দূর্গাপুর, 1 সেপ্টেম্বর : ব্লাড ক্যানসারে আক্রান্ত আট বছরের ছোট্ট দেব বাগদী ৷ পশ্চিম বর্ধমানের কাঁকসার রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস টুয়ের ছাত্র ৷ বাবা নারায়ণ বাগদী পেশায় সামান্য দিনমজুর, মা দীপা বাগদী গৃহবধূ ৷ ফলে চিকিৎসার খরচ জোগাতে কষ্টের শেষ নেই তাঁদের ৷ দারস্থ হয়েছিলেন দেবের স্কুলের প্রধান শিক্ষকের কাছে ৷ সাহায্য পেয়েছেনও ৷ পাশে দাঁড়িয়েছেন প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীরা ৷ পাশে দাঁড়িয়েছে বনকাঠি অঞ্চলের আরও 18 টি স্কুলের শিক্ষক ও পড়ুয়ারাও ৷ তবে এই উদ্যোগ যে যথেষ্ট নয় তা বুঝতে পেরেই তাদের আবেদন, ছোট্ট দেবকে সুস্থ করতে এগিয়ে আসুন ৷
![cancer infected student in durgapur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-dur-01-splstory-kaksacancerattackstudent-7204345_01092019121126_0109f_1567320086_170.jpg)
প্রায় 4-5 মাস আগে দেব হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ৷ তিনি কিছু শারীরিক পরীক্ষা করে পরামর্শ দেন ৷ এরপর দেবকে বীরভূম জেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতেই প্রকাশ্যে আসে দেবের শরীরে দানা বেঁধেছে দূরারোগ্য কর্কট রোগের জীবাণু । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় দেবকে দ্রুত মুম্বইয়ে নিয়ে যেতে হবে ৷ কিন্তু দিন আনা, দিন খাওয়া পরিবারের পক্ষে তা সম্ভব ছিল না ৷ দেবের পরিবার চিকিৎসার আর্থিক সাহায্যের জন্য স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের দ্বারস্থ হয় ৷ এরপর দেবকে নিয়ে যাওয়া হয় মুম্বই ৷ কিন্তু সেখানেও যে পরিমাণ চিকিৎসার খরচের কথা বলা হয়, তা জোগান দেওয়াও সম্ভব হয় না ৷ এরপর দেবের বাবা নারায়ণ রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপকুমার চৌধুরির সঙ্গে দেখা করেন ৷ স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষকারা, পড়ুয়ারা পাশে দাঁড়ান ৷ শুধু তাই নয় প্রদীপবাবু কাঁকসার বনকাঠির মোট যে 18 টি বিদ্যালয় রয়েছে, সেখানকার প্রধান শিক্ষকদের কাছে লিখিত আবেদন জানান ৷ দেবের সুস্থতার জন্য আর্থিক সহায়তার কথা বলেন । ছোট্ট দেবের চিকিৎসার জন্য বনকাঠি অঞ্চলের সমস্ত পড়ুয়ারা আজ এককাট্টা ৷
কিন্তু, তাতেও প্রয়োজনীয় টাকা জোগার সম্ভব হয়নি৷ এ কারণে কাঁকসার BDO কে সরকারি সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে ৷ দেবের পরিবার এবং রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়-সহ বনকাঠি অঞ্চলের সমস্ত স্কুলের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে, দেবকে সুস্থ করতে এগিয়ে আসুন৷ রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকা পিয়ালি সাহা, তন্দ্রিমা ঘোষ এই চাঁদা তোলার উদ্যোগ নিয়েছেন । তাই আজ ছোট্ট দেবকে যে ভাবেই হোক সুস্থ করতে বনকাঠি অঞ্চল জুড়ে চলছে দাঁতে দাঁত চেপে অর্থ সংগ্রহের লড়াই ৷