ETV Bharat / state

Tripura TMC Attack : ত্রিপুরায় আক্রান্ত অপরূপা-দোলা, ধলাইয়ে গাড়িতে হামলা

দেবাংশু, জয়া ও সুদীপদের পর এবার তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ দোলা সেন এবং অপরূপা পোদ্দারের উপর হামলার অভিযোগ ত্রিপুরায় ৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে দোলা এবং অপরূপার গাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ ধলাই জেলায় তাঁদের গাড়িতে বাঁশ, লাঠি, পাথর দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ ৷

Two TMC Rajya sabha MP Dola Sen and Aparupa Poddar Attack in Tripura Dholai by BJP Goons
Tripura TMC Attack : ত্রিপুরায় আক্রান্ত অপরূপা-দোলা, ধলাইয়ে গাড়িতে হামলা
author img

By

Published : Aug 15, 2021, 3:31 PM IST

Updated : Aug 15, 2021, 3:41 PM IST

ধলাই (ত্রিপুরা), 15 অগস্ট : ফের ত্রিপুরায় তৃণমূল (TMC)-র উপর হামলার অভিযোগ ৷ এবার ধলাই জেলায় বাংলার দুই সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar) এবং দোলা সেন (Dola Sen)-এর গাড়িতে বিজেপির (BJP) বিরুদ্ধে হামলার অভিযোগ আনল তৃণমূল নেতৃত্ব । ধলাই জেলার থাইরুমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদের গাড়িতে বিজেপি কর্মীরা বাঁশ, লাঠি নিয়ে হামলা করে বলে অভিযোগ ৷ সাংসদ দোলা সেন অভিযোগ করেছেন, বিজেপি কর্মীদের হামলায় তাঁর আপ্ত সহায়ক জাকিরের মাথা ফেটে গিয়েছে ৷ অন্যদিকে, সাংসদ অপরূপা পোদ্দারের ব্যাগ ছিনতাই করার অভিযোগও করা হয়েছে তৃণমূলের তরফে ৷ অভিযোগ তাঁর মোবাইল ফোনও এবং ব্যক্তিগত নথিও এর সঙ্গে ছিনতাই করে নেওয়া হয়েছে ৷ যদিও এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে পাল্টা মিথ্যা অপপ্রচারের অভিযোগ এনেছে ত্রিপুরা বিজেপি ৷

ধলাইয়ে তৃণমূলের উপর হামলার মুহূর্ত (ছবি সৌজন্যে : তৃণমূল)

জানা গিয়েছে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং অপরূপা পোদ্দার ত্রিপুরার ধলাই জেলায় স্বাধীনতা দিবসে দলের একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন ৷ জঙ্গলে ঘেরা ধলাই থেকে ফেরার পথে তাঁদের গাড়ির উপর আচমকাই হামলা চালানো হয় ৷ অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আচমকাই তাঁদের গাড়ির সামনে বাঁশ, লাঠি নিয়ে চলে আসে ৷ কিছু বুঝে ওঠার আগেই গাড়ির উইন্ড স্ক্রিনে লাঠি ও বাঁশ দিয়ে আঘাত করা হয় ৷ এমনকি পাথরও ছোড়া হয় ৷

Two TMC Rajya sabha MP Dola Sen and Aparupa Poddar Attack in Tripura Dholai by BJP Goons
আক্রান্ত তৃণমূল কর্মী

আরও পড়ুন : Tripura TMC : ধমকানো-চমকানোয় ভয় নেই; মমতার হয়ে খেলতে আগরতলায় ব্রাত্য-কাকলিরা

