপুর, 16 জুন : দুর্গাপুরে কোকওভেন থানা এলাকায় ক্যানসার আক্রান্ত এক মহিলা-সহ দুজন কোরোনাতে আক্রান্ত । অপরজন দুর্গাপুর স্টেশন বাজারের বস্ত্র বিপণির অন্যতম কর্ণধার । সোমবার ওই দোকানকে জীবাণুমুক্ত করা হয়।

পরপর দুদিন দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় দুজন কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল । দুর্গাপুর নগর নিগমের 43 নম্বর ওয়ার্ডের 52 বছর বয়সি ক্যানসার আক্রান্ত এক মহিলা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । সেই হাসপাতালেই তাঁর লালারসের নমুনা পরীক্ষার পর তাঁকে ছুটি দেওয়া হয় । রিপোর্টে জানা যায় ক্যানসার আক্রান্ত ওই মহিলা কোরোনাতে আক্রান্ত হয়েছেন ।

শনিবার ওই মহিলাকে দুর্গাপুরের মলানদিঘিতে 'দা রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সনকা হাসপাতালে ভরতি করা হয় । 24 ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার জানা যায়, দুর্গাপুর স্টেশন বাজারের বিখ্যাত একটি বস্ত্র বিপণির অন্যতম কর্ণধার কোরোনাতে আক্রান্ত । সূত্র থেকে পাওয়া খবর, ওই ব্যবসায়ী বেশ কিছু কাজকর্মের জন্য কলকাতায় গিয়েছিলেন । গত চারদিন আগে তিনি অসুস্থ হয়ে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । সেখানেই তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ।

রিপোর্টে জানা যায়, ওই ব্যক্তি কোরোনাতে আক্রান্ত । রবিবার ওই ব্যক্তিকে সনকা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে । সোমবার দুর্গাপুর স্টেশন বাজারের ওই দোকান ঘরটিকে জীবাণুমুক্ত করা হয় । নতুন করে কোরোনা সংক্রমণ বেড়ে চলেছে দুর্গাপুরে । যা নিয়ে যথেষ্ট চিন্তিত প্রশাসনিক কর্তাব্যক্তিরা । অন্যদিকে সামাজিক দূরত্ব একেবারেই মানা হচ্ছে না দুর্গাপুরের বাজার হাটগুলিতে । মানুষের সচেতনতার অভাবের ছবি স্পষ্ট হয়ে উঠছে দিন প্রতিদিন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.