ETV Bharat / state

ক্যানসারে আক্রান্ত পড়ুয়ার পাশে বনকাঠির 18 স্কুল - 18 schools are supporting cancer infected student

ক্যানসারে আক্রান্ত পড়ুয়ার পাশে বনকাঠির 18 টি স্কুল ৷ চিকিৎসার খরচ জোগাতে পাশে দাঁড়িয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠীরা ৷

ক্যানসারে আক্রান্ত পড়ুয়ার পাশে বনকাঠির 18 টি স্কুল
author img

By

Published : Sep 1, 2019, 5:07 PM IST

Updated : Sep 1, 2019, 8:34 PM IST

দূর্গাপুর, 1 সেপ্টেম্বর : ব্লাড ক্যানসারে আক্রান্ত আট বছরের ছোট্ট দেব বাগদী ৷ পশ্চিম বর্ধমানের কাঁকসার রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস টুয়ের ছাত্র ৷ বাবা নারায়ণ বাগদী পেশায় সামান্য দিনমজুর, মা দীপা বাগদী গৃহবধূ ৷ ফলে চিকিৎসার খরচ জোগাতে কষ্টের শেষ নেই তাঁদের ৷ দারস্থ হয়েছিলেন দেবের স্কুলের প্রধান শিক্ষকের কাছে ৷ সাহায্য পেয়েছেনও ৷ পাশে দাঁড়িয়েছেন প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীরা ৷ পাশে দাঁড়িয়েছে বনকাঠি অঞ্চলের আরও 18 টি স্কুলের শিক্ষক ও পড়ুয়ারাও ৷ তবে এই উদ্যোগ যে যথেষ্ট নয় তা বুঝতে পেরেই তাদের আবেদন, ছোট্ট দেবকে সুস্থ করতে এগিয়ে আসুন ৷

cancer infected student in durgapur
ক্যানসারে আক্রান্ত দেব বাগদী

প্রায় 4-5 মাস আগে দেব হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ৷ তিনি কিছু শারীরিক পরীক্ষা করে পরামর্শ দেন ৷ এরপর দেবকে বীরভূম জেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতেই প্রকাশ্যে আসে দেবের শরীরে দানা বেঁধেছে দূরারোগ্য কর্কট রোগের জীবাণু । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় দেবকে দ্রুত মুম্বইয়ে নিয়ে যেতে হবে ৷ কিন্তু দিন আনা, দিন খাওয়া পরিবারের পক্ষে তা সম্ভব ছিল না ৷ দেবের পরিবার চিকিৎসার আর্থিক সাহায্যের জন্য স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের দ্বারস্থ হয় ৷ এরপর দেবকে নিয়ে যাওয়া হয় মুম্বই ৷ কিন্তু সেখানেও যে পরিমাণ চিকিৎসার খরচের কথা বলা হয়, তা জোগান দেওয়াও সম্ভব হয় না ৷ এরপর দেবের বাবা নারায়ণ রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপকুমার চৌধুরির সঙ্গে দেখা করেন ৷ স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষকারা, পড়ুয়ারা পাশে দাঁড়ান ৷ শুধু তাই নয় প্রদীপবাবু কাঁকসার বনকাঠির মোট যে 18 টি বিদ্যালয় রয়েছে, সেখানকার প্রধান শিক্ষকদের কাছে লিখিত আবেদন জানান ৷ দেবের সুস্থতার জন্য আর্থিক সহায়তার কথা বলেন । ছোট্ট দেবের চিকিৎসার জন্য বনকাঠি অঞ্চলের সমস্ত পড়ুয়ারা আজ এককাট্টা ৷

দেখুন ভিডিয়ো . . .

কিন্তু, তাতেও প্রয়োজনীয় টাকা জোগার সম্ভব হয়নি৷ এ কারণে কাঁকসার BDO কে সরকারি সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে ৷ দেবের পরিবার এবং রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়-সহ বনকাঠি অঞ্চলের সমস্ত স্কুলের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে, দেবকে সুস্থ করতে এগিয়ে আসুন৷ রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকা পিয়ালি সাহা, তন্দ্রিমা ঘোষ এই চাঁদা তোলার উদ্যোগ নিয়েছেন । তাই আজ ছোট্ট দেবকে যে ভাবেই হোক সুস্থ করতে বনকাঠি অঞ্চল জুড়ে চলছে দাঁতে দাঁত চেপে অর্থ সংগ্রহের লড়াই ৷