এই ঘটনায় দোলা সেনের আপ্ত সহায়ক জাকিরের মাথা ফেটেছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে ৷ এ নিয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ করেছেন দোলা সেন ৷ তাঁর অভিযোগ, গাড়ি ঘিরে লাঠি, বাঁশ, পাথর দিয়ে হামলা চালিয়েছে বিজেপির লোকজন । গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে । গোটা ঘটনা ঘটেছে পুলিশের সামনে । পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি । তিনি বলেন, ‘‘আমরা ৭ জন মিলে পতাকা উত্তোলন করলাম । সেখানে বিজেপির বাইক বাহিনীর 10 থেকে 12 জন মিলে এসে আমাদের গাড়ি ভেঙে দিল । আমার সেক্রেটারির মাথায় আঘাত লেগেছে । ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে । আমি আর অপরূপা কোনওরকমে প্রাণে বেঁচে গেছি । অপরূপার ব্যাগ, মোবাইল ফোন, কাগজপত্র সব ওরা নর্দমায় ফেলে দিয়েছে । আমরা সেগুলো আর খুঁজে পাইনি । আমরা ওই ভাঙা গাড়িতেই বসে আছি । আমরা রাস্তা খুঁজে আগরতলা যেতে পারছি না ।’’

আরও পড়ুন : TMC Tripura : অভিষেকের বিরুদ্ধে মামলা ত্রিপুরা পুলিশের, এফআইআরে নাম কুণাল-ব্রাত্যদেরও

এই ঘটনায় তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ একটি টুইট করে ত্রিপুরার বিজেপি সরকারকে এক হাত নেন ৷ তিনি লেখেন, ‘‘দফায় দফায় তৃণমূলের উপর হামলা বিজেপির । সাংসদ দোলা সেন, অপরূপা পোদ্দারের উপর আক্রমণ । জখম দোলার রক্ষীসহ একাধিক । স্বাধীনতা দিবসে জঙ্গলরাজের সন্ত্রাস । সব তথ্য সংগ্রহ চলছে । ভয় পেয়েছে বিজেপি ।’’

  • Tripura: দফায় দফায় তৃণমূলের উপর হামলা বিজেপির। সাংসদ দোলা সেন, অপরূপা পোদ্দারের উপর আক্রমণ। জখম দোলার রক্ষীসহ একাধিক। স্বাধীনতা দিবসে জঙ্গলরাজের সন্ত্রাস। সব তথ্য সংগ্রহ চলছে।
    ভয় পেয়েছে বিজেপি।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) August 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এইসব অভিযোগ অস্বীকার করেছে ত্রিপুরার বিজেপি নেতৃত্ব ৷ তাদের দাবি, তৃণমূলের নেতাদের পুরোটাই নাটক ৷ ত্রিপুরা বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য পাল্টা অভিযোগ করেছেন, ‘‘তৃণমূল বাজার গরম করার জন্য এসব অভিযোগ করছে ৷ এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই ৷’’

ধলাই (ত্রিপুরা), 15 অগস্ট : ফের ত্রিপুরায় তৃণমূল (TMC)-র উপর হামলার অভিযোগ ৷ এবার ধলাই জেলায় বাংলার দুই সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar) এবং দোলা সেন (Dola Sen)-এর গাড়িতে বিজেপির (BJP) বিরুদ্ধে হামলার অভিযোগ আনল তৃণমূল নেতৃত্ব । ধলাই জেলার থাইরুমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদের গাড়িতে বিজেপি কর্মীরা বাঁশ, লাঠি নিয়ে হামলা করে বলে অভিযোগ ৷ সাংসদ দোলা সেন অভিযোগ করেছেন, বিজেপি কর্মীদের হামলায় তাঁর আপ্ত সহায়ক জাকিরের মাথা ফেটে গিয়েছে ৷ অন্যদিকে, সাংসদ অপরূপা পোদ্দারের ব্যাগ ছিনতাই করার অভিযোগও করা হয়েছে তৃণমূলের তরফে ৷ অভিযোগ তাঁর মোবাইল ফোনও এবং ব্যক্তিগত নথিও এর সঙ্গে ছিনতাই করে নেওয়া হয়েছে ৷ যদিও এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে পাল্টা মিথ্যা অপপ্রচারের অভিযোগ এনেছে ত্রিপুরা বিজেপি ৷

ধলাইয়ে তৃণমূলের উপর হামলার মুহূর্ত (ছবি সৌজন্যে : তৃণমূল)

