আগরতলা, 23 মে: ত্রিপুরার পর্যটনে জোয়ার আনতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার কথা ভাবছে সে রাজ্যের সরকার ৷ সেই লক্ষ্যে ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ বৈঠক করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের সঙ্গে ৷ মহারাজকে সে রাজ্যের পর্যটনের মুখ করা যায় কি না, সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে ৷
ফেসবুকে এ কথা জানিয়ে ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, সে রাজ্যের পর্যটন সম্ভাবনাকে সমগ্র বিশ্বের কাছে তুলে ধরার জন্য ব্যাপক প্রচার এবং কার্যকর ব্র্যান্ডিংয়ের প্রয়োজন । মন্ত্রীর মতে, ত্রিপুরার পর্যটনকে সমগ্র বিশ্বের সামনে তুলে ধরতে প্রচুর প্রচার, সঠিক ব্র্যান্ডিং ও এমন একজন জনপ্রিয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর দরকার, যিনি সারা বিশ্বে পরিচিত ।
মন্ত্রী লিখেছেন, "বিশ্বে ত্রিপুরার পর্যটনের প্রচার করার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, আমাদের প্রিয় দাদার চেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব কে হতে পারেন ? এই পরিকল্পনার অংশ হিসেবে আমি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের বেহালায় তাঁর বাসভবনে দেখা করি ৷ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি এ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছি ।"
মন্ত্রী আরও বলেন, অত্যন্ত সৌহার্দ্রপূর্ণ পরিবেশে গঠনমূলক দীর্ঘ আলোচনায় ত্রিপুরার পর্যটনে উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাঁদের বৈঠকে । মন্ত্রীর কথায়, "আমি আশা করি দাদা তাঁর ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও আমাদের অনুরোধে সাড়া দেবেন এবং খুব শীঘ্রই আমরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের ইতিবাচক ফলাফল পাব ৷"
ত্রিপুরার পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে সৌরভকে নিয়োগ করার এই উদ্যোগ কার্যকরী হবে বলে আশা করছে সে রাজ্যের সরকার ৷ এই সিদ্ধান্তের ফলে ত্রিপুরাকে একটি প্রাণবন্ত পর্যটন গন্তব্য হিসাবে তুলে ধরা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে ৷ ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে একজন সম্মানীয় ব্যক্তিত্বের সক্রিয় অংশগ্রহণ ছাড়াও ত্রিপুরার অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য, মনোরম প্রাকৃতিক দৃশ্য ও উষ্ণ আতিথেয়তা বিশ্বজুড়ে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এবং এই রাজ্যকে বিশ্বব্যাপী পর্যটন মানচিত্রে দৃঢ়ভাবে স্থাপন করে ৷ আজকের বৈঠকে ত্রিপুরা সরকারের পর্যটন বিভাগের সচিব উত্তম কুমার চাকমা ও দফতরের অধিকর্তা তপন কুমার দাসও উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন: আরও নিশ্ছিদ্র মহারাজের নিরাপত্তা, এবার জেড ক্যাটেগরিতে সৌরভ