দূর্গাপুর, 1 সেপ্টেম্বর : ব্লাড ক্যানসারে আক্রান্ত আট বছরের ছোট্ট দেব বাগদী ৷ পশ্চিম বর্ধমানের কাঁকসার রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস টুয়ের ছাত্র ৷ বাবা নারায়ণ বাগদী পেশায় সামান্য দিনমজুর, মা দীপা বাগদী গৃহবধূ ৷ ফলে চিকিৎসার খরচ জোগাতে কষ্টের শেষ নেই তাঁদের ৷ দারস্থ হয়েছিলেন দেবের স্কুলের প্রধান শিক্ষকের কাছে ৷ সাহায্য পেয়েছেনও ৷ পাশে দাঁড়িয়েছেন প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীরা ৷ পাশে দাঁড়িয়েছে বনকাঠি অঞ্চলের আরও 18 টি স্কুলের শিক্ষক ও পড়ুয়ারাও ৷ তবে এই উদ্যোগ যে যথেষ্ট নয় তা বুঝতে পেরেই তাদের আবেদন, ছোট্ট দেবকে সুস্থ করতে এগিয়ে আসুন ৷

cancer infected student in durgapur
ক্যানসারে আক্রান্ত দেব বাগদী

প্রায় 4-5 মাস আগে দেব হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ৷ তিনি কিছু শারীরিক পরীক্ষা করে পরামর্শ দেন ৷ এরপর দেবকে বীরভূম জেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতেই প্রকাশ্যে আসে দেবের শরীরে দানা বেঁধেছে দূরারোগ্য কর্কট রোগের জীবাণু । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় দেবকে দ্রুত মুম্বইয়ে নিয়ে যেতে হবে ৷ কিন্তু দিন আনা, দিন খাওয়া পরিবারের পক্ষে তা সম্ভব ছিল না ৷ দেবের পরিবার চিকিৎসার আর্থিক সাহায্যের জন্য স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের দ্বারস্থ হয় ৷ এরপর দেবকে নিয়ে যাওয়া হয় মুম্বই ৷ কিন্তু সেখানেও যে পরিমাণ চিকিৎসার খরচের কথা বলা হয়, তা জোগান দেওয়াও সম্ভব হয় না ৷ এরপর দেবের বাবা নারায়ণ রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপকুমার চৌধুরির সঙ্গে দেখা করেন ৷ স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষকারা, পড়ুয়ারা পাশে দাঁড়ান ৷ শুধু তাই নয় প্রদীপবাবু কাঁকসার বনকাঠির মোট যে 18 টি বিদ্যালয় রয়েছে, সেখানকার প্রধান শিক্ষকদের কাছে লিখিত আবেদন জানান ৷ দেবের সুস্থতার জন্য আর্থিক সহায়তার কথা বলেন । ছোট্ট দেবের চিকিৎসার জন্য বনকাঠি অঞ্চলের সমস্ত পড়ুয়ারা আজ এককাট্টা ৷

দেখুন ভিডিয়ো . . .

কিন্তু, তাতেও প্রয়োজনীয় টাকা জোগার সম্ভব হয়নি৷ এ কারণে কাঁকসার BDO কে সরকারি সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে ৷ দেবের পরিবার এবং রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়-সহ বনকাঠি অঞ্চলের সমস্ত স্কুলের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে, দেবকে সুস্থ করতে এগিয়ে আসুন৷ রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকা পিয়ালি সাহা, তন্দ্রিমা ঘোষ এই চাঁদা তোলার উদ্যোগ নিয়েছেন । তাই আজ ছোট্ট দেবকে যে ভাবেই হোক সুস্থ করতে বনকাঠি অঞ্চল জুড়ে চলছে দাঁতে দাঁত চেপে অর্থ সংগ্রহের লড়াই ৷

Intro:আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের আট বছরের শিশু আক্রান্ত রাজরোগে।আর তাই তার চিকিৎসার খরচ যোগাতে ছোট্ট শিশু দেব বাগদীর পরিবার দেব যে স্কুলে পড়াশোনা করা সেই রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দ্বারস্থ হয়।হতদরিদ্র পরিবারের আট বছরের দেব কে সুস্থ করতে তাই তার সহপাঠীরা শুধু নয় বনকাঠি অঞ্চলের ১৮ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারাও এগিয়েএসেছেন।এখন ব্লাড ক্যানসারে আক্রান্ত কাঁকসার বনকাঠি অঞ্চলের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আট বছর বয়সী দেবেকে সুস্থ করতে এগিয়ে এলেও তা যে যথেষ্ট নয় তা বুঝতে পেরেই আবেদন "" ছোট্ট দেবকে সুস্থ করতে এগিয়ে আসুন""।

