ETV Bharat / state

9 মাসের শিশু সহ দুর্গাপুরের কোভিড হাসপাতাল থেকে ছুটি পেলেন 18 জন

দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার জেমুয়া গ্রামের একটি 9 মাসের শিশুর দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছিল ৷ তখনই ওই শিশুটি কোরোনায় আক্রান্ত হয় ।

দুর্গাপুরের কোভিড হাসপাতাল থেকে 18 জন ছুটি পেলে বুধবার
দুর্গাপুরের কোভিড হাসপাতাল থেকে 18 জন ছুটি পেলে বুধবার
author img

By

Published : May 27, 2020, 5:25 PM IST

দুর্গাপুর, 27 মে: সম্পূর্ণ সুস্থ হয়ে বুধবার দুর্গাপুরের কোভিড হাসপাতাল ছাড়া পেলেন 18 জন ৷ তার মধ্যে রয়েছে দুর্গাপুরের জেমুয়া গ্রামের 9 মাসের একটি শিশুও ৷ পাশাপাশি ওই 18 জনের মধ্যে 10 জন পশ্চিম বর্ধমানের বাসিন্দা ৷ এখনও পর্যন্ত দুর্গাপুরের এই হাসপাতাল থেকে 42 জন কোরোনা আক্রান্ত সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পেরেছেন ।

পশ্চিম বর্ধমান জেলা সহ বীরভূম, বাঁকুড়া,পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ জেলার কোরোনা আক্রান্তদের চিকিৎসার হচ্ছে কাঁকসা থানা এলাকার মলানদিঘির রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সনকা হাসপাতালে । এই হাসপাতাল থেকে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্ত 42 জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন । যার মধ্যে বুধবারই 18 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন । এই 18 জনের মধ্যে 10 জন পশ্চিম বর্ধমান,পূর্ব বর্ধমান জেলার সাতজন এবং একজন বাঁকুড়া জেলার বাসিন্দা । হাসপাতালের সুপার বোনাপার্ট চৌধুরী বলেন,"সাফল্যের সঙ্গেই হাসপাতাল থেকে এখনও পর্যন্ত 42 জনকে কোরোনা মুক্ত করে সুস্থ করে বাড়িতে পাঠানো হল । বুধবার সর্বাধিক 18 জনকে ছুটি দেওয়া হয়েছে । তাদের মধ্যে 9 মাসের শিশু যেমন রয়েছে তেমন 5 বছরের বাচ্চা ও 65 বছরের বৃদ্ধও রয়েছেন । সাফল্যের সঙ্গে এই হাসপাতালে 7 টি জেলার মানুষের covid-19-এর সোয়াব পরীক্ষাও করা হচ্ছে বলেও জানান তিনি ৷ জানা গেছে, দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার জেমুয়া গ্রামের একটি 9 মাসের শিশুর দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছিল ৷ তখনই ওই শিশুটি কোরোনায় আক্রান্ত হয় । যদিও আজ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে শিশুটি ৷

কোরোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে এখনও পর্যন্ত 100% সফল দি রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এন্ড সনকা হাসপাতাল । এখনও পর্যন্ত যতজন কোরোনা আক্রান্ত রোগী ভরতি হয়েছেন তাঁদের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।

দুর্গাপুর, 27 মে: সম্পূর্ণ সুস্থ হয়ে বুধবার দুর্গাপুরের কোভিড হাসপাতাল ছাড়া পেলেন 18 জন ৷ তার মধ্যে রয়েছে দুর্গাপুরের জেমুয়া গ্রামের 9 মাসের একটি শিশুও ৷ পাশাপাশি ওই 18 জনের মধ্যে 10 জন পশ্চিম বর্ধমানের বাসিন্দা ৷ এখনও পর্যন্ত দুর্গাপুরের এই হাসপাতাল থেকে 42 জন কোরোনা আক্রান্ত সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পেরেছেন ।

পশ্চিম বর্ধমান জেলা সহ বীরভূম, বাঁকুড়া,পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ জেলার কোরোনা আক্রান্তদের চিকিৎসার হচ্ছে কাঁকসা থানা এলাকার মলানদিঘির রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সনকা হাসপাতালে । এই হাসপাতাল থেকে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্ত 42 জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন । যার মধ্যে বুধবারই 18 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন । এই 18 জনের মধ্যে 10 জন পশ্চিম বর্ধমান,পূর্ব বর্ধমান জেলার সাতজন এবং একজন বাঁকুড়া জেলার বাসিন্দা । হাসপাতালের সুপার বোনাপার্ট চৌধুরী বলেন,"সাফল্যের সঙ্গেই হাসপাতাল থেকে এখনও পর্যন্ত 42 জনকে কোরোনা মুক্ত করে সুস্থ করে বাড়িতে পাঠানো হল । বুধবার সর্বাধিক 18 জনকে ছুটি দেওয়া হয়েছে । তাদের মধ্যে 9 মাসের শিশু যেমন রয়েছে তেমন 5 বছরের বাচ্চা ও 65 বছরের বৃদ্ধও রয়েছেন । সাফল্যের সঙ্গে এই হাসপাতালে 7 টি জেলার মানুষের covid-19-এর সোয়াব পরীক্ষাও করা হচ্ছে বলেও জানান তিনি ৷ জানা গেছে, দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার জেমুয়া গ্রামের একটি 9 মাসের শিশুর দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছিল ৷ তখনই ওই শিশুটি কোরোনায় আক্রান্ত হয় । যদিও আজ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে শিশুটি ৷

কোরোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে এখনও পর্যন্ত 100% সফল দি রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এন্ড সনকা হাসপাতাল । এখনও পর্যন্ত যতজন কোরোনা আক্রান্ত রোগী ভরতি হয়েছেন তাঁদের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.