আগরতলা, 11 অগস্ট : খোয়াই থানা ঘেরাও করায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল ত্রিপুরা পুলিশ (Tripura Police) । মামলায় নাম রয়েছে কুণাল ঘোষ, ব্রাত্য বসু, দোলা সেনেরও । এফআইআরে নাম রয়েছে ত্রিপুরা তৃণমূলের নেতা সুবল ভৌমিক এবং প্রকাশ দাসও । রবিবার খোয়াই থানায় তৃণমূলের ধর্নার জেরে এফআইআর দায়ের করা হয়েছে ।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাতে এফআইআরটি রুজু করা হয়েছে । তবে এখনও পর্যন্ত পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এফআইআরে পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশকে কটুক্তি করার অভিযোগ রয়েছে । অভিযুক্তদের আদালতে পেশ করতে গিয়েও পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছে । সেই কারণে সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে বলেও লেখা হয়েছে এফআইআরে ।
যদিও এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । বিজেপি ভয় পেয়েই এই ধরনের কাজ করছে বলে কটাক্ষ করেন তিনি । টুইটারে কুণাল লিখেছেন, "অন্যায়ভাবে ধৃত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য গুচ্ছের মিথ্যা অভিযোগ দিয়ে অভিষেক, ব্রাত্য, দোলা, আমি, সুবলদা, প্রকাশদার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 186/34 ধারায় নিজের থেকে মামলা করল খোয়াই থানার পুলিশ ।"
-
Tripura: অন্যায়ভাবে ধৃত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য গুচ্ছের মিথ্যা অভিযোগ দিয়ে অভিষেক, ব্রাত্য, দোলা, আমি, সুবলদা, প্রকাশদার বিরুদ্ধে IPC 186/34 ধারায় নিজের থেকে মামলা করল খোয়াই থানার পুলিশ।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
ভয় পেয়েছে বিজেপি। pic.twitter.com/QHLBbkZTAT
">Tripura: অন্যায়ভাবে ধৃত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য গুচ্ছের মিথ্যা অভিযোগ দিয়ে অভিষেক, ব্রাত্য, দোলা, আমি, সুবলদা, প্রকাশদার বিরুদ্ধে IPC 186/34 ধারায় নিজের থেকে মামলা করল খোয়াই থানার পুলিশ।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 11, 2021
ভয় পেয়েছে বিজেপি। pic.twitter.com/QHLBbkZTATTripura: অন্যায়ভাবে ধৃত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য গুচ্ছের মিথ্যা অভিযোগ দিয়ে অভিষেক, ব্রাত্য, দোলা, আমি, সুবলদা, প্রকাশদার বিরুদ্ধে IPC 186/34 ধারায় নিজের থেকে মামলা করল খোয়াই থানার পুলিশ।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 11, 2021
ভয় পেয়েছে বিজেপি। pic.twitter.com/QHLBbkZTAT
এরপর আরও একটি টুইট করেন কুণাল ঘোষ । সেখানে তিনি লেখেন, " আমরা কোর্ট যেতে বাধা দিইনি । ধৃতদের ধারাগুলি জানতে চেয়েছি । এসকর্ট দিয়ে ফাঁসানোর অভিযোগ করছি । আইনজীবী আসা পর্যন্ত সময় চেয়েছি । বিজেপি থানা ঘিরেছিল । আমরাই ওদের নিয়ে কোর্টে বেরিয়েছি। কোর্টে সেদিন পুলিশ কোনও এরকম অভিযোগ করেনি । আমরা কোনও সরকারি কাজে বাধা দিইনি । "
-
Tripura case: @abhishekaitc এবং আমরা কোর্ট যেতে বাধা দিইনি।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
1) ধৃতদের section জানতে চেয়েছি।
2) এসকর্ট দিয়ে ফাঁসানোর অভিযোগ করছি।
3) আইনজীবী আসা পর্যন্ত সময় চেয়েছি।
4) bjp থানা ঘিরেছিল।
4) আমরাই ওদের নিয়ে কোর্টে বেরিয়েছি।
5) কোর্টে সেদিন পুলিশ কোনো এরকম অভিযোগ করেনি।
">Tripura case: @abhishekaitc এবং আমরা কোর্ট যেতে বাধা দিইনি।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 11, 2021
1) ধৃতদের section জানতে চেয়েছি।
2) এসকর্ট দিয়ে ফাঁসানোর অভিযোগ করছি।
3) আইনজীবী আসা পর্যন্ত সময় চেয়েছি।
4) bjp থানা ঘিরেছিল।
4) আমরাই ওদের নিয়ে কোর্টে বেরিয়েছি।
5) কোর্টে সেদিন পুলিশ কোনো এরকম অভিযোগ করেনি।Tripura case: @abhishekaitc এবং আমরা কোর্ট যেতে বাধা দিইনি।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 11, 2021
1) ধৃতদের section জানতে চেয়েছি।
2) এসকর্ট দিয়ে ফাঁসানোর অভিযোগ করছি।
3) আইনজীবী আসা পর্যন্ত সময় চেয়েছি।
4) bjp থানা ঘিরেছিল।
4) আমরাই ওদের নিয়ে কোর্টে বেরিয়েছি।
5) কোর্টে সেদিন পুলিশ কোনো এরকম অভিযোগ করেনি।