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রঘুনাথপুরের বাসিন্দা নারায়ন বাগদী পেশায় সামান্য এক দিনমজুর,মা দীপা বাগদী সাধারণ গৃহবধু।আজ থেকে ৪-৫ মাস আগে দেব হটাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় এক চিকিৎসক অন্যত্র নিয়ে গিয়ে কিছু শারীরিক পরীক্ষা নীরিক্ষা করানোর কথা জানালে দেবকে পার্শ্ববর্তী বীরভূম জেলায় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতেই তার পরিবার জানতে পারে তাদের সন্তানের শরীরে বাসা বেঁধেছে দূরারোগ্য ক্যানসারের জীবাণু। সেই হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসক দেবকে দ্রুত মুম্বাই এ নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।কিন্তু দিন আনা, দিন খাওয়া পরিবার তাদের আদরের দুলালের এই রাজরোগে আক্রান্ত হওয়ার কথা শুনে এবং তাকে সুস্থ করার জন্য যে আর্থিক খরচ তা যোগাবে কিভাবে তার ভাবনায় যেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে।দুশ্চিন্তায় ঘুম উড়ে যায় পরিবারের।কিন্তু পুত্রসন্তানের জীবন বাঁচাতে পিতা নারায়ন বাগদী স্থানীয়দের সাথে সাথে প্রশাসনের দ্বারস্থ হন আর্থিক সাহায্যের আর্জি জানিয়ে।মুম্বাই এ একবার নিয়ে যাওয়ার পরে শুরু হয় দেবের শরীরে বাসা বাঁধা ব্লাড ক্যানসারের চিকিৎসা। কিন্তু দেবকে সুস্থ করতে তারা চিকিৎসার জন্য যে খরচের কথা মুম্বাই এর ওই হাসপাতাল থেকে বলা হয় তা কিভাবে কোথা থেকে যোগাড় হবে?সেই ভাবনা থেকেই দেবের বাবা ছেলে যে স্কুলের দ্বিতীয় শ্রেনীতে পড়াশোনা করে সেই রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরীর সাথে দেখা করেন।তাকে সমস্ত কিছু বলার পরে প্রদীপ বাবু নিজের বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কে জানায় যে যেভাবে পারে যেন দেবের সুস্থতার জন্য সাহায্য করে।শুধু তাই নয় প্রদীপবাবু কাঁকসার বনকাঠি অঞ্চলে মোট যে ১৮ টি বিদ্যালয় রয়েছে সেই সমস্ত বিদ্যালয়ের প্রধানশিক্ষক দের কাছে লিখিত আবেদন জানান দেবের সুস্থতার জন্য আর্থিক সহায়তা করার জন্য।ছোট্ট দেবের সুস্থতার জন্য বনকাঠি অঞ্চলের সমস্ত পড়ুয়ারা আজ এককাট্টা।সবাই সাহায্যের হাত বাঁড়িয়েছে আর এটাই যেন দেবের পরিবারকে শক্তি যুগিয়েছে।মুম্বাই এ চিকিৎসার খরচের জন্য যে এই টাকা যথেষ্ট নয় তা জেনেই তাই কাঁকসার বিডিও কে সরকারি সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।আরো আরো টাকা চাই দেব কে সুস্থ করতে।তাই পরিবার এবং রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়সহ এই বনকাঠি অঞ্চলের সমস্ত স্কুলের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে "" দেবকে সুস্থ করতে এগিয়ে আসুন।""রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকা পিয়ালি সাহা,তন্দ্রিমা ঘোষ এই চাঁদা তোলার উদ্যোগ নিয়েছেন।আর ছোট্ট দেব যে জানেও না যে তার শরীরে বাসা বেঁধেছে ক্যানসারের জীবাণু,তাকে সুস্থ করার জন্য আজ বনকাঠি অঞ্চল জুড়ে চলছে দাঁতে দাঁত চেপে অর্থসংগ্রহের লড়াই।।।Body:হConclusion:হ
Last Updated : Sep 1, 2019, 8:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.