জানা গিয়েছে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং অপরূপা পোদ্দার ত্রিপুরার ধলাই জেলায় স্বাধীনতা দিবসে দলের একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন ৷ জঙ্গলে ঘেরা ধলাই থেকে ফেরার পথে তাঁদের গাড়ির উপর আচমকাই হামলা চালানো হয় ৷ অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আচমকাই তাঁদের গাড়ির সামনে বাঁশ, লাঠি নিয়ে চলে আসে ৷ কিছু বুঝে ওঠার আগেই গাড়ির উইন্ড স্ক্রিনে লাঠি ও বাঁশ দিয়ে আঘাত করা হয় ৷ এমনকি পাথরও ছোড়া হয় ৷

Two TMC Rajya sabha MP Dola Sen and Aparupa Poddar Attack in Tripura Dholai by BJP Goons
আক্রান্ত তৃণমূল কর্মী

আরও পড়ুন : Tripura TMC : ধমকানো-চমকানোয় ভয় নেই; মমতার হয়ে খেলতে আগরতলায় ব্রাত্য-কাকলিরা

এই ঘটনায় দোলা সেনের আপ্ত সহায়ক জাকিরের মাথা ফেটেছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে ৷ এ নিয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ করেছেন দোলা সেন ৷ তাঁর অভিযোগ, গাড়ি ঘিরে লাঠি, বাঁশ, পাথর দিয়ে হামলা চালিয়েছে বিজেপির লোকজন । গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে । গোটা ঘটনা ঘটেছে পুলিশের সামনে । পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি । তিনি বলেন, ‘‘আমরা ৭ জন মিলে পতাকা উত্তোলন করলাম । সেখানে বিজেপির বাইক বাহিনীর 10 থেকে 12 জন মিলে এসে আমাদের গাড়ি ভেঙে দিল । আমার সেক্রেটারির মাথায় আঘাত লেগেছে । ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে । আমি আর অপরূপা কোনওরকমে প্রাণে বেঁচে গেছি । অপরূপার ব্যাগ, মোবাইল ফোন, কাগজপত্র সব ওরা নর্দমায় ফেলে দিয়েছে । আমরা সেগুলো আর খুঁজে পাইনি । আমরা ওই ভাঙা গাড়িতেই বসে আছি । আমরা রাস্তা খুঁজে আগরতলা যেতে পারছি না ।’’

আরও পড়ুন : TMC Tripura : অভিষেকের বিরুদ্ধে মামলা ত্রিপুরা পুলিশের, এফআইআরে নাম কুণাল-ব্রাত্যদেরও

এই ঘটনায় তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ একটি টুইট করে ত্রিপুরার বিজেপি সরকারকে এক হাত নেন ৷ তিনি লেখেন, ‘‘দফায় দফায় তৃণমূলের উপর হামলা বিজেপির । সাংসদ দোলা সেন, অপরূপা পোদ্দারের উপর আক্রমণ । জখম দোলার রক্ষীসহ একাধিক । স্বাধীনতা দিবসে জঙ্গলরাজের সন্ত্রাস । সব তথ্য সংগ্রহ চলছে । ভয় পেয়েছে বিজেপি ।’’

  • Tripura: দফায় দফায় তৃণমূলের উপর হামলা বিজেপির। সাংসদ দোলা সেন, অপরূপা পোদ্দারের উপর আক্রমণ। জখম দোলার রক্ষীসহ একাধিক। স্বাধীনতা দিবসে জঙ্গলরাজের সন্ত্রাস। সব তথ্য সংগ্রহ চলছে।
    ভয় পেয়েছে বিজেপি।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) August 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এইসব অভিযোগ অস্বীকার করেছে ত্রিপুরার বিজেপি নেতৃত্ব ৷ তাদের দাবি, তৃণমূলের নেতাদের পুরোটাই নাটক ৷ ত্রিপুরা বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য পাল্টা অভিযোগ করেছেন, ‘‘তৃণমূল বাজার গরম করার জন্য এসব অভিযোগ করছে ৷ এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই ৷’’

Last Updated : Aug 15, 2021, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.